রঙ্গিন আলপনা অংকন।
সবাইকে শুভেচ্ছা।
প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা,আশাকরি সবাই ভালো আছেন । আমিও বেশ ভালো আছি। বন্ধুরা, আজ ২০ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ,৪ এপ্রিল,২০২৩ খ্রীস্টাব্দ।চলছে মুসলিম উম্মার পবিত্র মাস রমজান। আজ ১২ রোজা শেষ হলো। ঈদের কড়া নাড়ছে ,সামনেই ঈদ।বন্ধুরা,প্রিয় আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিং এ আজ আপনাদের সামনে উপস্থাপন করবো একটি আলপনা। বিভিন্ন অনুষ্ঠানে ও দিবস আলপনা আকার প্রচলন এখন সর্বজনবিদিত। আর আমার অংকিত আজকের আলপনা হচ্ছে,একটি রঙ্গিন আলপনা। বন্ধুরা,আমি আজকের আলপনাটি বিভিন্ন রং এর সাইন পেন ব্যবহার করে ফুটিয়ে তোলার চেস্টা করেছি। আশাকরি ভাল লাগবে আপনাদের। চলুন দেখে নেয়া যাক, আমার অংকিত আলপনার বিভিন্ন ধাপ সমুহ।
উপকরণ সমুহ
১। সাদা কাগজ
২।পেন্সিল
৩।রাবার
৪।বিভিন্ন রঙের সাইন পেন
৫। স্কেল
আলপনা আকার ধাপ সমুহ
ধাপ-১
প্রথম ধাপে একটি সাদা কাগজের চারপাশে দাগ একে নিতে হবে। ছবিতে যেভাবে আকা হয়েছে।
ধাপ-২
এরপর সাদা কাগজে একটি ফুল একে নিতে হবে। ছবিতে যেভাবে আকা হয়েছে।
ধাপ-৩
এই ধাপে এসে ধাপে ধাপে আরও কিছু ডিজাইন একে আলপনার ডিজাইনটি শেষ করতে হবে।
ধাপ-৪
ডিজাইন আকা শেষ হলে বিভিন্ন রং এর সাইন পেন দিয়ে পছন্দ অনুযায়ী রং করে নিতে হবে। এভাবে সম্পুর্ণ ডিজাইনটি রং করে নিতে হবে। রং করা শেষ হলে রাবার দিয়ে পেন্সিলের দাগগুলো মুছে নিলেই আলপনা আকা শেষ হয়ে যাবে।
ধাপ-৫
এরপর নিজের স্টিমিট আইডি সাইন করে দিলেই সম্পূর্ণ হয়ে যাবে আলপনা আকা।
উপস্থাপনা
আশাকরি আমার অংকিত, আজকের রঙ্গিন আলপনাটি আপনাদের ভাল লেগেছে। আপনাদের ভাল লাগলেই আমার আকা সার্থক । সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ আমার আলপনা অংকন ব্লগ এখানেই শেষ করছি।শুভ কামনা সবার জন্য।
বিভিন্ন অনুষ্ঠান ও দিবসে এই আলপনা দিয়ে যখন সাজানো হয় তখন দেখতে খুবই ভালো লাগে। আপনি আজ খুব সুন্দর একটি রঙিন আলপনার ডিজাইন শেয়ার করেছেন। আপনার এত সুন্দর আলপনা দেখে মুগ্ধ হয়ে গেলাম। আমার কাছেও আলপনার ডিজাইন করতে অনেক ভালো লাগে। আমিও মাঝে মাঝে এই ধরনের ডিজাইন শেয়ার করি। ধন্যবাদ এত সুন্দর একটি আলপনা ডিজাইন শেয়ার করার জন্য।
জি আপু আজকাল বিভিন্ন অনুষ্ঠানে আলপনা আকা হয় । অনেক ধন্যবাদ আপু।
রঙ্গিন আলপনা অংকন দেখে খুবি সুন্দর লাগছে।আপনার ধাপে ধাপে চিত্র অংকন দেখে ভালো লেগেছে। এতো সুন্দর ভাবে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।
আমি চেস্টা করেছি সহজ করে উপস্থাপনের জন্য।
দারুন একটা রঙিন আলপনা অংকন করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। এই ধরনের আলপনা গুলো দেখতে ভালই লাগে। ঘরের মেঝেতে এগুলো তৈরি করলে দেখতে ভালই লাগবে বলে আমার কাছে মনে হচ্ছে।
জি ভাইয়া মেঝেতে আকলে বেশ ভাল লাগে কোন অনুষ্ঠানে। ধন্যবাদ ভাইয়া।
রঙিন আলপনা অংকন অনেক সুন্দর হয়েছে ।আপনিও অনেক দক্ষতার সাথে এই অংকন টি সম্পন্ন করেছেন দেখেই বোঝা যাচ্ছে। সুন্দর অংকন পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনাকে ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
আপনি তো অনেক সুন্দর আলপনা করতে পারেন।
গাছের সবুজ পাতার মতো সৌন্দর্য টা ফুটিয়ে তুলেছেন। আপনার নিখুঁত হাতের কারসাজি আমাদের মাঝে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
আমি চেস্টা করি । আপনাদের উৎসব মুলক মন্তব্য আমাকে উৎসাহিত করে।
আপনি আজ খুব সুন্দর একটি রঙিন আলপনার ডিজাইন দেখেছেন। আপনার তৈরি পেরিত রঙিন আলপনা দেখে আমি মুগ্ধ হয়েছি। প্রথম থেকে শেষ পর্যন্ত খুবই সুন্দর করে এটি তৈরি করেছেন এবং রং দিয়ে চমৎকার একটি আলপনা তৈরি করেছেন। খুব সুন্দর করে ধাপে ধাপে আমাদেরকে দেখিয়েছেন এবং সুন্দর বর্ণনাও করেছেন আপনাকে অনেক ধন্যবাদ।
উৎসাহমুলক মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।
আপনি খুব চমৎকারভাবে রঙ্গিন আলপনা অংকন করেছেন। তবে ঠিক বলেছেন এই ধরনের রঙিন আলপনা অংকন গুলো যে কোন অনুষ্ঠানে এখন ব্যবহার করা হয়। সত্যি বলতে আপনার রঙিন আলপনা অংকন দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। এবং শুরু থেকে শেষ পর্যন্ত খুব চমৎকারভাবে রঙিন আলপনা অংকন আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। তাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ রঙিন আলপনা অংকন আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনাদের ভাল লাগলেই আমার আকা সার্থক।ধন্যবাদ আপু।
অনেক সুন্দর একটি রঙিন আলপনা অংকন করেছেন। আলপনা টা আমার কাছে খুব ভালো লেগেছে। আপনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য । আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
ধন্যবাদ আপু।