ডাই পোস্টঃ ক্লে দিয়ে $puss চাবির রিং তৈরি।
শুভেচ্ছা সবাইকে।
কেমন আছেন সবাই ? আশাকরি ভালো আছেন।প্রত্যাশা করি সবাই সবসময় যেনো ভালো থাকেন। আজ ২৮শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, শরৎকাল, ১৪৩১বঙ্গাব্দ। ১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ । আজ একটি ডাই পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।
বন্ধুরা, আমার বাংলা ব্লগে নিয়মিত ব্লগিংয়ে আজ হাজির হয়েছি নতুন আর একটি পোস্ট নিয়ে। এসো নিজে করি সপ্তাহ উপলক্ষে আজ আমি একটি ডাই পোস্ট শেয়ার করবো। আজ আমি ক্লে দিয়ে $PUSS এর একটি চাবির রিং তৈরি করেছি। সেই চাবির রিং তৈরির পদ্ধতি আমি আপনাদের সাথে শেয়ার করবো। ক্লে দিয়ে বিভিন্ন জিনিস বানাতে আমার বেশ ভাল লাগে। যদিও মাটির মতো করে ব্যবহার করা যায় না ।তবুও কিছুটা মাটির মতো করে কাজ করা যায়।আর ক্লে দিয়ে বানান জিনিসগুলো দেখতে বেশ সুন্দর লাগে। আমার আজকের চাবির রিংটি বানানোর পর দেখতে বেশ ভালই লাগছিল। আশাকরি আপনাদেরো ভালো লাগবে। আজকের চাবির রিংটি বানাতে আমি ব্যবহার করেছি বিভন্ন রং এর ক্লে ও কাল রং এর সাইন পেন সাথে আরও কিছু উপকরণ। চলুন দেখে নেই ক্লে দিয়ে চাবির রিং তৈরির বিভিন্ন ধাপ সমূহ। আশাকরি আজকের ক্লে দিয়ে বানানো PUSS চাবির রিংটি আপনাদের ভালো লাগবে।
উপকরণ
১।বিভন্ন রং এর ক্লে
২। আই পিন
৩।কালো রং এর সাইন পেন
৪।জাম্প রিং
৫।ক্লে টুলস
ক্লে দিয়ে $puss এর চাবীর রিং তৈরির ধাপ সমুহ
ধাপ-১
প্রথমে $puss এর মাথা বানানোর জন্য গোলাপী রং এর ক্লে কিছুটা পরিমাণ নিয়ে গোল করে নিয়েছি।
ধাপ-২
ক্লে টুলস ব্যবহার করে চাপ দিয়ে কান বানিয়ে নিয়েছি। এবং কালো ক্লে দিয়ে চোখ বানিয়ে নিয়েছি।
ধাপ-৩
এরপর সাদা ক্লে দিয়ে চোখের মনি ও লাল ক্লে দিয়ে মুখ বানিয়ে নিয়েছি।
ধাপ-৪
আবার সামানো গোলাপী ক্লে নিয়ে ওভাল শেপ করে $puss এর শরীর বানিয়ে নিয়েছি। বানানো শরীর পুসের মাথার সাথে লাগিয়ে নিয়েছি।
ধাপ-৫
গোলাপী রং এর ক্লে দিয়ে লেজ বানিয়ে বানানো $puss এর পিছনে লাগিয়ে দিয়েছি।
ধাপ-৬
এবার দু'টো পা বানিয়ে $puss এর শরীরের সাথে লাগিয়ে দিয়েছি। এবং লাল রং এর ক্লে দিয়ে একটি পেন্ডেন্ট বানিয়ে গলায় ঝুলিয়ে দিয়েছি। দেখতে সুন্দর লাগার জন্য।
ধাপ-৭
সবশেষে আই পিনটি $puss এর মাথায় ঢুকিয়ে দিয়ে চাবির রিং বানান শেষ করেছি। সেই কাল সাইন পেন দিয়ে $puss এর গোঁফ এঁকে নিয়েছি।আর এভাবেই ক্লে দিয়ে সুন্দর একটি $puss চাবির রিং বানিয়ে নিলাম।
উপস্থাপন
আশাকরি আজকের ক্লে দিয়ে বানানো $puss চাবির রিংটি আপনাদের ভালো লেগেছে।আমি সব সময় চেষ্টা করি নতুন নতুন ধরনের ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে।আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। নিজের যত্ন নিন ও পরিবারের বৃদ্ধ ও শিশুদের প্রতি বিশেষ যত্নশীল হন।
পোস্ট বিবরণ
শ্রেনী | ডাই পোস্ট |
---|---|
ক্যামেরা | Redmi Note a-5 |
পোস্ট তৈরি | @selina 75 |
তারিখ | ১৩ই অক্টোবর, ২০২৪ |
লোকেশন | ঢাকা,বাংলাদেশ |
আমার পরিচয়
আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।
