DIY-(এসো নিজে করি)// গ্লিটার ফোম সিট দিয়ে সুন্দর একটি কলমি লতার ফুল তৈরি ।।
আস্সালামু আলাইকুম /আদাব 🤝
আমার প্রাণ প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই। আশা এবং বিশ্বাস করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে ভালো ও সুস্থ আছি ।আমি @mahfuzur888, বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে আপনাদের সাথে আছি ।
আমার বাংলা ব্লগের প্রাণপ্রিয় বন্ধুরা, বেশ কিছুদিন পর গ্লিটার ফোম সিট দিয়ে সুন্দর একটি কলমি লতার ফুল তৈরি করে চলে আসলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য। বেশ কয়দিন ধরে গ্লিটার ফোম সিট দিয়ে কোন কিছু তৈরি করা হচ্ছিল না। তাইতো আজকে বৃষ্টির সময়টা কাজে লাগিয়ে গ্লিটার ফোম সিট দিয়ে সুন্দর এই কলমিলতার তিনটি ফুল তৈরি করেছি যার মধ্যে থেকে আজকে একটি আপনাদের মাঝে শেয়ার করলাম। অনেকদিন ধরে কাজ না করার জন্য হাতটা একটু স্লো হয়ে গিয়েছিল। তারপরেও আমার যে আয়রনটা ছিল সেই আয়রনটা নষ্ট হয়ে গিয়েছে। যার ফলে চুলার উপরে একটি কড়াই দিয়ে তার উপর থেকে পাপড়িগুলো বাকিয়ে নেয়া হয়েছিল। তারপরেও ফুলটি তৈরি করার পর আমার কাছে অনেক ভালো লেগেছিল। আমি আশা করি এই কলমিলতার ফুলটি দেখার পরে আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলুন তাহলে দেখে নেয়া যাক কিভাবে আমি গ্লিটার ফোম সিট দিয়ে সুন্দর এই কলমিলতার ফুলটি তৈরি করেছিলাম। ।
আমি গ্লিটার ফোম সিট দিয়ে কিভাবে সুন্দর একটি কলমি লতার ফুল তৈরি করেছিলাম তা ধাপে ধাপে আপনাদের মাঝে এখন উপস্থাপন করলাম।
১। গ্লিটার ফোম সিট।
২। কেচিঁ।
৩। কাটা কম্পাস ।
৪। গ্লু গান ।
৫। জি আই তার।
![]() | ![]() |
---|
প্রথমে আমি একটি পিঙ্ক কালারের এ ফোর সাইজের গ্লিটার ফোম সিট থেকে ৪ সেন্টিমিটার বাই ৬ সেন্টিমিটার করে দাগ কেটে কেচিঁ দিয়ে পাঁচ টুকরো করে নিলাম।
![]() | ![]() |
---|
তারপর গ্লিটার ফোমের টুকরোগুলোকে মাঝখান দিয়ে ভাঁজ করে চামচ আকৃতির পাপড়ি তৈরি করে নিলাম। যেমনটি আপনারা দেখতে পারছেন।
![]() | ![]() |
---|
এবার কলমি লতার ফুলের বৃতি তৈরি করার জন্য ছয় সেন্টিমিটার ব্যাসার্ধের এক টুকরো গ্লিটার ফোম সিট কেটে দাগ দিয়ে একটি বৃতির ছয়টি পাপড়ি বের করে নিলাম। যেমনটি আপনারা দেখতে পারছেন।
![]() | ![]() |
---|
এবার কলমি লতার ফুলের পাপড়ি তৈরি করার জন্য তিন সেন্টিমিটার বাই ৬ সেন্টিমিটার ৪ টুকরো গ্লিটার ফোম সিট কেটে পাপড়ির আকৃতি করে নিলাম। যেমনটি আপনারা দেখতে পারছেন।
![]() | ![]() |
---|
এবার আয়রনের পরিবর্তে একটি কড়াই চুলার উপরে রেখে। তাপ দিয়ে পাপড়ি ও পাতা গুলো বাঁকিয়ে নিলাম। এবং সমস্ত উপকরণগুলো একসাথে রেখে দিলাম। আপনাদের বোঝার সুবিধার্থে।
![]() | ![]() |
---|
এবার কলমি ফুলের পাপড়িগুলো গ্লু গানের সাহায্যে একটি সাথে আরেকটি লাগিয়ে দিলাম। এবং পাঁচটি পাপড়ি লাগানোর পর উল্টা দিক দিয়ে গোলাকার করে লাগিয়ে দিলাম যেমনটি আপনারা দেখতে পারছেন।
![]() | ![]() |
---|
এবার দুই সেন্টিমিটার বাই ১০ সেন্টিমিটার এক টুকরো গ্লিটার ফোম সিট কেটে একটি জিআই তাদের মাথায় গ্লু গানের সাহায্যে লাগিয়ে দিলাম। এবং পরবর্তীতে সেই জিআই তার কলমি ফুলের মাঝখানে গ্লু গানের সাহায্যে লাগিয়ে দিলাম।
![]() | ![]() |
---|
সর্বশেষ ধাপে এসে কলমি ফুলের সাথে বৃতিটি লাগিয়ে দিয়ে জিআই তারটি গ্লিটার ফোম সিট দিয়ে পেঁচিয়ে ফুলের পাতা গুলো গ্লু গানের সাহায্যে লাগিয়ে দিলাম। এবং ফুলের সৌন্দর্য বৃদ্ধির জন্য ভিতরের অংশে সাইন পেন দিয়ে কয়েকটি দাগ কেটে নিলাম। আর এর মাধ্যমেই সুন্দর এই কলমি লতার ফুলটি তৈরির শেষের ধাপে এসে পৌঁছাইলাম।
