কিউট মৌমাছির আর্ট
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে ভিন্ন ধরনের পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।
আজকে আমি আপনাদের সাথে আমার করা একটি আর্ট শেয়ার করতে যাচ্ছি। আপনাদের সাথে একটা ম্যান্ডেলা আর্ট শেয়ার করব। এটি হচ্ছে একটি মৌমাছির আর্ট। মাঝে মাঝে একটু ভিন্ন ধরনের আর্ট গুলো শেয়ার করতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি একেক সময় এক এক ধরনের আর্ট শেয়ার করার। কখনো কখনো এরকম কালারফুল আর্ট, কখনো ম্যান্ডেলা আর্ট, কখনো জেল পেন আর্ট আবার মাঝে মাঝে পেইন্টিং গুলো শেয়ার করি। আজকে আপনাদের সাথে একটা কালারফুল আর্ট শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে এটি ভালো লাগবে।
ড্রয়িং টির সর্বশেষ একটি ফটোগ্রাফি
- ড্রয়িং খাতা
- পেন্সিল
- জেল পেন
- রং পেন্সিল
- পেন্সিল কম্পাস
প্রথমে আমি পেন্সিল দিয়ে ড্রইং পেপারে দুইটা পাতা অঙ্কন করে নিয়েছি। তারপর সেটার উপরে একটা কিউট মৌমাছি অঙ্কন করে নিলাম। এবং তার হাতে একটা ফুল রয়েছে এভাবে অঙ্কন করেছি। যে পাতার উপরে খুব আনন্দে আছে।
![]() | ![]() |
---|
তারপর আমি পুরো ড্রইং টা জেল পেন দিয়ে আবারো অঙ্কন করে নিলাম। এতে করে ড্রইং এর বর্ডার টা খুব সুন্দর হয়।
এরপর আমি রং পেন্সিল দিয়ে ফুলটা রং করে নিয়েছি এবং তার পাশাপাশি মৌমাছিটাকে সুন্দরভাবে কালার করে নিলাম। হলুদ এবং কালো কম্বিনেশনে মৌমাছি রং করে নিয়েছি। ডানার অংশটুকুতে নীল রঙ করে দিলাম এবং পায়ে খুব সুন্দর লাল রঙের জুতা অংকন করে দিলাম।
সবশেষে নিচে বড় পাতা দুটো সবুজ রং করে নিয়েছি।
এরপর পেন্সিল কম্পাস দিয়ে উপরে একটা বৃত্তচাপ একে নিলাম। সাথে আরো কয়েকটা বৃত্তটা দেখে সিম্পল একটা ম্যান্ডেলা ডিজাইন করেছি জেল পেন দিয়ে।
ধন্যবাদান্তে
@isratmim
Congratulations!!

Your post has been upvoted through steemcurator06. We encourage you to publish creative and quality content.
Curated By: