আষাঢ়ের বৃষ্টি। || by @kazi-raihan

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@kazi-raihan বাংলাদেশের নাগরিক।

আজ -১৫ই আষাঢ় | ১৪৩১ বঙ্গাব্দ | শনিবার | বর্ষা-কাল |


আমি কাজী রায়হান,আমার ইউজার নাম @kazi-raihan।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।



1000076824.png

Canva দিয়ে তৈরি



বাংলাদেশ ছয় ঋতুর দেশ যার মধ্যে আষাঢ়-শ্রাবণ দুই মাস মিলে বর্ষাকাল। বর্ষাকালে চারিদিকে বৃষ্টির পানিতে খাল বিল ভরে ওঠে তবে এ বছরে আষাঢ় মাস প্রায় অর্ধেকটা পেরিয়ে গিয়েছে তবুও তুলনামূলক তেমন কোন বৃষ্টি নেই। বৃষ্টি না থাকার কারণে এখনো খাল বিল শুকিয়ে আছে যে সময় খাল বিল ভর্তি পানি থাকার কথা সে সময়ে খাল বিলের মাটি ফেটে চৌচির হয়ে আছে। আষাঢ় মাসের প্রথম থেকেই প্রচন্ড গরম আর রোদের তাপে মানুষ অতিষ্ঠ। সেই সাথে নিয়মিত লোডশেডিং মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে। তবে সপ্তাহ জুরেই ঘন ঘন মেঘ জমছিল কিন্তু মোটেই বৃষ্টি হচ্ছিল না। দুইদিন ধরে বেশ ভালোই মেঘ জমছিল তবে বৃষ্টি একেবারে নেই বললেই চলে মাঝেমধ্যে দু এক ফোঁটা বৃষ্টি হলেও তাতে মাটি ও ভিজেনা। সবাই চাইছিল যেন ভরপুর একটা বৃষ্টি হয়।



1000076637.jpg

1000076638.jpg

1000076639.jpg

1000076640.jpg

1000076641.jpg

1000076642.jpg



দীর্ঘ প্রতীক্ষার পরে গতকালকে জুম্মার নামাজ শেষে ভরপুর বৃষ্টি নেমেছিল। সবাই নামাজ শেষ করে যখনই বেরিয়েছে ঠিক তখনই বৃষ্টি শুরু হল স্বস্তির বৃষ্টিতে ভিজতে বেশ ভালই লাগছিল তবে এই মৌসুমে যেহেতু সবার ঠান্ডা জ্বর হচ্ছে তাই বৃষ্টিতে খুব বেশি সময় না ভেজাই ভালো। আমিও মনে করলাম বৃষ্টিতে আর খুব বেশি সময় ভিজবো না কোন মত একটু গা ভিজিয়েছি এটাই যথেষ্ট তারপর নিয়মিত কিছুদিন বৃষ্টি হলে সেই সময় বৃষ্টিতে মন খুলে গোসল করা যাবে। কোনমতে বৃষ্টিতে ভিজে বাড়িতে ঢোকার পরেই বৃষ্টি যেন বেড়ে গেল আমিও ছাদে গিয়ে কিছু সময় বৃষ্টি দেখছিলাম। তবে কিছুতেই মনমান ছিল না ছাতা নিয়ে আবার রাস্তায় বেরিয়ে পড়লাম। বেশ কিছু সময় বৃষ্টি হওয়ার পরে মোটামুটি বৃষ্টির পরিমাণ কমে গেল গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে আর আমি ছাতা নিয়ে সেই আবহাওয়াটা উপভোগ করছিলাম।



