"বর্ষার গান" (Poem of my writing"Rain songs")||by @kazi-raihan
আমার প্রিয় বন্ধুরা,
আমি@kazi-raihan বাংলাদেশের নাগরিক।
আজ - ৮ই আষাঢ় | ১৪৩২ বঙ্গাব্দ | রবিবার | বর্ষাকাল |
আমি কাজী রায়হান,আমার ইউজার নাম @kazi-raihan।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।
আজকে আবার একটি কবিতা পোস্ট নিয়ে হাজির হয়েছি মূলত এখন বর্ষার মৌসুম সে ক্ষেত্রে বর্ষার মৌসুম নিয়ে একটা কবিতা লিখলে সেটা মন্দ হয় না। তাছাড়া আজ কয়েক দিন যাবত একটানা বৃষ্টি হচ্ছে শুধু আমাদের এলাকায় বৃষ্টি হচ্ছে এমনটা নয় বাংলাদেশের সব জায়গাতেই বৃষ্টি হচ্ছে। একটা না বেশ কয়েকদিন বৃষ্টি হওয়ার পরে আজকে আবহাওয়া টা তুলনামূলক কিছুটা স্বাভাবিক ছিল তবে সারাদিন স্বাভাবিক আবহাওয়া থাকলেও প্রচন্ড গরম ছিল সেই সাথে শেষ বিকেলের বৃষ্টিতে আবহাওয়াটা কিছুটা স্বাভাবিক হয়েছে। তুমি সবশেষে একটা কথাই বর্ষার মৌসুমে বৃষ্টি হবে স্বাভাবিক কখনো একটানা কয়েক দিন ধরে মুষলধারে বৃষ্টি হবে আবার কখনো থেমে থেমে বৃষ্টি হবে। দিনশেষে বৃষ্টি যেমনই হোক আমি বৃষ্টি ভেজা আবহাওয়াটা উপভোগ করার চেষ্টা করি যাইহোক যেহেতু বেশ কয়েকদিন বৃষ্টি ভেজা আবহাওয়া তারপর বর্ষার মৌসুম সেহেতু আবহাওয়া বা বর্তমান পরিপ্রেক্ষিতে এই বর্ষার মৌসুম নিয়ে কবিতা লিখলে মন্দ হয় না তাই তো যেমন চিন্তা তেমন কাজ।
বর্ষার মৌসুম এই মৌসুমের কথা মনে আসলেই প্রথমে আপনার মনে হবে আকাশে মেঘ জমেছে আর আকাশে মেঘ জমলেই একটানা বৃষ্টি হবে সাধারণত বর্ষার মৌসুমে আকাশে মেঘ জমার পর একটানা বৃষ্টির ব্যাপারটা সবার কাছেই স্বাভাবিক। আর হ্যাঁ বৃষ্টি দেখলে ভিজতে চাওয়া এটা বৃদ্ধ থেকে শুরু করে স্বল্পবয়সী সবার কাছেই আবেগ বলা চলে। আবার অনেকেই এই বর্ষার মৌসুমের বৃষ্টিভেজা আবহাওয়াটা তার ছোটবেলার ফেলে আসা অতীতের সাথে তুলনা করে যেটা প্রতিটা মানুষ বারবার ফিরে পেতে চায়। একটানা বৃষ্টিতে গ্রামের ছোটখাটো খাল বিল গুলো যেন আবার পানিতে সাদা হয়ে যায় এটা বর্ষাকালের অন্য তম সৌন্দর্য তবে হ্যাঁ মনে আছে ছোটবেলায় যখন বর্ষাকালে খাল মিলে পানি হতো তখন ব্যাঙের দল সেখানে লাফালাফি করত এই বিষয়টা এখন খুব মিস করি। কারণ অতিরিক্ত ঘনবসতির কারণে খাল বিল গুলো আস্তে আস্তে ভরাট করে ফেলা হচ্ছে আর বর্ষাকালের সেই সৌন্দর্যটাও অনেকটা মিস করছি যাইহোক আর বেশি কথা বলবো না বর্ষাকালের অনুভূতিকে ঘিরে কবিতার ভাষায় কয়েক লাইন প্রকাশ করেছি মাত্র।
আমি যে কবিতাটি লিখেছি সেটা নিচে তুলে ধরেছি এখন আপনারা মন্তব্য করে জানাবেন কবিতাটি কেমন হয়েছে?? আর ভুলত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবে সবাই।
