৫০ স্টিম পাওয়ার বৃদ্ধি || by @kazi-raihan

in আমার বাংলা ব্লগ8 days ago

আজ -| ১৬ই শ্রাবণ |১৪৩২ বঙ্গাব্দ |বর্ষা-কাল|


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। আমি কাজী রায়হান। আমার ইউজার নেম @kazi-raihan মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।



1000005397.png

Canva দিয়ে তৈরি

শুভ দুপুর সবাইকে,

আজকে আবার চলে এলাম নতুন একটি পাওয়ার আপ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে।আর @rex-sumon ভাইকে আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের মাঝে এমন সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য। যদিও এই প্রতিযোগিতাটি বেশ কিছুদিন বছর আগে থেকেই চলে আসছে। তবে আজকে ২০২৪ সালের পর্ব শেষ করে ২০২৫ সালের পর্ব চালু করা হয়েছে। ২০২৫ সালের টার্গেট ডিসেম্বর সিজন-৫ এ এটা আমার ৩১ তম পাওয়ার বৃদ্ধি। সবচেয়ে মজার বিষয় হচ্ছে নতুন বছরে নতুন টার্গেট সামনে রেখে এগিয়ে চলা। আমার লক্ষ টার্গেট ডিসেম্বর সিজন-৫ তে ১৫০০০ স্টিম পাওয়ার বৃদ্ধি করা। ২০২৪ সালে টার্গেট ডিসেম্বর সিজন-৪ শেষে আমার স্টিম পাওয়ার ছিল ৬৯৯৫। অর্থাৎ ৭ হাজার স্টিম পাওয়ার তৈরি হতে মাত্র পাঁচ স্টিম অবশিষ্ট ছিল। এই বছরের শুরু থেকে ৬৯৯৫ স্টিম পাওয়ার হতে যাত্রা শুরু করে টার্গেট ডিসেম্বর সিজন-৫ এ ১৫০০০ স্টিম পাওয়ার তৈরি করার উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। সপ্তাহে ১টি পাওয়া আপ এর ফলে আমার একাউন্টে এসপির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। যা আমার জন্য খুবই ভালো সংবাদ। নিজের একাউন্টের ভ্যালু বৃদ্ধি পেলে কার না ভালো লাগে বলুন। আমি এই প্লাটফর্মে দীর্ঘ দিন কাজ করতে চাই এই জন্যই প্রতি সপ্তাহে একবার করে হলেও পাওয়ার আপ করার চেষ্টা করি। টার্গেট ডিসেম্বর সিজন-৫ কে সামনে রেখে প্রতি সপ্তাহে নিজের সাধ্য মতো স্টিম পাওয়ার আপ করার চেষ্টা করি।তারই ধারাবাহিকতায় আজ আমি ৫০ স্টিম পাওয়ার আপ করবো। মূলত আপনি কি পরিসরে পাওয়ার বৃদ্ধি করবেন সেটা নির্ভর করে আপনার দৈনন্দিন ইনকাম করা স্টিম এর উপরে। প্রতিদিন যদি আপনার ওয়ালেটে ২০-২৫ স্টিম যুক্ত হয় সেক্ষেত্রে আপনি খুব সহজেই বড় পরিসরে পাওয়ার বৃদ্ধি করতে পারবেন। আর যদি সামান্য কিছু স্টিম প্রতিদিন যুক্ত হয় সেক্ষেত্রে আপনি চাইলেও বড় পরিসরে স্টিম পাওয়ার বৃদ্ধি করতে পারবেন না অর্থাৎ পুরোপুরি স্টিম পাওয়ার বৃদ্ধি করার বিষয়টা নির্ভর করে মার্কেটের উপরে আর আপনি কতটুকু পাওয়ার বৃদ্ধি করতে চান সেটার ইচ্ছাশক্তির উপর। আশা করছি ২০২৫ সালের পুরোপুরি সময় মার্কেট অনেক ভালো থাকবে নিয়মিত বড় পরিসরে পাওয়ার বৃদ্ধি করতে পারবো ইনশাআল্লাহ। যাই হোক আজকের পাওয়ার বৃদ্ধির প্রসেসটির আপনাদের মাঝে তুলে ধরছি।





1000011643.jpg

  • আমার বর্তমান স্টিম পাওয়ার রয়েছে ১১৩৫৮ স্টিম আর লিকুইড স্টিম রয়েছে ১৫৬ সেখান থেকে ৫০ স্টিম পাওয়ার আপ করবো।

1000011644.jpg

1000011645.jpg

1000011646.jpg

1000005800.jpg

Screenshot_20220727-064059_Chrome.jpg

Screenshot_20220510-084958_Chrome.jpg

  • পাওয়ার আপ অপশনে গিয়ে পাওয়ার আপ এর উপরে ক্লিক করলাম। আমার লিকুইড স্টিম ১৫৬ থেকে ৫০ স্টিম পাওয়ার কনর্ভাটে বসিয়ে নিয়ে ওকে করে দিয়েছি। পাওয়ার আপ এ ক্লিক করলাম এবং ওকে করে পাসওয়ার্ড বসিয়ে দিলাম।

