বাংলার মাঠে মাঠে চলছে আমন ধান রোপণের কাজ
আমি @riyadx2 বাংলাদেশ থেকে
সোমবার, ২৮ ই জুলাই ২০২৫ ইং
বাংলাদেশের কৃষিভিত্তিক সমাজে আমন ধান রোপণ শুধুমাত্র একটি কৃষিকাজ নয়, এটি এক ঐতিহ্য, এক জীবনচক্র। বর্ষা নামলেই বাংলার প্রতিটি গ্রাম, প্রতিটি মাঠ যেন জেগে ওঠে এক নতুন ব্যস্ততায়। কাদায় পা ডুবিয়ে কৃষকেরা নামেন ধানের চারা রোপণের কাজে। মাঠের প্রান্ত থেকে প্রান্ত পর্যন্ত গুঞ্জন ওঠে চারার কচি সবুজে ঢেকে যায় সারা মাঠ, আর প্রতিটি রোপণের সাথে তারা যেন স্বপ্ন বুনে ।আষাঢ়-শ্রাবণের মাঝামাঝি সময়ে ধানের চারা প্রস্তুত হয়। এরপরেই শুরু হয় মূল জমিতে সেই চারাগুলো বসানোর কাজ। কৃষকেরা ভোর হতে না হতেই মাঠে ছুটে যান।
পায়ে হাঁটুসমান কাদা, হাতে গোছানো চারা আর কাঁধে রোদ ঠেকানোর জন্য গামছা এই হচ্ছে বাংলার এক অসাধারণ চিত্র। নারীরাও পিছিয়ে নেই। গ্রামের বহু স্থানে নারী পুরুষ একসঙ্গে এই কাজে অংশ নেন। নারীর হাতে চারা রোপণ যেন মাটির সঙ্গে মায়ের মতো এক আন্তরিক বন্ধন তৈরি করে।জমিতে চারা রোপণের একটা নিজস্ব ছন্দ আছে। এক সারিতে, এক ছন্দে বসানো হয় চারা যেন প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে চলছে । কোনো কোনো কৃষক তখন গান ধরেন বাউল গান, পালাগান কিংবা কৃষিকেন্দ্রিক গল্প। সেই সুর ভেসে বেড়ায় মাঠের প্রান্তে প্রান্তে, সেই সুরে মিশে থাকে তাদের ক্লান্তি ভুলে এগিয়ে চলার শক্তি।
রোপণের সময় শুধু শ্রম নয়, থাকে একধরনের আশা। প্রতিটি চারা যেন ভবিষ্যতের সোনার ফসল। এখনকার কষ্টটাই হয়ে ওঠে আগামী দিনের আনন্দ। চাষির চোখে স্বপ্ন, পরিবারের মুখে হাসি সবই গড়ে ওঠে এই সময়ে।এই পুরো প্রক্রিয়াটি শুধু কৃষির বিষয় নয়, এটি সামাজিক বন্ধনকেও দৃঢ় করে। এক গ্রামে একসাথে কাজ করার রীতি বহুদিনের। একে বলে আধিয়ার সাহায্য কিংবা দল বেঁধে কাজ করা। এক পরিবারের কাজে অন্য পরিবার সাহায্য করে, আর এই সহযোগিতার হাত ধরেই গড়ে ওঠে গ্রামের ঐক্য ও সৌহার্দ্য।
প্রকৃতির অবস্থাও এই সময়ে বদলে যায়। আকাশে মেঘের ভেলা, মাঝে মাঝে গর্জে ওঠা বজ্রধ্বনি, গা ছমছমে বৃষ্টি সব মিলিয়ে এক জাদুকরী পরিবেশ তৈরি হয়। ধানের চারা যখন একটানা সারিতে মাথা তুলে দাঁড়ায়, তখন বাংলার মাঠ যেন জীবন্ত সবুজ চাদরে মোড়ানো এক কাব্য হয়ে ওঠে।আমন ধান রোপণ শুধুই ফসল ফলানোর কাজ নয় এটি একটি ইতিহাস, এটি মাটির সঙ্গে সম্পর্ক, এটি ভালোবাসা, শ্রম আর আত্মমর্যাদার মেলবন্ধন। বাংলার প্রতিটি কাদা মাখা পায়ে লুকিয়ে থাকে একটুকরো দেশের আত্মা।এই দৃশ্য দেখতে দেখতে আমাদের বুঝে নিতে হয় আমরা যা খাই, তা শুধু একটি ফসল নয় তা কৃষকের ঘাম, প্রেরণা, আর হাজার বছরের ঐতিহ্যের ফল। বাংলার মাঠে মাঠে চলা এই আমন রোপণ তাই কখনো ফুরায় না বরং প্রতিবার নতুন করে জন্ম নেয় নতুন আশায়, নতুন প্রাণে।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ
Device | iPhone 11 |
---|---|
Camera | 11+11 MP |
County | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness
Daily task
https://x.com/Riyadx2P/status/1949776412082377026?t=vgDqGxfPYSVrfvXzVw9UPg&s=19
https://x.com/Riyadx2P/status/1949776633218601373?t=YBY_YGwHPq_G1sIPDDjcLg&s=19
এই সময় গ্রামে গেলে এরকম দৃশ্য দেখা যায়। ধান রোপনের সময় আবার চলে এসেছে। অনেক সুন্দর একটি মুহূর্ত ক্যামেরাবন্দি করেছেন আপনি। দেখে খুবই ভালো লাগলো ভাইয়া।