ঈদুল আযহা। || by @kazi-raihan

in আমার বাংলা ব্লগ2 months ago (edited)

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@kazi-raihan বাংলাদেশের নাগরিক।

আজ - ২৪শে জ্যৈষ্ঠ | ১৪৩২ বঙ্গাব্দ | শনিবার | গ্রীষ্ম-কাল|


আমি কাজী রায়হান,আমার ইউজার নাম @kazi-raihan।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।



1000005585.png

Canva দিয়ে তৈরি



প্রথমেই সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আজকে ঈদুল আযহা তাই এই দিনের শুভেচ্ছা বিনিময় সম্পর্কে আজকের পুরো পোস্ট শেয়ার করতে এসেছি। ঈদের দিন সকাল থেকেই তুলনামূলক সবাই অনেকটা ব্যস্ত থাকে কারণ ঈদুল ফিতরের নামাজ শেষে সবাই ঘুরে বেড়াতে পারে কিন্তু ঈদুল আযহার নামাজ শেষে পশু কুরবানীর কাজে ব্যস্ত থাকতে হয় সে ক্ষেত্রে সময়টা পুরোপুরি ভিন্ন রকম উপভোগ করতে হয়। যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে ছোটখাটো যে কাজগুলো থাকে সেগুলো কমপ্লিট করে ঈদের নামাজের উদ্দেশ্যে রওনা হতে হয়।

আবার ঈদুল ফিতরের নামাজের চেয়ে ঈদুল আযহার নামাজ তুলনা মূলক আরেকটা দ্রুত শুরু হয় কারণ মুসল্লিরা ঈদের নামাজ শেষ করে বাড়িতে এসে পশু কুরবানী করবে। সকাল সকাল গোসল খাওয়া-দাওয়া শেষ করে রেডি হয়ে বাসা থেকে বের হলাম ঠিক তখনই দেখলাম বড় চাচা আর তাদের পরিবারের সবাই আমাদের বাড়িতে চলে এসেছে। মূলত বড় চাচার বাড়ি আর আমাদের বাড়ির দূরত্ব সর্বোচ্চ ৩০০ ফিট হবে। যাই হোক বড় চাচা আশায় আরো দ্রুত রেডি হয়ে নিলাম।



1000005523.jpg

1000005525.jpg



তবে ঈদুল ফিতরের সময় কম বেশি কেনাকাটা করা হয় তবে ঈদুল আযহার সময় খুব বেশি কেনাকাটার বিষয়টি লক্ষ্য করা যায় না এমনকি আমি নিজেও ঈদুল আযহা উপলক্ষে তেমন কোন শপিং করিনি শুধু যেটা না নিলেই নয় সেটা নেওয়ার চেষ্টা করেছিলাম। বাসা থেকে বের হয়েই আমরা সর্বপ্রথম একটা গ্রুপ ছবি নিয়েছিলাম প্রথমদিকে তারা সবাই একসাথে দাঁড়িয়েছিল আর আমি ফোন দিয়ে ছবি ক্যাপচার করেছিলাম পরবর্তীতে বুঝতে পারলাম নিজের ছবি উঠতে হলে সেলফি নিতে হবে কেননা ছবি তুলে দেওয়ার মত তেমন লোক ছিল না।



প্রথম অবস্থায় বাসা থেকে ছবি তোলার পর্ব শেষ করে আমরা সবাই একসাথে ঈদগাহ ময়দানের দিকে রওনা হলাম কেননা সকাল নয়টার সময় আমাদের ঈদগাঁ ময়দানে ঈদের নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তুলনামূলক একটু দেরি হয়ে গিয়েছে কারণ ঈদুল আযহার নামাজ যতটা দ্রুত হবে ততই ভালো কেননা নামাজ শেষ করে এসে সবাই পশু কুরবানী করবে। দলে দলে মুসল্লিরা একসঙ্গে হয়ে পরিবারের ছোট বড় সদস্যদের সঙ্গে করে ঈদগাহে ঈদের নামাজ আদায়ের উদ্দেশ্যে রওনা হয়েছে।



1000005531.jpg

1000005533.jpg



সকাল থেকেই প্রচন্ড গরম আর প্রচন্ড রোদ তাই গরমে সবাই অতিষ্ঠ দ্রুত ঈদের নামাজ শেষ করে বাসায় ফিরাই যেন সবার একমাত্র লক্ষ্য। যদিও আমরা গাছের নিচে ছায়ায় কিছুটা জায়গা পেয়েছিলাম তবে রোদ না থাকলেও গরমের প্রভাব বেশ বুঝতে পারছিলাম। যথাসময়ে ঈদের নামাজ শুরু হয় পরিবারের সবাই একসঙ্গে ঈদের নামাজ আদায় করলাম আলহামদুলিল্লাহ। পরিবারের ছোট বড় সব সদস্যরা মিলে ঈদের নামাজ শেষ করে আবার বাসার উদ্দেশ্যে রওনা হলাম।



নামাজ শেষে যখন বাসায় ফিরছি তখন রাস্তার পাশ থেকে কিছু মিষ্টি জাতীয় খাবারও কেনা হয়েছিল মূলত সবার লক্ষ্য ছিল ঈদের নামাজ শেষ করে দ্রুত বাসায় গিয়ে পশু কুরবানী করবে তাই ঈদুল আযহার সময় আর খুব বেশি সময় ঈদগাহ ময়দানে দেওয়া হয় না। তবে যদি ঈদুল আযহা আর ঈদুল ফিতরের মধ্যে তুলনা করা হয় সে ক্ষেত্রে ঈদুল ফিতরের সময় বেশি আনন্দ হয়। ঈদুল ফিতরের সময় লোকজনের খুব একটা কাজের চাপ থাকে না। পরবর্তীতে আমরা কিছু মিষ্টি জাতীয় খাবার কিনে সোজা বাসায় চলে এসেছিলাম প্রচন্ড রোদ আর ব্যস্ততার কারণে খুব বেশি ছবিও তোলা হয়নি।



⬇️📥⬇️📥
ডিভাইসSamsung galaxy A52
ফটোগ্রাফার@kazi-raihan
লোকেশন
সময়মে,২০২৫



🔚সমাপ্তি🔚




এই ছিল আমার আজকের আয়োজনে।
ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
ভালো থাকবেন সবাই , আল্লাহ হাফেজ👋।

সবাই ভালোবাসা নিবেন 💚🌹
ইতি,
@kazi-raihan



আমার পরিচয়


20231103_120723-01.jpeg

আমি কাজী রায়হান। আমি একজন ছাত্র। আমি বাংলাদেশে বাস করি। আমি কুষ্টিয়া সরকারি কলেজে লেখাপড়া করছি। আমি ফটোগ্রাফি করতে, গল্প লিখতে ও বাইক নিয়ে ঘুরতে খুবই ভালোবাসি। মনের অনুভূতির ডাকে সাড়া দিয়ে কবিতা লিখতে পছন্দ করি। সেই সাথে যে কোনো নতুন বিষয় সম্পর্কে জানতে পছন্দ করি। আমি ভালোবাসি স্টিমিট প্লাটফর্মে কাজ করতে।



break .png

Banner.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 months ago 

ঈদুল আযহা আমাদের ত্যাগ, আত্মসংযম ও আল্লাহর সন্তুষ্টির জন্য নিবেদিত হওয়ার শিক্ষা দেয়। এই দিনে হজরত ইব্রাহিম (আ.)-এর আত্মত্যাগের ঘটনা আমাদের জন্য অনুপ্রেরণা। সবাইকে ঈদের শুভেচ্ছা!