ইফতার ২০২৫। || by @kazi-raihan

in আমার বাংলা ব্লগ3 months ago

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@kazi-raihan বাংলাদেশের নাগরিক।

আজ -১৫ই বৈশাখ | ১৪৩২ বঙ্গাব্দ | সোমবার | গ্রীষ্ম-কাল |


আমি কাজী রায়হান,আমার ইউজার নাম @kazi-raihan।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।



1000119481.png

Canva দিয়ে তৈরি



আজ থেকে প্রায় একমাস আগের ঘটনা। রমজান মাস প্রায় এক মাস হল আমাদের মধ্য থেকে বিদায় নিয়েছে। তবে প্রতিবছর রমজান মাসে আমাদের যে আয়োজন হয় সেটা নিয়ে অবশ্য আমি কোন পোস্ট শেয়ার করিনি তাই ভাবলাম আজকে রমজান মাস নিয়ে আপনাদের সাথে একটা পোস্ট শেয়ার করব। ২০১৮ সাল থেকে শুরু করে এখন পর্যন্ত প্রতি বছরের রমজান মাসের ২৯ রমজানে আমাদের ব্যাচের ইফতার মাহফিল থাকে। এবার ২০২৫ সাল ছিল আর তাই ক্যাপশনে ইফতার ২০২৫ উল্লেখ করেছি। মূলত রমজান মাসের শুরু থেকেই বন্ধুদের মাঝে ইফতার মাহফিলের আগ্রহ লক্ষ্য করা যায়। যেহেতু ইফতার মাহফিলে সব বন্ধুদের সাথে আবার নতুন করে দেখা হয় এটা বলা চলে অনেক বড় পাওয়া।



20250330_174217.jpg

20250330_174346.jpg

20250330_175544.jpg



মূলত অনেক আগে থেকে রমজান মাসের ২৯ রোজায় আমাদের ইফতার মাহফিল হয় বলা চলে এটা প্রতিবছরের জন্য ডেট ফিক্সড কারণ ২৯ রমজান আসতে আসতে যে সকল বন্ধু বাইরে চাকরি করে বা লেখাপড়া করে বা বিভিন্ন পেশায় কর্মরত আছে তারা সবাই বাড়িতে চলে আসে। একথায় ২৯ রোজার পরে আর কেউ বাড়ির বাইরে থাকে না বলা চলে ঈদের ছুটিতে সবাই বাড়িতে চলে আসে। এই দিনে ইফতার মাহফিলের পাশাপাশি সকল বন্ধু-বান্ধব একসাথে হওয়ার একটা বড় সুযোগ। যাইহোক সেইদিক বিবেচনা করেই ২৯ রমজান টাই আমাদের সবার মতামত অনুযায়ী ফিক্সড করা। তো আমরা কয়েকজন বন্ধু যারা এলাকায় থাকি তারাই মোটামুটি এই দায়িত্ব গুলো পালন করি। স্বাভাবিকভাবেই দায়িত্ব গুলো আমাদের কাঁধে এসে পড়েছিল। দুপুরবেলায় রিপনের ফোন পেয়ে মোটামুটি রেডি হয়ে চলে গেলাম খোকসা বাজার করার উদ্দেশ্যে। সেখান থেকে বাজার করে প্রয়োজনীয় সবকিছু নিয়ে আমাদের স্কুল মাঠে চলে এলাম।