1000076643.jpg

1000076644.jpg

1000076645.jpg

1000076648.jpg

1000076649.jpg

1000076650.jpg

1000076651.jpg



বৃষ্টি হওয়ার কারণে আবহাওয়া টা পুরোপুরি শীতল হয়ে গিয়েছিল তবে আষাঢ় মাসের বৃষ্টি একদিকে হলে অন্যদিকে বন্ধ থাকে যার কারণে আবহাওয়া খুব বেশি সময় ঠান্ডা থাকে না। তবে যত সময় বৃষ্টি হচ্ছিল তত সময় আবহাওয়াটা দারুন ঠান্ডা ছিল হয়তো যদি বাতাস শুরু না হতো সেক্ষেত্রে আরো বেশ কিছু সময় ধরে বৃষ্টি হতে পারত। মনে হচ্ছিল আবার নতুন করে বৃষ্টি নামবে কেননা আকাশে কালো মেঘ চারপাশটা ঘিরে আসছিল মনে করছিলাম এই মেঘে যদি বৃষ্টি আসে তাহলে হয়তো খাল বিল অনেকটাই ভরে যেতে পারে। স্বাভাবিকভাবেই আষাঢ় মাসের এই সময়ে খাল বিলে পানি থাকে, নদীতে যেহেতু জোয়ারের পানি চলে এসেছে তাই খাল বিলেও বৃষ্টির পানিতে সহজেই ভরে ওঠে। যদি ছবিগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন মাঠের মাঝে কিছু জমিতে বৃষ্টির কারণে হালকা পানি জমে আছে। কৃষি জমিতে এরকম পানি জমে থাকলেই বোঝা যায় আসলে সেই এলাকায় কি পরিষদ বৃষ্টি হয়েছে। তবে সবচেয়ে খুশির যে বিষয়টি এরকম বৃষ্টির কারণে আবহাওয়াটা ঠান্ডা হয়ে গিয়েছে আর যেহেতু আষাঢ় মাসের অর্ধেক সময় পার হয়ে গিয়েছে আর কালকে প্রথম এরকম বৃষ্টি হয়েছে সেহেতু ধারাবাহিকভাবে এরকম নিয়মিত বৃষ্টি হতে পারে।



1000076652.jpg

1000076653.jpg

1000076654.jpg

1000076655.jpg



কালকে আমাদের এলাকায় প্রথম এরকম বৃষ্টি হলেও অন্যান্য এলাকায় বেশ কিছুদিন আগে থেকেই অর্থাৎ আষাঢ় মাসের প্রথম থেকেই অনেক এলাকায় একটানা বৃষ্টি হয়েছে। মজার বিষয় এর আগে একদিন বৃষ্টি হয়েছে আমাদের এলাকায় শুধু গুঁড়ি গুঁড়ি আকারে বৃষ্টি পড়েছে কিন্তু অন্যান্য কিছু এলাকায় বেশ ভালোই বৃষ্টি হয়েছে তখন আম্মু বলছিল আষাঢ় মাসের মেঘ এরকম ভেসে বেড়ায় যার কারণে কোন এলাকায় একটু বেশি বৃষ্টি হয় আবার কোন এলাকায় তুলনামূলক একটু কম বৃষ্টি হয়। যাইহোক বৃষ্টি যখন থেমে গেল তখন আমি আবার আমাদের বাড়ির ছাদে গিয়ে আশপাশের পরিবেশটা উপভোগ করছিলাম। মূলত ছাদের উপরে দারুণ বাতাস উপভোগ করা যায় সেই সাথে আমাদের ছাদের পাশে কয়েকটি জাম্বুরার গাছ আছে। যদিও জাম্বুরা গুলো এখনো ছোট ছোট তবে ছাদের উপর থেকে জাম্বুরাগুলোকে ছোঁয়া যায়। বৃষ্টির কারণে জাম্বুরাগুলো ভিজে গিয়েছে আর বৃষ্টির ফোঁটা জাম্বুরা আর জাম্বুরা গাছের পাতার সাথে জড়িয়ে আছে দেখতে বেশ ভালোই লাগছিল আমিও সেই সুযোগে কয়েকটি ছবি তুলেছিলাম।

