ক্লে দিয়ে তৈরি সিম্পল একটি ওয়ালমেট
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।
আজকে আপনাদের সাথে ক্লে দিয়ে একটা ওয়ালমেট তৈরি করে শেয়ার করছি। যদিও এটা খুব সিম্পল। তবে আমার কাছে সিম্পল জিনিস গুলোই ভালো লাগে। ক্লে দিয়ে তৈরি যেকোনো জিনিস আমার বেশ ভালো লাগে। এই ওয়ালম্যাট টা আমি রঙিন কাগজের উপর করেছি। চেষ্টা করেছি কালার কম্বিনেশনটা ঠিক রাখার এবং সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য তুলে ধরার। আশা করছি আপনাদের কাছে খুব একটা খারাপ লাগবে না। তাহলে চলুন শুরু করা যাক।
ওয়ালমেটের সর্বশেষ ফটোগ্রাফি
- ক্লে
- রঙিন কাগজ
প্রথমে আমি একটি কালো রঙের রঙিন কাগজ কেটে নিলাম। তারপর একটু ক্লে নিয়ে একটি বাড়ি তৈরি করে নিয়েছি।
![]() | ![]() |
---|
এরপর বাড়িটির চালে কিছুটা ডিজাইন করে নিলাম। এবং বাড়িতে মধ্যে জানালা এবং দরজা তৈরি করে নিলাম।
![]() | ![]() |
---|
এবার একটু ক্লে নিয়ে ঠিক বাড়ির উপরে গাছের ডাল তৈরি করে নিয়েছি।
এবার সবুজ রঙের ক্লে ব্যবহার করে গাছের ডালে ছোট ছোট পাতা দিয়ে দিলাম।
![]() | ![]() |
---|
এরপর বিভিন্ন রঙের ক্লে দিয়ে ডিজাইন করে কিছু ফুল তৈরি করে নিলাম।
![]() | ![]() |
---|
আবারো কিছুটা ক্লে নিয়ে একটি বড় গাছ তৈরি করে নিলাম। এরপর কিছুটা গোলাপি রঙের ক্লে নিয়ে কিছু ফুল তৈরি করে গাছটির মধ্যে বসিয়ে দিলাম এবং সবুজ রঙের ক্লে দিয়ে ছোট ছোট পাতা তৈরি করে বসিয়ে দিলাম।
![]() | ![]() |
---|
ধন্যবাদান্তে
@isratmim
https://x.com/IsratMim16/status/1977905859046129664?t=MrLte-Rf7AH_O2zq1BR_yA&s=19