বাইক ট্যুর নড়াইল (পর্ব-০৪)। ||০৮-০৮-২০২৫|| by @kazi-raihan

in আমার বাংলা ব্লগ6 hours ago

আসসালামুআলাইকুম

বন্ধুরা সবাই কেমন আছেন? আমি কাজী রায়হান। আমার ইউজার নেম @kazi-raihan বাংলাদেশ থেকে। আশা করি সবাই ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে আমার একটি ভ্রমণ কাহিনী শেয়ার করব।



প্রতি সপ্তাহে নড়াইল ভ্রমণকে কেন্দ্র করে একটি করে পোস্ট শেয়ার করে আসছি সেই ধারাবাহিকতায় আজকে নড়াইল ভ্রমণের চতুর্থ পর্ব নিয়ে হাজির হয়েছি। গত পর্বে অর্থাৎ তৃতীয় পর্বে নড়াইল গিয়ে আমরা যেখানে রাত্রিযাপন করেছিলাম সেটা নিয়ে অবশ্য বিস্তারিত অনেক কিছুই শেয়ার করেছিলাম। মজার বিষয় হচ্ছে আমরা নড়াইল থেকে শেষ রাতের দিকে রওনা হয়েছিলাম। প্রথমত শেষ রাতের দিকে আমাদের পিকনিক শেষ হয় খাওয়া-দাওয়া শেষ করে আগুন জ্বালিয়ে নিজেদের মধ্যে গান গাওয়া আর আড্ডা দেওয়ার পর্ব চলতে থাকে। মাঝ রাতে থেকে শুরু করে শেষ রাত পর্যন্ত আমাদের এই কার্যক্রম চলতে থাকে মোটামুটি ভরপুর মজা হয়েছিল যেটা এখনো অন্যতম একটা ট্যুরের মজা বলে মনে আছে।



1000010488.jpg

Canva দিয়ে তৈরি



অনেক মজা হওয়ার পরে শেষ রাত্রে আমরা সুমন ভাইয়ের আপুর বাসায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। কোন দিকে রাহুল আর পাপ্পু ভাই তারা ঢাকায় ফিরে যাবে। নড়াইল থেকে পদ্মা সেতু হয়ে যদি ঢাকায় ফিরে আসা যায় তাহলে খুব বেশি সময় লাগে না। এক্সপ্রেস হাইওয়েতে বাইক নিয়ে ড্রাইভ করলে বেশ দ্রুতগতিতে এগিয়ে যাওয়া যায় সে ক্ষেত্রে ঢাকায় ফিরতে তাদেরকে খুব বেশি ঝামেলা পোহাতে হবে না। তারা যখন রওনা হল তখন আমরা বলছিলাম সকাল হওয়ার পূর্বেই তোমরা ঢাকায় পৌঁছে যাবে। অর্থাৎ ভোর বেলায় তারা বাসায় পৌঁছে যাবে অন্যদিকে আমরা বাকি সবাই সুমন ভাইয়ের আপুর বাসায় রাত্রিযাপন করার সিদ্ধান্ত নিলাম। সেখান থেকে তাদেরকে বিদায় জানিয়ে আমরা সুমন ভাইয়ের আপুর বাসার উদ্দেশ্যে রওনা হলাম।

1000011870.jpg

1000011869.jpg

1000011868.jpg

1000011867.jpg

1000011866.jpg

রাতের নড়াইল।

what3words address.
https://w3w.co/outsize.enhancement.amaze

1000011865.jpg

1000011864.jpg

1000011863.jpg

মাগুরা।

what3words address.
https://w3w.co/outsize.enhancement.amaze

বাসায় আসার পথে হঠাৎ করেই সবার মতামত পাল্টে গেল। সকাল হতে হয়তো বা আর দুই ঘন্টা বাকি আছে এই দুই ঘন্টা ঘুমানোর চেয়ে যদি আমরা এখনই কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা দেই তাহলে হয়তোবা আমাদের জন্য সেটাই বেশি ভালো হবে। প্রথমে সুমন ভাইয়ের আপুর বাসার সামনে গিয়ে আমরা সবার মতামত নিচ্ছিলাম। সবাই যখন মোটামুটি হ্যা মতামত দিল সে ক্ষেত্রে আর নড়াইল থাকার কোন প্রশ্নই ওঠে না। রাত তিনটার পরবর্তীতে আমারও নড়াইল থেকে যশোর হয়ে কুষ্টিয়া ব্যাক করার সিদ্ধান্ত নিলাম। প্রথমে নড়াইল থেকে সোজা যশোর চলে গেলাম। যশোর এরিয়ায় গিয়ে একটি চায়ের দোকানে বসে সবাইকে খেয়ে শরীর চাঙ্গা করে নিয়ে আমরা যাত্রা শুরু করলাম। মোটামুটি ভোরবেলায় দেখলাম চারিদিকে কুয়াশায় ঘিরে যাচ্ছে তখন আমরা অবশ্য মাগুরায় চলে এসেছি।