20250330_174206.jpg

20250330_175326.jpg

20250330_180548.jpg



স্কুল মাঠে আসার পরে আসরের আযান পড়লো তারপরেই একে একে সব বন্ধুরা আমাদের স্কুল মাঠে চলে আসছিল বেশ ভালই লাগছিল কেননা দীর্ঘদিন পরে সবাই ধীরে ধীরে আসছিল আর একে অপরকে জড়িয়ে ধরে ভালোবাসা বিনিময় করছিলাম এটা প্রতি বছরই যেন ভালোবাসা প্রকাশের অন্যতম এক মাধ্যম হয়ে গিয়েছে। নিজেদের মাঝে জমে থাকা কথাগুলো বন্ধুদের সাথে শেয়ার করছিলাম সেই সাথে হাসি-ঠারটায় মেতে উঠছিলাম। তবে মজার বিষয় সবাই ধীরে ধীরে কাজগুলো কমপ্লিট করছিলাম কেউ ওয়ান টাইম প্লেট গুলো পরিবেশন করছিল কেউ ফ্রুটগুলো পরিবেশন করছিল আবার কেউ জুসগুলো পর্যায়ক্রমে পরিবেশন করতে ব্যস্ত অর্থাৎ ইফতারের আগে সব বন্ধুবান্ধব একসাথে কাজে নেমে পড়লাম তবে খুব দ্রুতই সব শেষ হয়ে গেল পরবর্তীতে গোল হয়ে বসে সবাই কথা বলছিলাম।



20250330_180520.jpg

20250330_180605.jpg



কাজ শেষ করে নিজেদের মধ্যে কথাবার্তা চলছিল তত সময়ে ইফতারের সময় হয়ে আসছিল আমরা নিজেরা ইফতারের প্রস্তুতি নিয়ে বসে ছিলাম। এবারে আমাদের ইফতারের মেনুতে যে সকল আইটেম ছিল তার সামান্য একটা চিত্র উপরের ছবিতে তুলে ধরেছি। তিন বন্ধু একসাথে বসে ইফতার করার আগ মুহূর্তে ছবিও উঠেছিলাম অবশ্য সেটাও শেয়ার করেছি। দীর্ঘ এক বছর পরে স্কুল জীবনের সব বন্ধুরা একসাথে হওয়ার যে আলাদা একটা মজা সেটা প্রতিটা রমজান মাসের ২৯ রমজানে উপভোগ করতে পারি তাছাড়া অন্যান্য ঈদে বা অন্যান্য সময়ে এরকম একসাথে হওয়ার সুযোগ হয় না তাই ওই দিনটা আমাদের সবার কাছেই সোনালী দিন হিসেবে ফুটে ওঠে।

সাধারণত মানুষের কাছে স্মরণীয় দিনগুলো যেন পানির মতো স্বচ্ছ ভাবে বারবার মনে পড়ে ঠিক একইভাবে এ বছরে রমজান মাসের ২৯ রোজায় বন্ধুদের সাথে কাটানো দিনটা আমার কাছে এখনো যেন স্বচ্ছ পানির মত পরিষ্কার সেদিনের স্মৃতিটা আজও মনে পড়লে খুশিতে মন ভরে ওঠে সেই ছোটবেলায় বন্ধুদের সাথে আড্ডার একাংশ মনে পড়ে যায় কারণ আপনার ছোটবেলার সব বন্ধুরা যখন একসাথে হবে তখন স্কুল জীবনের সকল স্মৃতি আবার আপনার নতুন করে মনে পড়বে কেননা একজন মানুষ জীবনের শ্রেষ্ঠ সময় পার করে যখন সে স্কুল জীবনে লেখাপড়া করে।



⬇️📥⬇️📥
ডিভাইসSamsung galaxy A52
ফটোগ্রাফার@kazi-raihan
লোকেশন
সময়এপ্রিল,২০২৫



🔚সমাপ্তি🔚




এই ছিল আমার আজকের আয়োজনে।
ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
ভালো থাকবেন সবাই , আল্লাহ হাফেজ👋।

সবাই ভালোবাসা নিবেন 💚🌹
ইতি,
@kazi-raihan



আমার পরিচয়


20230226135443_IMG_2201-01.jpeg

আমি কাজী রায়হান। আমি একজন ছাত্র। আমি বাংলাদেশে বাস করি। আমি কুষ্টিয়া সরকারি কলেজে লেখাপড়া করছি। আমি ফটোগ্রাফি করতে, গল্প লিখতে ও বাইক নিয়ে ঘুরতে খুবই ভালোবাসি। মনের অনুভূতির ডাকে সাড়া দিয়ে কবিতা লিখতে পছন্দ করি। সেই সাথে যে কোনো নতুন বিষয় সম্পর্কে জানতে পছন্দ করি। আমি ভালোবাসি স্টিমিট প্লাটফর্মে কাজ করতে।



break .png

Banner.png