অবশেষে গ্লিটার ফোম সিট দ্বারা তৈরি সুন্দর এই কলমিলতা ফুলের পোস্টটি আপনাদের মাঝে শেয়ার করতে পেরে আমার খুবই ভালো লাগছে। আমি আশা করি এই কলমি লতার ফুলটি দেখার পরে আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। তো বন্ধুরা আজকে তাহলে এ পর্য্যন্ত্যই পরবর্তীতে আবারো যে কোন একটি নতুন পোস্ট নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সে পর্য্যন্ত্য পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ।
ফোনের বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
ধরণ | ডাই পোস্ট । |
মডেল | এম ৬২ |
ক্যাপচার | @mahfuzur888 |
অবস্থান | রাজশাহী- বাংলাদেশ |
আমার পরিচয়
আমার নাম মোঃমাহফুজুর রহমান।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের একজন সুনাগরিক। সর্বদাই নিজেকে দেশের মঙ্গল কামনায় ব্যস্ত রাখি। আমার জন্মভূমিকে আমি মায়ের মতো ভালোবাসি।আমি ভ্রমণ করতে খুবি ভালোবাসি।তাছাড়া ফটোগ্রাফি করতে আমার ভালো লাগে,আর রান্না করা আমার নেশা, এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে। তাই আমি আমার সৃজনশীলতা ও দক্ষতা কাজে লাগিয়ে আমার বাংলা ব্লগের মাধ্যমে ফুটিয়ে তুলতে চাই। এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়,ধন্যবাদ সবাইকে।🌹💖🌹।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Congratulations @mahfuzur888, your post was upvoted by @supportive.
আসসালামু আলাইকুম @mahfuzur888! 👋
আপনার গ্লিটার ফোম সিট দিয়ে কলমি লতার ফুল তৈরির পোস্টটি দেখে আমি মুগ্ধ! প্রতিটি ধাপ আপনি খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন, যা অনুসরণ করে যে কেউ এই ফুল তৈরি করতে পারবে। বিশেষ করে চুলার উপর কড়াই ব্যবহার করে পাপড়ি বাঁকানোর বুদ্ধিটি দারুণ! আপনার সৃজনশীলতা এবং প্রচেষ্টা সত্যিই প্রশংসার যোগ্য।
এই পোস্টে আপনার পরিশ্রম এবং ভালোবাসার ছাপ স্পষ্ট। এমন সুন্দর একটি কাজ আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।
আমি নিশ্চিত, আপনার এই পোস্টটি দেখে অনেকেই উৎসাহিত হবে এবং নিজেরাও এমন কিছু তৈরি করতে অনুপ্রাণিত হবে। আপনার অন্যান্য ফুলগুলো দেখার জন্য অপেক্ষায় রইলাম!
Keep creating such amazing content! ✨
ওয়াও দারুন ভাবে এটা তৈরি করেছেন তো আপনি। আমার কাছে দেখতে কিন্তু খুবই ভালো লেগেছে।এই ধরনের কাজ গুলো আমি সব সময় পছন্দ করি।এটা শেয়ার করেছেন দেখে ভালো লাগলো আমার কাছে। আপনার কাজ গুলো সব সময় দেখার অপেক্ষায় থাকলাম।
বাহ আপনার আইডিয়া তো অসাধারণ। আপনি গ্লিটার ফোম সিট দিয়ে খুব সুন্দর করে কলমি লতার ফুল ফুল তৈরি করেছেন। আপনার বানানো এই ফুল যদি কাউকে গিফট করেন সে অনেক খুশি হবে। এবং ঘরের টেবিলের মধ্যে সাজিয়ে রাখলে আরো ভালো লাগবে। ধন্যবাদ সুন্দর করে কলমি লতার ফুল বানিয়ে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
এই ধরনের নিত্য নতুন জিনিস গুলো করে যেমন ভালো লাগে করতেও তেমন ভালো লাগে।আপনি খুবই নিখুঁত হাতে কাজটি সম্পূর্ণ করেছেন ভাইয়া দেখে ভালো লাগলো।ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
একসময় মাঠে গেলেই এই ফুলটার দেখা পেতাম। সত্যি চমৎকার লাগছে। গ্লিটার ফোম সিট দিয়ে কলমি ফুল টা বেশ সুন্দর তৈরি করেছেন ভাই। বেশ চমৎকার লাগছে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।
এই ধরনের নিত্য নতুন জিনিস গুলো করে যেমন ভালো লাগে করতেও তেমন ভালো লাগে।আপনি খুবই নিখুঁত হাতে কাজটি সম্পূর্ণ করেছেন ভাইয়া দেখে ভালো লাগলো।ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।