অবশেষে স্বস্তির বৃষ্টি

in আমার বাংলা ব্লগlast year

IMG_20240628_133718_780.jpg

আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগের সকল সদস্যগণ আপনারা সকলেই কেমন আছেন? আশা করি সৃষ্টিকর্তার রহমতে আপনারা সবাই পরিবার নিয়ে বেশ ভালো ও সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে বেশ ভালো ও সুস্থ আছি। আজ আমি আবারো আপনাদের মাঝে একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি।

বেশ কয়েকদিন হল প্রচন্ড গরমে আমাদের জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। তার মাঝে ঘন ঘন লোডশেডিং। এক ঘন্টা পর পর কারেন্ট যাচ্ছে আর আসছে। দিনতো কোনোভাবে কেটে যায় কিন্তু রাতে এই গরমে একদম ঘুম হচ্ছে না। এতে অসুস্থ হয়ে পড়ছে অনেকেই। বিশেষ করে আমরা বড়রা কষ্ট করতে পারি কিন্তু ছোটদের জন্য অনেক কষ্টসাধ্য হয়ে পড়েছে। আশেপাশে শুনতে পাচ্ছি জ্বর ও পেটের সমস্যা হচ্ছে এই গরমের কারণে। রোদের তাপ কিছুটা কম হলেও গরমের তীব্রতা অনেক বেশি। খাওয়া দাওয়া করে আরাম পাচ্ছি না। ঘুমাতে গিয়েও আরাম পাচ্ছি না। শরীরে সবসময় অশান্তি লাগতো।

অবশেষে আজ সকাল থেকে স্বস্থির বৃষ্টি শুরু হয়েছে। মনে হচ্ছে শরীরের মধ্যে আরামে শিহরণ বয়ে যাচ্ছে। গাছগুলো মানুষের মত কেমন জানি হয়ে গেছে। বিকাল করে গাছে পানি দেওয়ার পরও মনে হচ্ছে ওদের তাজা প্রাণ নেই। আজ বৃষ্টি হওয়ার পর গাছগুলোকে খুবই সতেজ লাগছে। আমার অনেক ইচ্ছে হয়েছিল বৃষ্টিতে ছাদে গোসল করতে। কিন্তু সামনে পরীক্ষা থাকার কারণে আম্মু গোসল করতে দিল না। বলল আশেপাশে সবার জ্বর হচ্ছে গোসল করা যাবে না। তাই আমি বৃষ্টিতে ভিজতে পারলাম না। তবে বৃষ্টিতে ভিজতে না পারলেও শরীরের ভিতর বেশ আরাম অনুভূতি পাচ্ছি।

সকাল থেকে বৃষ্টি গুড়ি গুড়ি পড়লেও একটা থেকে বেশ জোরে বৃষ্টি শুরু হয়েছে। আর যেহেতু শুক্রবার সবাই জুম্মার নামাজে যাবে অনেকেই দেখছিলাম ছাতা দিয়ে সবাই মসজিদে যাচ্ছিলেন। আবার নামাজ শেষে অনেকেই ভিজে ভিজে বাড়ি ফিরছিল। আমার বাবা ভাইও প্রায় বৃষ্টিতে ভিজে ভিজে বাসায় ফিরেছে। তারপরও বৃষ্টি হবার ফলে একদিকে যেমন মানুষ আরাম পেয়েছে অপরদিকে গাছপালাগুলোকে দেখে মনে হচ্ছে যেন সতেত হয়ে উঠেছে। আসলে অতিরিক্ত গরমের পর এই বৃষ্টি পেয়ে আমি খুব আনন্দিত। আশা করি এই গরমের পর বৃষ্টি আপনাদের সকলের কাছে পৌঁছে যাক।

এই ছিল আমার আজকের পোস্ট। এরপর আবারো নতুন কোন পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। ৩০ তারিখে আমার পরীক্ষা সবাই আমার জন্য দোয়া করবেন। আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPptwgeYqAyQnCGLyAR5C2jardkEq4hQWCHtPGqKjoAypRG1fcpQFNRQgvh5fP...wyPEkdaL8rcy8iiqw2zmwtNGFRM7qzJMJfay58rzjBWrL8FtEuJZBNpwUK2YPKyD4Dsy9xJJpCDgiPrLZEWCfGdjjwF7pfFydZtM4b2E2zS6XgKqikMACiTkxe.png

আসসালামু আলাইকুম। আমি আফরিন খান উপমা। আমি রাজশাহী বিভাগের বগুড়া জেলায় বসবাস করি। আমি ইন্টার সেকেন্ড ইয়ারের মানবিক বিভাগের একজন ছাত্রী। আমার জাতীয়তা বাংলাদেশী। আমি একজন ব্লগার উদ্যোক্তা। আমি গান গাইতে , নতুন নতুন রেসিপি তৈরি করতে এবং ছাদ বাগান করতে খুব ভালোবাসি। আমি আনন্দময়ী এবং সকলকে নিয়ে হৈহুল্লর ও একসঙ্গে সকলকে নিয়ে মজা করতে পছন্দ করি। আমি সকলের দুঃখে দুঃখী এবং সকলের সুখে সুখী

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPbqYxJcZK9JtriFPdqZV3xXxtdk9yPisUeRGZ8ozrvr2rnUXs5cagAakwsFpC...crnZzhhqu4WYmao4vB3RGiHNTU8GnpyKxF83dd6bSwTqRwmbSmFsvHQugwruB3kXoq8vq41Z9g3n3c9cGisLLwmNhiGFhgH3Q5gyrPfV554nn9Ypt5xRrncPbs.gif

