"এসো নিজে করি " ফুলদানির পেইন্টিং :-

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম।
আমি আলামিন ইসলাম আছি আপনাদের সাথে। আমার ইউজার নেমঃ@alamin-islam। আমি বাঙালি, বাংলাদেশের একজন নাগরিক।আশা করি আমার বাংলা ব্লগ কমিউনিটি এর সকল সদস্যবৃন্দ আল্লাহর অশেষ রহমতে ভাল আছেন। আমি ও আলহামদুলিল্লাহ ভালো আছি।

আজ আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য একটি ফুলদানির পেইন্টিং নিয়ে হাজির হয়েছি। আমি খুব একটা ভালো পেইন্টিং করতে পারিনা তবে মাঝে মাঝে একটু-আধটু পেইন্টিং করার চেষ্টা করি। আমি মনে করি এই পেইন্টিং করার কারণে আমার সৃজনশীল ক্ষমতাকে আরো একটু বাড়িয়ে তুলতে পেরেছি। অবসর সময়ে নিজের মনটাকে ভালো করার জন্য, নিজেকে একটু সময় দেওয়ার জন্য এই ধরনের পেইন্টিং করলে মন্দ হয় না। আশা করি পেইন্টিংটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।

IMG_20240309_200531.jpg

উপকরণ সমূহ :

১. সাদা কাগজ
২. পোস্টার রং
৩. রং করার তুলি
৪. পেন্সিল
৫. কলম

ধাপ-০১

IMG20240309181228.jpg

প্রথমে ফুলদানির পেইন্টিং করার জন্য ফুলদানির পাত্র এঁকে নিয়েছি।

ধাপ-০২

IMG_20240309_200344.jpg

এরপর ফুলদানির পাত্রে এভাবে একটি ডিজাইন এঁকে নিয়েছি।

ধাপ-০৩

IMG20240309183705.jpg

এরপর ফুলদানিতে তিনটি ফুল এঁকে নিয়েছি।

ধাপ-০৪

IMG20240309184715.jpg

এরপর ফুলের সাথে অনেকগুলো পাতা এঁকে নিয়েছি।

ধাপ-০৫

IMG20240309185747.jpg

IMG20240309190028.jpg

এরপর সবুজ রং দিয়ে পাতাগুলোকে রং করে নিয়েছি।

ধাপ-০৬

IMG20240309190459.jpg

IMG20240309191350.jpg

এরপর লাল, কমলা ও হলুদ রং দিয়ে ফুলদানির ফুল গুলোকে রং করে নিয়েছি।

ধাপ-০৭

IMG20240309192053.jpg

এরপর ফুলদানির কিছু অংশ বেগুনি ও নীল রং দিয়ে রং করে নিয়েছি।

ধাপ-০৮

IMG20240309193222.jpg

এরপর কালো রং দিয়ে পুরো চিত্রটিকে হাইলাইট করে নিয়েছি।

ধাপ-০৯

IMG_20240309_200310.jpg

এরপর ফুলদানির ডিজাইন করা অংশে কটনবার দিয়ে ফোঁটা ফোঁটা ডিজাইন এঁকে নিয়েছি। এভাবে আমি খুবই সুন্দর একটি ফুলদানির পেইন্টিং তৈরি করে নিয়েছি।

ফলাফল

IMG_20240309_195911.jpg

IMG_20240309_195957.jpg

IMG20240309194033.jpg

Devicerealme 8
Camera64 mp
Photo byAl-Amin

IMG_20230325_232520.jpg

আমি@Al-Amin ইসলাম , আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, আমার ইচ্ছা আমি দেশ ও দশের জন্য ভবিষ্যতে কিছু করতে চাই, আমার গর্ব হয় নিজেকে বাঙালি বলে পরিচয় দিতে। আমি গর্বিত বাংলাদেশে জন্মগ্রহণ করে। বাংলাদেশ ছয় ঋতুর দেশ, বাংলাদেশ নদীমাতৃক দেশ, বাংলাদেশের মানুষ মাছে ভাতে বাঙালি, প্রকৃতির রূপ, রস ,গন্ধ সবকিছুই আমার অহংকার।

