DIY || DESIGNS

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম ।আপনারা সবাই কেমন আছেন। আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আপনাদের মাঝে আমি একটি ডিজাইন নিয়ে উপস্থিত হয়েছি। এই ছোট ডিজাইনগুলো
মেহেদী হিসেবে বা জামার ডিজাইন হিসেবে আবার পাঞ্জাবির ডিজাইন হিসেবেও ব্যবহার করা যাবে। এইসব ডিজাইন করতে আমার কাছে খুবই ভালো লাগে তাই আপনাদের মাঝে আমার এই ভালোলাগা ডিজাইনগুলো উপস্থাপন করার চেষ্টা করেছি। জানিনা আপনাদের কাছে কেমন লাগবে।

IMG_20231220_212733_973~2.jpg

প্রথম ধাপ:

প্রথমে একটি সাদা কাগজে বৃত্ত এঁকে নিই।
IMG_20231219_132529_987.jpg

দ্বিতীয় ধাপ :

গোল বৃত্তকে কেন্দ্র করে আরও দুটি বৃত্ত অঙ্কন করে নিই।
IMG_20231219_132554_479.jpg

তৃতীয় ধাপ:

শেষ বৃত্তের চারপাশে ফুলের মত পাপড়ি করে অঙ্কন করে নেই।

IMG_20231219_132719_632.jpg

চতুর্থ ধাপ :

ফুলটিকে কেন্দ্র করে আরও একটি বৃত্ত এঁকে নেই।

IMG_20231219_132756_661.jpg

পঞ্চম ধাপ :

বৃত্তের পাশে একইভাবে আরেকটি বৃত্ত অংকন করে নেই।

IMG_20231219_132853_372.jpg

ষষ্ঠ ধাপ :

আবারও শেষ বৃত্তের চারপাশে ফুলের মত পাপড়ি অংকন করে নেই।

IMG_20231219_133057_818.jpg

সপ্তম ধাপ :

পাপড়ি গুলোর চারপাশে পেঁচিয়ে পেঁচিয়ে কয়েলের আকার করে একটি ডিজাইন অংকন করে নিই।
IMG_20231219_133140_850.jpg

#অষ্টম ধাপ :
কয়েলের আকার করা ডিজাইনের চারপাশে গোল গোল করে পাপড়ির মতো এঁকে নেই।

IMG_20231219_133214_968.jpg

নবম ধাপ :

এভাবে পাপড়ি গুলোর উপরে আবারও একটি করে পাপড়ি অংকন করে নেই।

IMG_20231219_133300_955.jpg

দশম ধাপ :

গোল গোল করা পাপড়ির ফাঁকে ফাঁকে ভি চিহ্ন এঁকে তার ভেতর একটি ফুটা দিয়ে ডিজাইন এঁকে নেই।

IMG_20231219_133952_778.jpg

একাদশ ধাপ :

একইভাবে সব পাপড়ির ফাঁকে ফাঁকে ভি চিহ্ন এঁকে তার মধ্যে একটি ফোটা দিয়ে ডিজাইন করে নেই।

IMG_20231219_134134_241.jpg

দ্বাদশ ধাপ :

গোল করা পাপড়ি কে কেন্দ্র করে চতুর্ভুজ এঁকে নেই।

IMG_20231219_134232_429.jpg

ত্রয়োদশ ধাপ:

চতুর্ভুজটির এক কোণে কয়েলের আকার করে একটি ডিজাইন অঙ্কন করে নেই।

IMG_20231219_134303_428.jpg

চতুর্দশ ধাপ :

ফুলের ডিজাইন কে কেন্দ্র করে দুটি করে পাপড়ি এঁকে নিই। সেই সাথে পাপড়ির ফাঁকে ফাঁকে ভি ডিজাইন করে ফুটা দিয়ে নেই।

IMG_20231219_134441_021.jpg

পঞ্চদশ ধাপ :

চতুর্ভুজটির চারপাশে ইউ এর মত ডিজাইন করে নেই।

IMG_20231219_134610_151.jpgIMG_20231219_134516_226.jpg

ষোড়শ ধাপ :
চতুর্ভুজটির অবশিষ্ট মাঝখানের জায়গাটি ফোঁটা ফোটা দিয়ে একটি ডিজাইন একে নিই।

IMG_20231219_134830_551.jpg

Sort:  
 2 years ago 

বেশ ভালো লাগার মত ছিল সুন্দর একটি আর্ট। আশাকরি এভাবে আপনি সুন্দর সুন্দর ফুলের আর্ট করে আমাদের মাঝে শেয়ার করবেন। পাশাপাশি বিভিন্ন পর্যায়ের পোস্ট তুলে ধরবেন। নতুন ইউজার হিসেবে আপনাকে আমার বাংলা ব্লগ কমিউনিটিসদের স্বাগত জানাই। নিয়ম-শৃঙ্খলা মেনে চলার চেষ্টা করবেন।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া।