Sort:  
 last year 

এই বৃষ্টিতে ভিজলে অবশ্য জ্বর হওয়ার কথা না। আমিও কয়েকবার ভিজেছি এবারের বৃষ্টিতে। যাইহোক অনেক গরমের পর এরকম বৃষ্টি সত্যিই স্বস্তির। বেশ ভালো লাগলো আপনার আজকের লেখাগুলো পড়ে।

 last year 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য। আসলে আমার তো পরীক্ষা যদি জ্বর হয় সেই ভয়টা পাচ্ছিলাম।

 last year 

বেশ কিছুদিন ধরে প্রচুর পরিমাণে গরম পড়ছিল। সৃষ্টিকর্তা চাইলে যে কোন সময় সব কিছু এক নিমিষেই পরিবর্তন করতে পারেন। দীর্ঘ দিন গরমের একটু স্বস্তির বৃষ্টিপাত হয়েছে আপনাদের এলাকায়, এটা জেনে বেশ ভালো লাগলো। আসলে দীর্ঘ দিন গরমের পর আমাদের এলাকার মধ্যে ও বৃষ্টিপাত হচ্ছে।

 last year 

ঠিক বলেছেন ভাইয়া সৃষ্টিকর্তা চাইলে যেকোনো সময় সবকিছু এক নিমিষেই পরিবর্তন করতে পারেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

একদম ঠিক বলেছেন আপু স্বস্তির বৃষ্টি নেমেছে।বেশ কিছুদিন থেকেই ঘনঘন লোডশেডিং এবং পাল্লা দিয়ে গরম জনজীবন যেন অতিষ্ট হয়ে গিয়েছিল। গাছে জল দিলেও গাছগুলো কেন কেমন জানি প্রাণহীন লাগে কিন্তু বৃষ্টি হলে গাছগুলো যেন হাসে। আমাদের এখানেও বৃষ্টি হচ্ছে আপু স্বস্তির বৃষ্টি। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট আমাদের সঙ্গে ভাগ করে নেয়ার জন্য।

 last year 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

এটা অবশ্য ঠিক বলেছেন আপু কয়েকদিন থেকে প্রচন্ড গরম পড়েছিল। আর এই গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছিল। আমাদের এইদিকেও আজকে বৃষ্টি হয়েছে। বৃষ্টি হয়ে আবহাওয়াটা বেশ শীতল হয়েছে।

 last year 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 last year 

আসলে বেশ কিছুদিন ধরে প্রচন্ড গরম পরেছে। আর এই গরমে জনজীবন যেমন অতিষ্ঠ হয়ে পরেছে। তেমনি মানুষ বিভিন্ন অসুস্থ হয়ে পরছে। যাই হোক আপনাদের ঐ দিকে বৃষ্টি হয়েছে যেনে খুশি হলাম। ধন্যবাদ পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 last year 

গতকাল মেঘ থাকলেও বৃষ্টি হয়নি আমাদের দিকে। কিন্তু আজ সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে। সত্যি এটা যেন গরম এবং লোডশেডিং এর একটা মাএ সমাধান। চারিদিকে একটা শান্তি বিরাজ করছে। চারিদিকে একটা স্বস্তির আভাস পাওয়া যাচ্ছে।

 last year 

ঠিক বলেছেন ভাইয়া চারদিকে একটা স্বস্তির আভাস পাওয়া যাচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

অনেক গরমের পর যখন বৃষ্টি নামে এবং পুরা আবহাওয়া টা ঠান্ডা হয়ে যায় তখন খুবই ভালো লাগে। অবশেষে বৃষ্টির দেখা মিলেছে তা দেখে ভীষণ ভালো লাগলো। খুব চমৎকারভাবে আপনার অনুভূতিগুলো প্রকাশ করেছেন আপু। আপনার অনুভূতিগুলো খুব সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন।যা দেখে বেশ ভালো লাগলো।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য

 last year 

সুন্দর ও উৎসাহ মূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

জী আপু অবশেষে স্বস্তির বৃষ্টি দেখে খুবই ভালো লাগছে। রাতে বৃষ্টি হলে বেশি ভালো লাগে। তবে দিনের বেলা হলে বৃষ্টিতে ভিজতে পারা যায়। এভাবে দুই একদিন পর পর বৃষ্টি হলে গরমটা কমে যেতো। বৃষ্টি থামতে দেরি হয়,গরম বাড়তে দেরি হয় না। কখন যে গরম কমবে আল্লাহই জানে। ধন্যবাদ।

 last year 

জি ভাইয়া একদম ঠিক বলেছেন বৃষ্টি থামতে দেরি হয় ,গরম বাড়তে দেরি হয় না। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

 last year (edited)

বেশ কিছু দিন ধরে প্রচন্ড গরম আবহাওয়া ছিল। কোন জায়গায় গিয়ে শান্তি পেতাম না। ঘন ঘন লোডশেডিং হওয়ার কারণে মানবজীবন কষ্টে কেটেছে। দুই একদিন ধরে ভালই বৃষ্টি হচ্ছে, পরিবেশ ঠান্ডা হয়েছে। গাছপালা প্রাণ ফিরে পেয়েছেন। আপনি ঘুছিয়ে চমৎকার একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

ঠিক বলেছেন ভাইয়া দুদিন হল ভালই বৃষ্টি হচ্ছে পরিবেশ ঠান্ডা হয়েছে এবং গাছপালাগুলো প্রাণ ফিরে পেল।