সুস্থতা সৃষ্টিকর্তার বড় নেয়ামত। || by @kazi-raihan

in আমার বাংলা ব্লগ3 months ago

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@kazi-raihan বাংলাদেশের নাগরিক।

আজ - ২২শে বৈশাখ | ১৪৩২ বঙ্গাব্দ | সোমবার | গ্রীষ্ম-কাল |


আমি কাজী রায়হান,আমার ইউজার নাম @kazi-raihan।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।



1000120145.png

Canva দিয়ে তৈরি



সুস্থতা এমন একটি অমূল্য সম্পদ, যা মহান সৃষ্টিকর্তার পক্ষ থেকে মানবজাতির জন্য প্রদত্ত অন্যতম বড় উপহার। আমরা প্রতিদিন যে শান্তি ও স্বাভাবিক জীবনযাপন করি তার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখে আমাদের শারীরিক ও মানসিক সুস্থতা। যখন একজন মানুষ সুস্থ থাকে, তখনই সে নিজের জীবনকে সঠিকভাবে পরিচালনা করতে পারে ইবাদত করতে পারে জীবিকার জন্য কাজ করতে পারে এবং সমাজ ও পরিবারে তার ভূমিকা রাখতে পারে। শুধু তাই নয় একজন মানুষ যখন শারীরিকভাবে অসুস্থ বা অচল হয়ে পড়ে তখন এই বিষয়টা অনুভব করতে পারে সুস্থতা সৃষ্টিকর্তার কত বড় নিরাপদ সেটা উপলব্ধি করে।

আমি কালকে রাত থেকে অসুস্থ। হালকা জ্বর আর প্রচন্ড মাথা ব্যথা সবমিলিয়ে বিশ্রী একটা অবস্থা। খাওয়ার প্রতি বিন্দু পরিমাণ কোন আগ্রহ নেই। আজকে সারাদিন বলা চলে না খেয়ে দিন পার করেছি শরীরের এনার্জি একদমই নেই বললে চলে তবে রাতের বেলায় হালকা একটু খাওয়া দাওয়া করেছি। যেহেতু এটা ঠান্ডা জ্বরের ভাব আছে তাই যতদূর সম্ভব ভিটামিন সি সমৃদ্ধ খাবারগুলো খাওয়ার চেষ্টা করেছি যেমন ধরুন লেবু মালটা এগুলো খাওয়ার পাশাপাশি টুকটাক গ্লুকোজ খাওয়ার মাধ্যমে স্বাভাবিক রয়েছি। যেকোনো মানুষ স্বাভাবিক অবস্থায় অসুস্থ হয়ে পড়লে খুব সহজেই এনার্জি হারিয়ে ফেলে। আর যদি খাওয়া-দাওয়ার বিষয়টি পুরোপুরি অনীহা দেখা যায় সে ক্ষেত্রে শরীর আরো দ্রুত ক্লান্ত হয়ে যায়। ঠান্ডা জ্বর হলে এমনিতেই খাওয়া-দাওয়া বন্ধ হয়ে যায় আমারও ঠিক কি অবস্থা।



প্রথমে ভেবেছিলাম আজকে হয়তোবা আর পোস্ট শেয়ার করা হবে না কারণ সকাল থেকে শরীরের যে অবস্থা ছিল তাতে পোস্ট শেয়ার করা তো দূরের কথা স্বাভাবিকভাবে হাঁটাচলা করা বা কোন কিছু চিন্তা করাও সম্ভব হচ্ছিল না তবে দুপুরবেলায় কিছুটা স্বাভাবিক মনে হচ্ছিল আবার বিকেল বেলায় বেশ দুর্বলতা অনুভব করেছে। শেষ বিকেলে বাইরে হালকা হাটাহাটি করেছি ঠান্ডা বাতাস আর মেঘলা আবহাওয়া সময়টা ভালো কেটেছে সেই সাথে সন্ধার পরে ওষুধ খাওয়ার পরবর্তীতে কিছুটা স্বাভাবিক মনে হচ্ছিল তাই হঠাৎ চিন্তা করলাম এখন যেহেতু আগের চেয়ে কিছুটা ভালো অনুভব হচ্ছে তাই একটা পোস্ট শেয়ার করা দরকার। আমি যে কোন অবস্থায় কমিউনিটির অ্যাক্টিভিটি বা ধারাবাহিকতা অব্যাহত রাখার চেষ্টা করি।