প্রয়োজনে পাশে আছি আমার সাথে যোগাযোগ করুন:-

ফেসবুক || টুইটার || ইউটিউব || ডিস্কোড

ধন্যবাদ সবাইকে।

Sort:  
 2 years ago 

বাহ্ ! বেশ চমৎকার হয়েছে ফুলদানির পেইন্টিং ৷ পোস্টার রং দিয়ে আর্টটি বেশ চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছে ৷ অনেক ভালো লাগলো এতো সুন্দর একটি আর্ট দেখে ৷ আর্টের ধাপ গুলো ও অনেক সুন্দর ভাবে শেয়ার করেছেন ৷ সব মিলিয়ে দুর্দান্ত হয়েছে ৷ ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য ৷

Posted using SteemPro Mobile

 2 years ago 

কালারফুল ফুলদানির পেইন্টিং টি জাস্ট অসাধারণ লাগছে ভাইয়া।খুব সুন্দর করে আপনি আর্ট টি করেছেন।তারপর মনের মাধুরী মিশিয়ে কালার করেছেন।কালার কম্বিনেশন দুর্দান্ত ছিল।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

ফুলদানি সহ তিনটি লাল রঙের ফুল দেখতে চমৎকার লাগছে ভাইয়া। সবুজ পাতার মধ্যে ফুলগুলো অনেক সুন্দর ভাবে ফুটে রয়েছে। আর্ট তৈরীর প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। এরকম সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আমি পেইন্টিং করতে খুবই পছন্দ করি। আর আমার কাছে পেইন্টিং দেখতেও ভালো লাগে। আপনি খুবই সুন্দর দেখতে একটা ফুলদানির পেইন্টিং করে নিয়েছেন। ফুলসহ ফুলদানির এই সুন্দর পেইন্টিং টা দেখতে একেবারে চমৎকার লাগছিল। ফুলদানিটার কালার যেমন সুন্দরভাবে করেছেন, তেমনি ফুলগুলোর কালারও সুন্দর ছিল। আর সেই সাথে পাতাগুলো কেও সুন্দরভাবে এঁকেছেন আপনি।

 2 years ago 

অনেক সুন্দর একটা ফুলদানির পেইন্টিং তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনার অংকন করা এই ফুলদানির পেইন্টিং টা আমার কাছে খুবই ভালো লেগেছে। এই পেইন্টিংটা ভালো লাগার সবথেকে বড় কারণ হচ্ছে আপনি অনেক সুন্দর সুন্দর কয়েকটা ফুল অঙ্কন করেছেন।

 2 years ago 

ওয়াও অনেক সুন্দর করে দেখছি একটা পেইন্টিং করে নিয়েছেন আপনি। ফুলদানির এই সুন্দর পেইন্টিংটা এত ভালো হয়েছে যে দেখতে অসাধারণ লাগছিল। বিশেষ করে আপনি কালারটা অনেক সুন্দর করে করেছেন। কালারটা দারুন ভাবেই ফুটে উঠেছে। আর ফুলগুলো আঁকার কারণে আরো বেশি ভালো লেগেছে। নিজের দক্ষতা এবং সৃজনশীলতাকে কাজে লাগিয়ে এটা করেছেন যা দেখেই বুঝতে পারতেছি।

 2 years ago 

দারুন একটি ফুলদানি সহ ফুলের পেন্টিং করেছেন। পেন্টিংটা দেখতে অনেক সুন্দর লাগছে বিশেষ করে ফুল তিনটা বেশি ভালো লেগেছে। তাছাড়া কালার কম্বিনেশনেও চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন। ধন্যবাদ এতো সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

বাহ্ দারুণ হয়েছে ফুলদানির পেইন্টিং টি।পোস্টার রং ব্যবহার করে ফুলদানি টি আরো সুন্দর করে ফুটে উঠেছে। আপনার পেইন্টিং তৈরি করার প্রতি টা ধাপ আপনি সুন্দর ভাবে উপস্থাপন করছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

এত সুন্দর ফুলদানির পেইন্টিং দেখতে পেয়ে মুগ্ধ হলাম। আসলে আপনি খুবই সুন্দরভাবে ফুলদানির পেইন্টিং করেছেন। এই পেইন্টিংটি খুবই সুন্দরভাবে ফুটে উঠেছে দেখে অনেক ভালো লাগলো।

Posted using SteemPro Mobile