চলুন শুরু করা যাক
বৃষ্টি নামে সারা বেলা।
ছাতা হাতে পথিক হাঁটে,
ছোট্ট নদী গানে গাতে।
সবুজ ঘাসে ধুয়ে যায় ধুলো,
ধানের খেতে জলের ঢলো।
কাক ডাকে, ব্যাঙও ডাকে,
মাটির গন্ধ প্রাণে লাগে।
ছোট্ট খালে ঢেউয়ের হাসি,
তরুণ মনেও খুশির বাসি।
ছোট বাচ্চারা ছুটে চলে,
পলিথিনের নৌকায় তলে।
বর্ষা আসে প্রেমের মতো,
বৃষ্টির স্মৃতি তাই জাগে মনে।
মন খুলে যায়, হৃদয় গায়,
বৃষ্টি ভেজা বর্ষার গান।
বৃষ্টির ফোঁটা জানালায় পড়ে,
স্মৃতির পালক নরম করে।
প্রথম প্রেমের চিঠি ভেজে,
হৃদয়জোড়া হাওয়ায় বেজে।
ধন্যবাদ সবাইকে
আমার পরিচয়
আমি কাজী রায়হান। আমি একজন ছাত্র। আমি বাংলাদেশে বাস করি। আমি কুষ্টিয়া সরকারি কলেজে লেখাপড়া করছি। আমি ফটোগ্রাফি করতে, গল্প লিখতে ও বাইক নিয়ে ঘুরতে খুবই ভালোবাসি। মনের অনুভূতির ডাকে সাড়া দিয়ে কবিতা লিখতে পছন্দ করি। সেই সাথে যে কোনো নতুন বিষয় সম্পর্কে জানতে পছন্দ করি। আমি ভালোবাসি স্টিমিট প্লাটফর্মে কাজ করতে।


250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness

OR
Daily tasks.
Link 🔗
https://x.com/KaziRai39057271/status/1936814437517910080?t=RGDGFCXDWpXMkY7mYyUB-Q&s=19
https://x.com/KaziRai39057271/status/1936814711791895018?t=lmTcMpMXq66DWXMiCOgeAw&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
Wow, @kazi-raihan, what a beautiful and evocative poem! "বর্ষার গান" truly captures the essence of the monsoon season. Your words paint such a vivid picture – from the মেঘের ভেলা in the sky to the ছোট বাচ্চারা playing with পলিথিনের নৌকা. It’s wonderful how you connect the rain with memories and emotions.
I especially appreciate your personal touch in describing your feelings about বর্ষা and how it reminds you of your childhood. This post resonated deeply, and I'm sure many others feel the same way.
Folks, take a moment to read @kazi-raihan's heartfelt poem and share your own বর্ষা memories in the comments. What does the monsoon season mean to you? Let's celebrate the beauty of বাংলা together!
বাহ্ আপনি অনেক সুন্দর কবিতা লিখেন তো দেখছি। আপনার আজকের কবিতাটা অসম্ভব সুন্দর হয়েছে। আর আমার কাছে কবিতাটা পড়তেও খুব ভালো লেগেছে। ছন্দের সাথে ছন্দ মিলিয়ে সুন্দর করে পুরো কবিতাটা শেয়ার করার কারণে অনেক ভালো লেগেছে আমার কাছে। এরকম সুন্দর কবিতা গুলো পড়তে আমি অনেক পছন্দ করি। ধন্যবাদ সুন্দর একটা কবিতা শেয়ার করার জন্য।