আমার কণ্ঠে গাওয়া একটি জনপ্রিয় গান | |10% Beneficiary To @shy-fox | |10% Beneficiary To @abb-charity

in আমার বাংলা ব্লগ4 years ago (edited)

হ্যালো বন্ধুরা! কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আমি আপনাদের সাথে আছি। আজকে আমি আমার পোস্টে ভ্যারিয়েশন আনার জন্য নতুনত্ব সৃজনশীলতা খুজে পেয়েছি। আমার সৃজনশীলতা হলো আমি একটু আধটু গান গাইতে ও শুনতে খুবই পছন্দ করি। কিন্তু প্রফেশনাল গায়ক নয় তাই আমার গানের গলা তেমন একটা ভাল না জাস্ট বাথরুম সিঙ্গার বলতে পারেন। তাই আজকে খালি গলায় আপনাদের মাঝে একটি গান উপহার দিলাম। আপনাদের থেকে উৎসাহ অনুপ্রেরণা পেলে সামনের দিন আরো ভালো কিছু উপহার দিতে পারব।

IMG20211122005012.jpg

গান গাওয়ার পূর্বে আমার তোলা সেলফি।


তাহলে চলুন আর দেরি না করে, গানটি গাওয়া যাক:

গান: আমার ভিতর বাহিরে
গায়ক: দুর্নিবার সাহা

আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে
আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে

ঢেকে রাখে যেমন কুসুম
পাপড়ির আবডালে ফসলের ঘুম
ঢেকে রাখে যেমন কুসুম
পাপড়ির আবডালে ফসলের ঘুম
তেমনি তোমার নিবিড় চলা মরমের মূল পথ ধরে

আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে
আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে

পুষে রাখে যেমন ঝিনুক
খোলসের আবরণে মুক্তোর সুখ
পুষে রাখে যেমন ঝিনুক
খোলসের আবরণে মুক্তোর সুখ
তেমনি তোমার গভীর ছোঁয়া
ভিতরের নীল বন্দরে

আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে
আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে

ভালো আছি, ভালো থেকো
আকাশের ঠিকানায় চিঠি লিখ
ভালো আছি, ভালো থেকো
আকাশের ঠিকানায় চিঠি লিখ

দিও তোমার মালা খানি
বাউল এর এই মন টা রে

আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে
আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে
আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে
আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে
আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে

Source

IMG_20211029_004919.jpg

আমি@Al-Amin ইসলাম , আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, আমার ইচ্ছা আমি দেশ ও দশের জন্য ভবিষ্যতে কিছু করতে চাই, আমার গর্ব হয় নিজেকে বাঙালি বলে পরিচয় দিতে। আমি গর্বিত বাংলাদেশে জন্মগ্রহণ করে। বাংলাদেশ ছয় ঋতুর দেশ, বাংলাদেশ নদীমাতৃক দেশ, বাংলাদেশের মানুষ মাছে ভাতে বাঙালি, প্রকৃতির রূপ, রস ,গন্ধ সবকিছুই আমার অহংকার।

Sort:  

বাহ ভাইয়া অনেক সুন্দর একটা গান আপনার কন্ঠ শুনে অনেক ভালো লাগলো। ভাইয়া মাঝেমধ্যে আমিও এই গানটা শুনে থাকি অনেক ভালো লাগে। সত্যি ভাইয়া অনেক ভালো হয়েছে আর আপনার কন্ঠটা অনেক সুন্দর। আমার অন্তরে অন্তস্থল থেকে আপনার জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

 4 years ago 

ধন্যবাদ আপনাকে

 4 years ago 

কালজয়ী একটি গান। বর্তমান সময়ে এসেও গানটির জনপ্রিয়তা রয়েছে। টিউন ছাড়া ভালোভাবে গেয়েছেন আপনি। আরও এরকম গান শুনার অপেক্ষায় রইলাম ভাই ❤️

 4 years ago 

আপনার সুন্দরতম মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে

 4 years ago 

এই গানটি আমার অনেক পছন্দের একটি গান এখনো আমি মাঝে মাঝেই এই গানটি শুনি যত বেশি শুনি আরও বেশি ভালো লাগে। আপনি অনেক সুন্দর করে গানটি গেয়েছেন। এভাবেই চালিয়ে যান আরো ভালো হবে। আপনার জন্য শুভকামনা রইলো

