ক্লে দিয়ে শাই ফক্স এর ডাই প্রজেক্ট
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।
আজকে আপনাদের সাথে ক্লে দিয়ে একটা ডাই প্রজেক্ট তৈরি করে শেয়ার করছি। এটা তৈরি করেছি শাই ফক্স কে নিয়েই। যদিও এটা খুব সিম্পল। তবে তৈরি করতে মোটামুটি ভালই সময় লেগেছে। তবে আমার কাছে এসব জিনিস গুলোই ভালো লাগে। অনেকদিন হলো ক্লে দিয়ে কোন কিছু তৈরি করা হচ্ছে না। রঙিন কাগজ দিয়ে বেশ কয়েকদিন ধরে বিভিন্ন জিনিস তৈরি করেছি। তাই একটু ভিন্নতা আনার জন্য এটা তৈরি করলাম আজকে। আশা করছি আপনাদের কাছে খুব একটা খারাপ লাগবে না। তাহলে চলুন শুরু করা যাক।
ডাই প্রজেক্টের সর্বশেষ ফটোগ্রাফি
- ক্লে
- জেল পেন
প্রথমে আমি কমলা রঙের ক্লে নিয়েছি। তারপর এইটুকু ক্লে কে শিয়ালের মুখে আকৃতিতে তৈরি করে নিলাম।
![]() | ![]() |
---|
এরপর এটার উপরের অর্ধেকটা অংশে সাদা রঙের ক্লে বসিয়ে দিলাম।
এবার এই সাদা রংয়ের ক্লে এর উপরে জেল পেন দিয়ে চোখ অঙ্কন করে নিয়েছি। এবং কালো রঙের ক্লে দিয়ে নাক তৈরি করে নিলাম।
এরপর শিয়ালের শরীরের অংশটুকু তৈরি করে নিলাম। এর উপর সাদা রং এর ক্লে দিয়ে ডিজাইন করে নিলাম। এরপর দুই পাশে দুইটা হাতও তৈরি করে নিয়েছি। হাতের নিচের দিকে অংশে কালো রংয়ের ক্লে দিয়ে দিলাম।
এবার নীল রঙের ক্লে চ্যাপ্টা করে গোল করে নিয়েছি। সাইফক্স টাকে নীল রঙের এটার উপর বসিয়ে দিলাম। তার সাথে সাই ফক্স এর লেজ তৈরি করে নিলাম। এবার কান তৈরি করে নিলাম।
সবশেষে আশেপাশের অংশগুলো একটু সাজিয়ে নিয়েছি। কয়েকটা ফুল তৈরি করে নিলাম এবং পাশে কিছু ঘাসের মত তৈরি করে নিলাম।
ধন্যবাদান্তে
@isratmim
https://x.com/IsratMim16/status/1969618090251206852?t=LpsFYlq1R6S9nE0T7r1t6g&s=19
ওয়াও, চমৎকার ক্রিয়েটিভ শিল্পের দৃশ্য শেয়ার করেছেন। আমাদের সকলের প্রিয় শাইফক্স এর দারুন একটি অবয়ব তৈরি করেছেন ক্লে এর মাধ্যমে। পুরো পোস্টটি দেখে খুবই ভালো লাগলো শেয়ার করার জন্য ধন্যবাদ।
আপনাদের ভাল লাগাই আমার এই কাজের সার্থকতা। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
আপনি সব সময় খুবই সুন্দর সুন্দর জিনিস পত্র তৈরি করে থাকেন। আজকে আপনার হাতে তৈরি করা ক্লে দিয়ে শাই ফক্স এর ডাই প্রজেক্ট টি অসাধারন হয়েছে আপু। আপনি ধারাবাহিক ভাবে খুবই সুন্দর করে তৈরি করার চেষ্টা করেছেন।
আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপনাকে। আপনার জন্য শুভকামনা রইল।
এত সুন্দর ডাই দেখে আমার কাছে অনেক বেশি ভালো লাগলো। এই ধরনের কাজ গুলো দেখলে অনেক ভালো লাগে। আপনার তৈরি করা এই সুন্দর ডাই দেখে আমি অনেক বেশি মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম। অনেক ধন্যবাদ আপনাকে এটা সবার মাঝে শেয়ার করার জন্য।
সুন্দর ও গঠনমূলক মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে।
ক্লে দিয়ে শাই ফক্স তৈরি করার পদ্ধতি চমৎকারভাবে উপস্থাপন করেছেন। দেখে খুবই ভালো লেগেছে। দারুন একটি পোস্ট শেয়ার করেছেন আপু।
আমার তৈরি করার ডাই আপনার ভালো লেগেছে জেনে আমিও খুবই খুশি হলাম। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।
শাই ফক্স এর ডাই প্রজেক্টটি খুবই সুন্দর হয়েছে আপু। আপনি ক্লে দিয়ে দারুণভাবে সম্পূর্ণ ডাই প্রজেক্টটি তৈরি করেছেন। আসলে ক্লে দিয়ে কিছু তৈরি করতে খুব ভালো লাগে। যাইহোক এতো সুন্দর ক্রিয়েটিভিটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
সুন্দরও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা অবিরাম।
ক্লে দিয়ে বানানো শাই ফক্সটি দেখতে বেশ সুন্দর হয়েছে। দেখতে বেশ সুন্দর লাগছে। ক্লে দিয়ে বানানো কাজগুলো বেশ সুন্দর লাগে দেখতে।
আপনার কাছ থেকে সব সময় অসাধারণ কিছু ডাই প্রজেক্ট দেখে থাকি৷ যেগুলো আমার অনেক বেশি ভালো লেগে থাকে৷ আজকেও যেভাবে আপনি ক্লে দিয়ে এত চমৎকার একটি শাই ফক্স তৈরি করে ফেলেছেন তা দেখে একেবারে মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম৷ আপনি এটি তৈরি করেছেন তা তৈরি করার ধাপগুলো যেভাবে একের পর এক শেয়ার করেছেন৷ তার পাশাপাশি এখানে আপনার কাছ থেকে এত চমৎকার একটি পোস্ট দেখে অনেক বেশি ভালো লাগছে।