রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।
আজকে আপনাদের সাথে রঙিন কাগজের একটি ওয়ালমেট তৈরি শেয়ার করব। অনেকদিন পর রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করেছি। রঙিন কাগজের অরিগামি তৈরি করা হয় মাঝেমধ্যে। অরিগামির কাজগুলো তাও কিছুটা সহজ তবে ওয়ালমেট তৈরি করতে অনেক বেশি সময় দরকার হয়। তাই খুব কম করা হয় এই কাজগুলো। তবে পোষ্টের ভিন্নতা আনতে মাঝে মাঝে ট্রাই করি ভিন্ন কিছু করার। তবে এখন ক্লে দিয়ে কাজগুলো একটু বেশি করা হয়। যাইহোক আজকে অনেকদিন পর এটা তৈরি করলাম। আশা করছি আপনাদের কাছে এটা ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক।
ওয়ালমেটের সর্বশেষ ফটোগ্রাফি
- রঙিন কাগজ
- কাঁচি
- কার্ডবোর্ড
- গ্লু
প্রথমে হলুদ রঙের কাগজ বর্গাকৃতির ছোট করে কেটে নিয়েছি। তারপরে এগুলোকে কোনাকুনি ভাঁজ করে নিয়েছি।
![]() | ![]() |
---|
তারপর আমি একটা অংশ কেটে নিলাম নিচে দেখানো ছবির মত করে।
![]() | ![]() |
---|
ভাঁজ টা খুললে একটা ফুলের মত দেখা যাবে। এভাবে আমি বেশ কয়েকটা ফুল তৈরি করে নিয়েছি।
![]() | ![]() |
---|
একটা কার্ডবোর্ড থেকে কিছুটা অংশ নিচে দেখানো ছবির মত করে গোল করে কেটে নিলাম। তারপর সেখানে ফুলগুলো লাগিয়ে দিলাম।
![]() | ![]() |
---|
একবার ফুলগুলোর মাঝখানে পুঁতি বসিয়ে দিলাম। এবং আরেকটি ফুল লাগিয়ে তার চারদিকে ছোট ছোট পাতা দিয়ে দিলাম।
![]() | ![]() |
---|
ধন্যবাদান্তে
@isratmim
রঙিন কাগজের চমৎকার দেখতে ওয়ালমেট বানিয়েছেন। আপনার তৈরি করা ওয়ালমেট দেখে রীতিমতো আমি মুগ্ধ হয়ে গেলাম প্রত্যেকটা ধাপকে খুবই সুন্দর করে উপস্থাপন করেছেন আপনার ক্রিয়েটিভ কাজটি দেখে আমার অত্যন্ত ভালো লাগলো।
এত সুন্দর ওয়ালমেট দেখে আমার কাছে অনেক বেশি ভালো লাগলো। এই ধরনের কাজ গুলো দেখলে অনেক ভালো লাগে। আপনার তৈরি করা এই সুন্দর ওয়ালমেট দেখে আমি অনেক বেশি মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম। অনেক ধন্যবাদ আপনাকে এটা সবার মাঝে শেয়ার করার জন্য।
রঙিন কাগজ দিয়ে আপনি খুব চমৎকার একটি ওয়ালমেট তৈরি করেছেন। এ ধরনের কাজগুলো করতে অনেক বেশি সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়। যত বেশি সময় এবং ধৈর্য দিয়ে কাজ করা যায় তত বেশি সুন্দর লাগে। আপনি খুবই যত্ন সহকারে এই ওয়ালমেট তৈরি করেছেন। আমার অনেক বেশি ভালো লেগেছে।
রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করার পদ্ধতি দেখে অনেক ভালো লাগলো। দেখতে অনেক সুন্দর হয়েছে আপু। দারুন একটি পোস্ট শেয়ার করেছেন।