1000011647.jpg

  • আমার আগে স্টিম পাওয়ার ছিল ১১৩৫৮ স্টিম বর্তমান স্টিম পাওয়ার হয়েছে ১১৪০৮ স্টিম। আমি পাওয়ার আপ করতে ভালোবাসি। যেটা ভবিষ্যতে চলমান থাকবে।

পূর্বের এসপি১১৩৫৮
পাওয়ার আপ৫০
বর্তমান এসপি১১৪০৮

সমাপ্তি

আমার পরিচয়


IMG_2373 (1).HEIC

আমি কাজী রায়হান। আমি একজন ছাত্র। আমি বাংলাদেশে বাস করি। আমি কুষ্টিয়া সরকারি কলেজে লেখাপড়া করছি। আমি ফটোগ্রাফি করতে, গল্প লিখতে ও মাঝে মাঝে বাইক নিয়ে নতুন নতুন জায়গায় ঘুরতে খুবই ভালোবাসি। অনুভূতির ডাকে সাড়া দিয়ে কবিতা লিখতে ভালবাসি। সেই সাথে যে কোনো নতুন বিষয় সম্পর্কে জানতে পছন্দ করি। আমি ভালোবাসি স্টিমিট প্লাটফর্মে কাজ করতে।



standard_Discord_Zip.gif

Sort:  

Absolutely inspiring, @kazi-raihan! It's fantastic to see your dedication to powering up and your detailed journey towards your goal of 15,000 STEEM Power by December 2025. Your transparency in sharing your progress, challenges, and strategies is incredibly valuable for other users on the platform.

The step-by-step guide with images makes it easy for others to follow suit and understand the power-up process. Your commitment to the Steemit platform shines through, and it's motivating to see your consistent efforts in increasing your account's value. Keep up the excellent work and best of luck in achieving your goals! I'm eager to see your future progress. Let's connect and support each other's growth on Steemit!

 8 days ago 

যত বেশি পাওয়ার আপ তত বেশি সক্ষমতা বৃদ্ধি। আপনি এভাবে পাওয়ার আপ করার মাধ্যমে অনেক দূর এগিয়ে যেতে পারবেন। আপনার আজকের করা পাওয়ার আপ দেখে আমার কাছে অনেক ভালো লাগলো। সব সময় আপনি এরকম ভাবেই পাওয়ার আপের মাধ্যমে এগিয়ে যান।

 8 days ago 

স্টিমিট প্লাটফর্মে দীর্ঘ সময় কাজ করার জন্য পাওয়ার আপ খুবই গুরুত্বপূর্ণ।আপনি আজকে ৫০ স্টিম পাওয়ার আপ করছেন দেখে খুবই ভালো লাগলো।আমাদের সবার উচিত কিছু কিছু করে পাওয়ার আপ করার।ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

 8 days ago 

প্রতিনিয়ত পাওয়ার বৃদ্ধি করা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। দীর্ঘ সময় কাজ করার জন্য পাওয়ার বৃদ্ধি করা প্রয়োজন। আমার কাছে অনেক বেশি ভালো লাগে যখন পাওয়ার বৃদ্ধি করা পোস্ট দেখি। এভাবেই অনেক দূর এগিয়ে যান।

 8 days ago 

৫০ স্টিম পাওয়ার বৃদ্ধি করেছেন দেখে ভালো লাগলো ভাইয়া। নিজের সক্ষমতা বৃদ্ধি করা অনেক গুরুত্বপূর্ণ। শুভকামনা রইলো ভাইয়া।

 6 days ago 

ডিসেম্বরেএ টার্গেটকে সামনে রেখে প্রতিনিয়তই পাওয়ার আপ করে যাচ্ছেন। এই পাওয়ার আপ করার মধ্য দিয়ে আপনি আপনার একাউন্টের সক্ষমতা যেরকম বৃদ্ধি করে ফেলছেন৷ আপনার টার্গেট এর দিকে আপনি এগিয়ে যাচ্ছেন৷ এভাবে সবসময় এগিয়ে যাবেন বলে আশা করছি৷ শুভকামনা রইল আপনার জন্য৷

 6 days ago 

আপনি ১৫০০০ এসপি পাওয়ার আপ পূর্ণ করার জন্য আজকে পঞ্চাশ স্টিম পাওয়ার আপ করেছেন। আর এই প্লাটফর্মে কাজ করতে হলে আমাদের পাওয়ার আপ করা খুব দরকার। এবং পঞ্চাশ স্টিম পাওয়ার আর এর মাধ্যমে আপনি অলরেডি ১১৪০৮+ এসপি পাওয়ার আপ করে ফেলেছেন। আশা করি পাওয়ার আপ করে কাঙ্খিত লক্ষ্য পূরণ করে আরো অনেক দূর এগিয়ে যাবেন।

 5 days ago 

একাউন্টঃ @kazi-raihan
পাওয়ার বৃদ্ধিঃ = 0.440218%