 4 years ago 

ধন্যবাদ আপনাকে

 4 years ago 

জাস্ট অসাধারণ ভাইয়া আপনার কন্ঠ শুনে সত্যিই আমি অবাক হয়ে গেলাম আপনি অনেক সুন্দর একটি গান আমাদের মাঝে গেছেন এই গানটি অনেক জনপ্রিয় আমি মাঝে মাঝে এই গানটি শুনে থাকি বেশ কিছুদিন হল শোনা হয় না তবে আপনার কন্ঠে শুনে খুবই ভালো লাগলো

 4 years ago 

আপনার সুন্দরতম মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে

 4 years ago 

আমার অনেক পছন্দের একটি গান। এবং এটা একটা কালজয়ী গান বলতে পারেন।এই গানের জনপ্রিয়তা এখন অনেক।গানটা অনেক সুন্দর কভার করেছেন ভাই। লিরিক্স গুলো খুব সুন্দর ছিল ।ধন্যবাদ সুন্দর একটি গান আমাদের সামনে পরিবেশন করার জন্য।

 4 years ago 

ধন্যবাদ ভাই আপনাকে

 4 years ago 

ভাই মনে হয় একটু লাজুক। আপনার গানের উপস্থাপনাটি খুব ভাল ছিল। এবং বেশ জনপ্রিয় একটি গান আপনি গেয়েছেন।

তবে গাড়ির ভেতর কিছু শব্দ ভুল হয়েছে। ভুলটা কেন বড় বিষয় নয়। আসলে গান গাওয়ার মানসিকতা সবার থাকে না এবং এর সাহস সবার নাই। যেমন আমিও গান গাইতে পারি না আপনাদের সামনে।

সবকিছু মিলিয়ে পুরো গানটি অসাধারণ লেগেছিল। ধন্যবাদ আপনার বিনোদন গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য

 4 years ago 

ধন্যবাদ ভাই আপনাকে

 4 years ago 

শুভকামনা রইল

 4 years ago 

অনেক ভালো লাগলো ভাইয়া। আপনার কন্ঠে আজকে আজকে আমি প্রথম গান শুনলাম। প্রথম গান অনেক সুন্দর ছিল। উপস্থাপনা দারুণভাবে আপনি সাহস নিয়ে গিয়েছেন আর আপনার কন্ঠটা আমার ভালই লাগলো ভাইয়া। এভাবে চর্চা করতে থাকলে আরো সামনে সুন্দর কিছু আমরা আশা করতে পারি। আপনার জন্য শুভকামনা রইল।

 4 years ago 

ধন্যবাদ আপনাকে

 4 years ago 

খুব ভালো লাগলো গান টা ভাইয়া আপনার কন্ঠে। গান টা আমার খুব পছন্দের। আপনার কন্ঠ টি কিন্তু দূর্দান্ত, রেগুলার প্র্যাকটিস করলে অনেক দূর যাবেন।

 4 years ago 

ধন্যবাদ আপনাকে

 4 years ago 

গানটি শুনে চোখের পানি ধরে রাখতে পারছিনা, আমার প্রিয় নায়ক অর্থাৎ সালমান শাহর অভিনয় করা গান। তিনি হয়তো আমাদের মাঝে বেঁচে নেই । কিন্তু তার স্মৃতি গুলো এখনো রয়ে গেছে আমাদের মাঝে। আপনার গলায় গানটি শুনে অনেক ভালো লাগছে, ধন্যবাদ ভাই অনেক সুন্দর গান গেয়েছেন।

 4 years ago 

ধন্যবাদ আপনাকে

ভাইয়া আর কী বলবো আপনি এতে সুন্দর করে গানটি গেয়েছেন।যা আমার কাছে অনেক ভালো লেগেছে।আপনার গলায় অনেক যাদু আছে ,বাজনা ছাড়া অনেক দারুণ ভাবে সুর দিয়েছেন।অনেক ধন্যবাদ ভাইয়া।

 4 years ago 

ধন্যবাদ আপনাকে