দিনশেষে সবাই স্বার্থপর। || by @kazi-raihan

in আমার বাংলা ব্লগ8 hours ago

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@kazi-raihan বাংলাদেশের নাগরিক।

আজ - ৭ই কার্তিক | ১৪৩২ বঙ্গাব্দ | বৃহস্পতিবার | হেমন্ত-কাল |


আমি কাজী রায়হান,আমার ইউজার নাম @kazi-raihan।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।



1000017127.png

Canva দিয়ে তৈরি



মানুষ স্বভাবতই নিজের ভালো চায় নিজের সুখ খোঁজে। কেউ এটা প্রকাশ করে কেউ চুপচাপ করে নিজের মতো থাকে। দিনশেষে সবাই স্বার্থপর এই কথাটা শুনলে প্রথমে একটু কঠিন মনে হয় কিন্তু বাস্তবে এটা সত্যি। আমরা সবাই চাই নিজের জীবনটা ভালো কাটুক নিজের কষ্ট কম হোক। কেউ কারও জন্য অনেক কিছু করে কিন্তু ভিতরে ভিতরে সে চায় যেন তারও কোনো লাভ বা শান্তি থাকে। যেমন ধরো একজন বন্ধু তোমার পাশে থাকে কিন্তু যখন সে বিপদে পড়ে তখন চায় তুমিও তার পাশে থাকো। মানে সম্পর্ক ভালোবাসা বন্ধুত্ব সবকিছুর মধ্যেই একধরনের স্বার্থ লুকিয়ে থাকে।

পরিবার হলো আমাদের প্রথম আশ্রয় কিন্তু এখানেও একধরনের স্বার্থ কাজ করে। বাবা মা সন্তানকে অনেক ভালোবাসে তার জন্য ত্যাগ স্বীকার করে কিন্তু তারাও চায় সন্তান একদিন তাদের মুখ উজ্জ্বল করুক তাদের বৃদ্ধ বয়সে পাশে থাকুক। এটা খারাপ কিছু নয় এটা মানুষের স্বাভাবিক চাওয়া। আবার সন্তানও ভাবে বাবা মা যেন তাকে ভালোবাসে তার ইচ্ছাগুলো পূরণ করে। এখানে দু পক্ষেরই নিজের নিজের প্রয়োজন আছে। একদম নিঃস্বার্থ ভালোবাসা পৃথিবীতে খুব কম দেখা যায়। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা এমন কিছু করি যা কোনো না কোনোভাবে আমাদের মন বা স্বার্থকে পূর্ণ করে।



বন্ধুত্ব মানে পরস্পরের পাশে থাকা কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে দেখা যায় সম্পর্কের ভেতরেও স্বার্থ ঢুকে পড়ে। অনেকে বন্ধুত্ব করে শুধুমাত্র প্রয়োজনের জন্য যেমন কেউ কাজে সাহায্য পেতে চায় কেউ জনপ্রিয় হতে চায় কেউ একাকিত্ব দূর করতে চায়। যতদিন সেই প্রয়োজন থাকে ততদিন বন্ধুত্ব টিকে থাকে। প্রয়োজন ফুরোলেই সম্পর্ক ঠান্ডা হয়ে যায়। সমাজেও একই জিনিস দেখা যায় মানুষ অন্যকে সাহায্য করে যাতে তার ভালো নাম হয় সমাজে সম্মান বাড়ে। অনেকে দান করে কিন্তু সেই দানটা করে মানুষ যেন বলে কী ভালো মানুষ এই প্রশংসার আশায়। তাই দিনশেষে দেখা যায় প্রতিটি সম্পর্কেই একটু হলেও ব্যক্তিগত স্বার্থ লুকিয়ে থাকে।



ভালোবাসা শুনলে মনে হয় এটা সবচেয়ে নিঃস্বার্থ অনুভূতি। কিন্তু বাস্তবে প্রেমের ভেতরেও স্বার্থ থাকে। প্রেমিক চায় তার প্রিয় মানুষটা শুধু তার হোক তার কথা শুনুক তাকে ভালোবাসুক এটাও একধরনের নিজের প্রয়োজন বা ইচ্ছা। আবার অনেকেই প্রেমে পড়ে মানসিক শান্তির জন্য একাকিত্ব দূর করার জন্য অথবা নিজের জীবনে নিরাপত্তা খোঁজার জন্য। যখন সেই স্বার্থ বা প্রয়োজন পূর্ণ হয় না তখন সম্পর্ক ভেঙে যায়। কেউ কাঁদে কেউ দূরে সরে যায় কেউ নতুন কাউকে খুঁজে নেয়। তাই দেখা যায় ভালোবাসার মধ্যেও মানুষ নিজের সুখকে অগ্রাধিকার দেয়। দিনশেষে সবাই নিজের মনের শান্তিটাকেই বেশি গুরুত্ব দেয়।



স্বার্থপরতা শুনলে অনেকেই ভাবি এটা খারাপ কিন্তু বাস্তবে এটা সবসময় খারাপ নয়। নিজের ভালো চাওয়া নিজের শান্তির জন্য কিছু করা এটা তো স্বাভাবিক। যদি সবাই নিঃস্বার্থ হতো তাহলে কেউ নিজের জীবন গড়তে পারত না। তবে সমস্যা তখনই হয় যখন নিজের স্বার্থের জন্য অন্যের ক্ষতি করা হয়। সত্যি কথা হলো পৃথিবীতে সবাই নিজের মতো করে বাঁচতে চায় নিজের দুঃখ কমাতে চায়। কেউ টাকা খোঁজে কেউ ভালোবাসা খোঁজে কেউ শান্তি খোঁজে এই খোঁজটাই মানুষকে স্বার্থপর করে তোলে। তাই দিনশেষে সবাই স্বার্থপর এই কথাটা জীবনের বাস্তব সত্য। আমরা যতই অস্বীকার করি না কেন শেষ পর্যন্ত সবাই নিজের ভালো চায় নিজের সুখটাই আগে খোঁজে।



🔚সমাপ্তি🔚


এই ছিল আমার আজকের আয়োজনে।
ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
ভালো থাকবেন সবাই , আল্লাহ হাফেজ👋।

সবাই ভালোবাসা নিবেন 💚🌹
ইতি,
@kazi-raihan



আমার পরিচয়


IMG_2373 (1).HEIC

আমি কাজী রায়হান। আমি একজন ছাত্র। আমি বাংলাদেশে বাস করি। আমি কুষ্টিয়া সরকারি কলেজে লেখাপড়া করছি। আমি ফটোগ্রাফি করতে, গল্প লিখতে ও বাইক নিয়ে ঘুরতে খুবই ভালোবাসি। মনের অনুভূতির ডাকে সাড়া দিয়ে কবিতা লিখতে পছন্দ করি। সেই সাথে যে কোনো নতুন বিষয় সম্পর্কে জানতে পছন্দ করি। আমি ভালোবাসি স্টিমিট প্লাটফর্মে কাজ করতে।



break .png

Banner.png