গতকালকে কুষ্টিয়া জেলার সব জায়গায় কমবেশি বৃষ্টি হয়েছে শুধু কুষ্টিয়া জেলায় নয় কুষ্টিয়ার আশপাশের জেলাগুলোতেও কমবেশি বৃষ্টি হয়েছে। হয়তোবা অনেকে ভাবতে পারেন হঠাৎ করেই বৃষ্টির কথা কেন বলছি?? মূলত বৃষ্টি হওয়ার কারণে সামান্য বৃষ্টির পানি মাথায় পড়ে ছিল যদিও তখন সামান্য বৃষ্টির ফোটা খুব বেশি কিছু মনে হয়নি তবে সন্ধ্যার পর থেকেই হালকা মাথাব্যথা অনুভব করেছি। রাত্রে বেলায় ঘুমাতে যাওয়ার পরবর্তীতে এই মাথা ব্যাথার পরিমাণ বাড়তে থাকে সেই সাথে শরীরে জ্বর আসতে শুরু করে তখন বুঝতে পারলাম সামান্য বৃষ্টিতে ভিজেই এই অবস্থা। তাছাড়া বৃষ্টি হওয়ার পরে আবহাওয়া টা খুব বেশি ঠান্ডা ছিল আর এই ঠান্ডা আবহাওয়া বাইক নিয়ে দীর্ঘ পথ অতিক্রম করার পরে বুকে কিছুটা কফ জমে গিয়েছিল তারই পরিণতি হিসেবে বেশ ঠান্ডা ধরে আক্রান্ত হয়েছি।



যাইহোক আজকের পোষ্ট খুব সংক্ষেপে শেষ করছি আর সবার কাছেই দোয়া কামনা করছি যেন আমি অতি দ্রুত সুস্থ হয়ে যেতে পারি। যারা আমার পোস্ট করেছেন তারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন যেন অতি দ্রুত সুস্থ হয়ে যেতে পারি সেই সাথে আবার স্বাভাবিক জীবনে ফিরে এসে সুন্দর সুন্দর ব্লগ লিখে আপনাদের সাথে শেয়ার করতে পারি। তবে আজকের পোষ্ট তুলনামূলক অতি সংক্ষেপ হয়ে যাওয়ায় আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী যাইহোক ছোটখাটো ভুলগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন অবশ্যই। আর হ্যাঁ যেহেতু এখন হঠাৎ গরম আবার বৃষ্টির কারণে আবহাওয়া ঠান্ডা হয়ে যায় তাই যতদূর সম্ভব এমন আবহাওয়ার সাথে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন অর্থাৎ বৃষ্টিতে ভেজা বা গরমে অতিষ্ঠ হওয়ার মুহূর্তে বৃষ্টি দেখে বৃষ্টিতে গোসল করলেন এই বিষয়গুলো থেকে এড়িয়ে চলার চেষ্টা করবেন।



🔚সমাপ্তি🔚


এই ছিল আমার আজকের আয়োজনে।
ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
ভালো থাকবেন সবাই , আল্লাহ হাফেজ👋।

সবাই ভালোবাসা নিবেন 💚🌹
ইতি,
@kazi-raihan



আমার পরিচয়


IMG_2373 (1).HEIC

আমি কাজী রায়হান। আমি একজন ছাত্র। আমি বাংলাদেশে বাস করি। আমি কুষ্টিয়া সরকারি কলেজে লেখাপড়া করছি। আমি ফটোগ্রাফি করতে, গল্প লিখতে ও বাইক নিয়ে ঘুরতে খুবই ভালোবাসি। মনের অনুভূতির ডাকে সাড়া দিয়ে কবিতা লিখতে পছন্দ করি। সেই সাথে যে কোনো নতুন বিষয় সম্পর্কে জানতে পছন্দ করি। আমি ভালোবাসি স্টিমিট প্লাটফর্মে কাজ করতে।



break .png

Banner.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 months ago 

আপনার অনুভূতিপূর্ণ লেখাটি পড়ে সত্যিই হৃদয় ছুঁয়ে গেল। সুস্থতার গুরুত্ব ও অসুস্থ অবস্থায় মানসিক দৃঢ়তার যে চিত্র আপনি এঁকেছেন, তা অনুপ্রেরণাদায়ক। দ্রুত সুস্থ হয়ে উঠুন—আপনার এই ইতিবাচক মানসিকতাই আপনাকে এগিয়ে নিয়ে যাবে। আল্লাহ আপনাকে দ্রুত আরোগ্য দান করুন