রঙিন কাগজ দিয়ে কিউট ঘুড়ি তৈরি
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।
আজকে আপনাদের সাথে রঙিন কাগজের একটা ডাই তৈরি করে শেয়ার করছি। রঙিন কাগজ দিয়ে অনেকদিন হলো অনেক আমি তৈরি করা হয় না। ইদানিং আসলে সেরকম একটা সময় পাওয়া হয় না তাই এগুলো তৈরিও করা হয় না। আজকে আপনাদের সাথে রঙিন কাগজ দিয়ে কিউট কিছু ঘুড়ি তৈরি করে শেয়ার করছি। আমি চেষ্টা করেছি প্রত্যেকটা ধাপ সুন্দরভাবে উপস্থাপন করার। আশা করছি আপনাদের কাছে এটা ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক।
অরিগামিটির সর্বশেষ ফটোগ্রাফি
- রঙিন কাগজ
- জেল পেন
- কাঁচি
প্রথমে আমি লাল কালারের একটি কাগজ বর্গাকৃতি করে কেটে নিয়েছে এবং কোনাকুনি ভাঁজ করে নিয়েছি।
![]() | ![]() |
|---|
এরপর কোনাকুনি ভাঁজ গুলো খুলে কিছুটা অন্যরকম ভাঁজ করে নিয়ছি।
![]() | ![]() |
|---|
এরপর একপাশ আবার কোনাকুনি ভাঁজ করে নিলাম।
![]() | ![]() |
|---|
এরপর আমি কাগজটির উল্টা পাশে আবার কোনাকুনি ভাঁজ করে নিয়েছি।
![]() | ![]() |
|---|
তারপর আমি কোনাকুনির দুই পাশে আবার ভাঁজ দিয়ে নিয়েছি।
![]() | ![]() |
|---|
এরপর আমি কোনাকুনি ভাঁজগুলো খুলে দিলাম এবং উল্টিয়ে নিচের কাগজটি ভাঁজ করে সমান নিলাম।
![]() | ![]() |
|---|
তারপর আমি ঘুড়িটি তৈরি করে নিলাম। এরপর জেলপেন দিয়ে চোখমুখ এঁকে নিলাম।
![]() | ![]() |
|---|
এভাবে আমি বেশ কয়েকটি কিউট ঘুড়ি তৈরি নিলাম।
ধন্যবাদান্তে
@isratmim




