ক্লে দিয়ে $puss চাবির রিং তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন এটা দেখে খুবই ভালো লাগলো। আপনার বুদ্ধি দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে। এত সাধারণ জিনিস দিয়ে যে এত সুন্দর জিনিস তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন এটা দেখে খুবই ভালো লাগলো।
ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য।
https://x.com/selina_akh/status/1845425127649067286
ক্লে দিয়ে অনেক সুন্দর চাবি রিং তৈরি করেছেন দেখতে অসাধারণ সুন্দর লাগছে মূলত আমি প্রথমে দেখে মনে করেছিলাম এটা দোকান থেকে ক্রয় করা পোস্টের বিস্তারিত দেখার পরে বুঝতে পারলাম আপনি নিজে তৈরি করেছেন।
অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
ওয়াও আপনি তো দেখছি ক্লে ব্যবহার করে অনেক সুন্দর দেখতে একটা পুস চাবির রিং তৈরি করে নিয়েছেন। এটা দেখতে অনেক বেশি কিউট লাগছে। ক্লে দিয়ে এভাবে কোনো কিছু তৈরি করা হলে সত্যি সুন্দর লাগে। আমার তো দারুন পছন্দ হয়েছে আপনার তৈরি করার এই চাবির রিং।
আমার বানানো চাবির রিংটি আপনার কাছে কিউট লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।
বাহ আপু আপনি আজকে আমাদের মাঝে বেশ অসাধারণ ভাবে ক্লে দিয়ে $puss চাবির রিং তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি পোস্ট দেখতে সত্যি আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে ক্লে দিয়ে যেকোনো ধরনের জিনিস তৈরি করলে দেখতে বেশ ভালো লাগে আমার কাছে। এত সুন্দর ভাবে পোস্ট তৈরি করে আমাদের মাঝে প্রত্যেকটি স্টেপ শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য।
অনেক অনেক সুন্দর হয়েছে আপনার আজকের এই পুস তৈরি করা। অনেক সুন্দর ভাবে ক্লে দিয়ে পুস তৈরি করে দেখিয়েছেন আমাদের। এক কথায় বলতে গেলে অসাধারণ ছিল। আর এভাবেই যদি চাবির সাথে লাগিয়ে রাখা যায় বেশ দারুণ হবে কিন্তু।
ঠিক তাই ভাইয়া বেশ ভালো লাগবে। মন্তব্যের জন্য ধন্যবাদ।
আপু আপনার আইডিয়া খুব ভালো লেগেছে। ক্লে দিয়ে $pussএর খুব সুন্দর চাবির রিং তৈরি করেছেন। আপনার এই ডাই আমার কাছে অনেক ভালো লেগেছে। ক্লে দিয়ে বানানো জিনিস গুলো দেখতে খুব ভালো লাগে। ধন্যবাদ আপু এত সুন্দর ডাই প্রজেক্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
ঠিক বলেছেন আপু ক্লে দিয়ে বানানো জিনিসগুলো বেশ সুন্দর লাগে। তবে আমার বানানো চাবির রিংটি আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো।ধন্যবাদ আপু।
ক্লে দিয়ে $puss চাবির রিং তৈরি সত্যি আপু অসাধারণ হয়েছে। আপনি খুবই দক্ষতার সাথে এই চাবির রিং তৈরি করেছেন। এভাবে কখনো কল্পনাই করা হয়নি। দেখতে একদম হুবহু চাবির রিং হয়েছে। দেখে ভালো লাগলো শেয়ার করার জন্য ধন্যবাদ।
একটি চাবীর জন্য এই চাবীর রিংটি ব্যবহার করা যায়। ধন্যবাদ ভাইয়া পোস্টটি পড়ে মন্তব্য করার জন্য।
$puss চাবির রিং খুবই সুন্দর হয়েছে। চাবির রিংটি দেখতে অনেক আকর্ষণীয় লাগছে। সত্যি আপু আপনার হাতের কাজগুলো অনেক প্রশংসনীয়। আর আপনার প্রতিটি কাজ আমার ভীষণ ভালো লাগে আপু।
অনেক ধন্যবাদ আপু।
ক্লে দিয়ে চাবির রিংটি ভীষন সুন্দর হয়েছে। চাবির রিংটি দেখে মনে হচ্ছে বাজার থেকেৃ কেনা।ভীষণ সুন্দর বানিয়েছেন চাবির রিংটি।ধাপে ধাপে ক্লে দিয়ে চাবির রিং বানানো পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।
আমি চেস্টা করেছি সুন্দর করে বানাতে ।মন্তব্যের জন্য ধন্যবাদ ।