ছাদের উপর থেকে তাকিয়ে তাকিয়ে দেখছিলাম নারিকেল গাছের উপর দিয়ে কালো মেঘ ভেসে যাচ্ছে কারণ বাতাসের সাথে সাথে মেঘ পশ্চিম দিকে যাচ্ছে। বৃষ্টির কারণে ছাদ পুরোপুরি ভেজা কিছু জায়গায় পানি জমে আছে আর সেখানে থাকতে বেশ ভালই লাগছে ঠান্ডা পানির পরশে অন্যরকম একটা অনুভূতি কাজ করছিল।



⬇️📥⬇️📥
ডিভাইসSamsung galaxy A52
ফটোগ্রাফার@kazi-raihan
লোকেশন
সময়জুন,২০২৪



🔚সমাপ্তি🔚




এই ছিল আমার আজকের আয়োজনে।
ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
ভালো থাকবেন সবাই , আল্লাহ হাফেজ👋।

সবাই ভালোবাসা নিবেন 💚🌹
ইতি,
@kazi-raihan



আমার পরিচয়


20230226135443_IMG_2201-01.jpeg

আমি কাজী রায়হান। আমি একজন ছাত্র। আমি বাংলাদেশে বাস করি। আমি কুষ্টিয়া সরকারি কলেজে লেখাপড়া করছি। আমি ফটোগ্রাফি করতে, গল্প লিখতে ও বাইক নিয়ে ঘুরতে খুবই ভালোবাসি। মনের অনুভূতির ডাকে সাড়া দিয়ে কবিতা লিখতে পছন্দ করি। সেই সাথে যে কোনো নতুন বিষয় সম্পর্কে জানতে পছন্দ করি। আমি ভালোবাসি স্টিমিট প্লাটফর্মে কাজ করতে।



break .png

Banner.png

Sort:  
 last year 

বৃষ্টি চলে আসলেই মনের ভেতর আলাদা রকম শান্তি কাজ করে। আসলে বৃষ্টি আমাদের কে স্বস্তি উপহার দেয়। গতকাল জুমার নামাজ শেষে আপনাদের এলাকায় মুষলধারে বৃষ্টি হয়েছে, জেনে বেশ ভালো লাগলো। দীর্ঘ দিন গরম সহ্য করার পর এখন আমরা একটু প্রশান্তির মধ্যে দিন পার করছি।

 last year 

আসলেই যখন গরম শেষে যখন বৃষ্টি শুরু হয় তখন বৃষ্টি আমাদেরকে স্বস্তি দেয়।

 last year 

আমার প্রিয় ঋতু হচ্ছে বর্ষাকাল। এই বর্ষাকাল যেন আমার মনে স্বস্তি এনে দেয় অনেক ভালো লাগে আমার কাছে। আপনার বৃষ্টির ভেজা ফটোগ্রাফি গুলো দেখে ভালো লাগলো। দীর্ঘ অপেক্ষার পর তাহলে বৃষ্টি পেয়ে গেছেন। কিন্তু আজ দুই দিন ধরে আমাদের এখানে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে সাথে বাতাসও। এমন বৃষ্টি হলে ওয়েদার টা অনেক ভালো লাগে। ধন্যবাদ আপনার অনুভূতির পড়ে ভালো লাগলো।

 last year 

বৃষ্টিতে বেশি বেশি ভিজতে পারেন এই জন্যই কি বর্ষাকাল আপনার প্রিয় ঋতু??

 last year 

এত গরমের পর কাল যখন বৃষ্টি দেখতে পেলাম আমার মনের ভিতরে খুব প্রফুল্ল লাগছিল। তবে আপনি ঠিক বলেছেন আশার শ্রাবণ বর্ষাকাল হলেও বর্ষার কোন দেখা মিলছে না। কাল জুম্মার নামাজ শুরু হওয়ার আগে হালকাভাবে আমাদের এখানেও বৃষ্টি হচ্ছিল। তবে নামাজ শেষ হওয়ার পর সবাইকে প্রায় ভিজে বাসায় আসতে হয়েছে। কারণ তখন বৃষ্টির পরিমাণ ছিল অনেক বেশি। যাইহোক তারপরও বৃষ্টির কারণে আমরা একটু স্বস্তি পেয়েছি। আজ আপনার বৃষ্টিতে ভেজা ফটোগ্রাফি গুলো দেখতে আমার কাছে খুব ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 last year 