1000011862.jpg

1000011861.jpg

1000011860.jpg

শ্রীপুর, মাগুরা।

what3words address.
https://w3w.co/outsize.enhancement.amaze

মাগুরা জেলা পার হয়ে মাগুরা জেলার শ্রীপুর উপজেলার একটা ফাঁকা জায়গায় আমরা আবার একটু বিরতি নিয়েছিলাম। মূলত সেখানে এসেই আমরা সকালে সূর্য উদয় দেখেছি। হালকা শীত আর হালকা কুয়াশা অনেক সকাল আর সকালের আবহাওয়াটাও দারুন এক কথায় লোকেশন অনুযায়ী জায়গাটা সবার কাছে বেশ ভালো লেগেছিল। সেখানে আমরা চার থেকে পাঁচ মিনিট বিরতি নিয়ে নদী পার হয়ে পাংশা উপজেলার নাঙ্গলবাদ ঘাট হয়ে বাসায় ফেরার প্ল্যানিং করছিলাম। মূলত এর আগেও এই পথ দিয়ে বেশ কয়েকবার যাওয়া হয়েছে তাই এই পথটা পুরোপুরি চেনা তাছাড়া সবাই মোটামুটি গুগল ম্যাপ ইউজ করে নড়াইল থেকে রাতের বেলায় রওনা দিয়েছিলাম।

1000011856.jpg

1000011855.jpg

1000011857.jpg

1000011854.jpg

নাঙ্গলবাদ, রাজবাড়ী।

what3words address.
https://w3w.co/swatted.engraving.shall

পরবর্তীতে বাইক ড্রাইভ করে সোজা নাঙ্গলবাদ ঘাটে চলে আসলাম। আমরা বেশ কয়েকজন ছিলাম তাছাড়া বেশ কয়েকটা বাইক ছিল তাই সবগুলো বাইক এক নৌকায় নদী পার হওয়া সম্ভব হয়নি সে ক্ষেত্রে আমি আর বন্ধু রিপন বাইক নিয়ে অপেক্ষা করছিলাম পরবর্তী নৌকার জন্য। গ্রুপের বাকি সবাই নদী পার হয়ে আমাদের জন্য অপেক্ষা করছিল আর পরবর্তী নৌকা আসার পর আমি আর রিপন নদী পার হয়ে তাদের সঙ্গে যুক্ত হই। সকালবেলা সবারই মোটামুটি ক্ষুধা পেয়েছিল তাই আমরা আরিফ ভাইয়ের বাড়ির এলাকায় গিয়ে মোটামুটি একটি হোটেল থেকে খিচুড়ি ভাতের টেস্ট নিয়ে পরবর্তীতে বাসার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম আর আমাদের ভ্রমণ ইতি টেনে ছিলাম।



বন্ধুরা, এটিই ছিল আমার আজকের আয়োজনে, আশাকরি আপনাদের সবার কাছেই ভালো লেগেছে।এই ভ্রমণ কাহিনী পড়ে আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আর আমার ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন 🙏


আমার পরিচয়


20231103_120723-01.jpeg

আমি কাজী রায়হান।আমি একজন ছাত্র। আমি বাংলাদেশে বাস করি। আমি কুষ্টিয়া সরকারি কলেজে লেখাপড়া করছি। আমি ফটোগ্রাফি করতে, গল্প লিখতে ও বাইক নিয়ে ঘুরতে খুবই ভালোবাসি। মনের অনুভূতির ডাকে সাড়া দিয়ে কবিতা লিখতে পছন্দ করি। সেই সাথে যে কোনো নতুন বিষয় সম্পর্কে জানতে পছন্দ করি। আমি ভালোবাসি স্টিমিট প্লাটফর্মে কাজ করতে।



break .png

Banner.png