আপনার সুন্দর মতামত প্রকাশ করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

আমাদের এখানে কাল বৃষ্টি হয়েছিল।আর আজ একটু বেশী পরিমানেই বৃষ্টি হলো।দীর্ঘ প্রতীক্ষার পর বৃস্টি হলো তাই প্রকৃতি এতো সতেজ হয়ে গেলো।আপনার শেয়ার করা বৃষ্টি ভেজা ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লাগলো ভাইয়া। আপনি বৃষ্টি থেমে যাওয়ার পর ঠান্ডা ওয়েদারে ছাদে গিয়ে খুব সুন্দর সময় কাটিয়েছেন। আপনার অনুভূতি গুলো পড়ে ভালো লাগলো ।অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর অনুভূতি গুলো শেয়ার করার জন্য।

 last year 

আপনার সুন্দর মতামত প্রকাশ করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

ছোটবেলা থেকেই দেখেই আসছি আষাঢ় মাসে সারাদিন ঝিরিঝিরি বৃষ্টি হয়। বলতে গেলে একটা দিনও বাদ যেত না। কিন্তু এখন যেন পুরোপুরি তার বিপরীত অবস্থা কোন বৃষ্টি নেই। জুম্মার নামাজ শেষ করে বাইরে এসে বৃষ্টি। এ যেন অন‍্যরকম একটা অনূভুতি। দারুণ লাগল আপনার পোস্ট টা ভাই। ফটোগ্রাফি গুলো দারুণ ছিল।

 last year 

প্রতিনিয়ত আবহাওয়ার প্রতি টর্চার হচ্ছে যার কারণে এই পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে।

 last year 

চমৎকার সুন্দর অনুভূতি শেয়ার করেছেন ভাইয়া। বৃষ্টিতে ভিজতে বেশ ভালো লাগে। আপনি দেখছি প্রাণ খুলে বৃষ্টিতে ভিজেছেন কিছু সময়। বৃষ্টিস্নাত জাম্বুরা দেখতে অসাধারণ সুন্দর লাগছে। আসলে বৃষ্টি যতটুকু সময় থাকে ততটুকুই আবহাওয়া ঠান্ডা থাকে বৃষ্টি চলে গেলে একটু পরেই আবার প্রচন্ড গরম শুরু হয়ে যায়।বৃষ্টি হলে কিছুটা সময়ের জন্য স্বস্তি পাওয়া যায় একটাই অনেক বেশি । ধন্যবাদ সুন্দর পোস্টটি আমাদের সঙ্গে ভাগ করে নেয়ার জন্য।

 last year 

হ্যাঁ বৃষ্টি হলে স্বস্তি পাওয়া যায় আবহাওয়া চারিপাশে যখন ঠান্ডা হয়ে যায় আলাদা শান্তি নেমে আসে।

 last year 

জী ভাইয়া দুইতিন যাবৎ আষাঢ়ের বৃষ্টি নামতে শুরু করেছে। সারা দেশেই বৃষ্টি হচ্ছে। তবে একটি চিন্তার বিষয় হলো বৃষ্টিপাতের পরেও গরম কমছে না। বৃষ্টি যেন গরম বাড়িয়ে দেয়। বৃষ্টি শেষ হলেই গরম শুরু হয়ে যায়। এর কারনটা বুঝলাম না। ধন্যবাদ।

 last year 

আসলে ভাই তুলনামূলক বৃষ্টি হচ্ছে না একটু ভরপুর বৃষ্টি হওয়া দরকার। মাঠঘাট পানিতে ভেসে যাবে এমন বৃষ্টি হলে আবহাওয়া আমার মনে হয় ঠান্ডা হবে।