"বর্ষার ধারা" (Poem of my writing"Rainy season")||by @kazi-raihan

in আমার বাংলা ব্লগ2 days ago

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@kazi-raihan বাংলাদেশের নাগরিক।

আজ - ২০শে শ্রাবণ | ১৪৩২ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল |


আমি কাজী রায়হান,আমার ইউজার নাম @kazi-raihan।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।


এই প্লাটফর্মে কাজ শুরুর পর থেকেই একটা নির্দিষ্ট ধারাবাহিকতায় কাজ করার চেষ্টা করছি। তাছাড়া অনেক আগে থেকেই এডমিন হাফিজুল্লাহ ভাই ইউজারদের উদ্দেশ্য করে বলতেন সপ্তাহে যদি ভিন্ন দিনে ভিন্ন ধরনের পোস্ট শেয়ার করা যায় সে ক্ষেত্রে পোষ্টের কোয়ালিটি ঠিক থাকে। তাছাড়া যারা পোস্টগুলো ভিজিট করে তারা কখনো ফটোগ্রাফি আবার কখনো কবিতা আবার কখনো ছোট গল্প বা জীবনের গল্প পড়তে গেলে তাদের কাছেও ভালো লাগে এক কথায় একই জিনিস একটানা বারবার দেখতে যেমন ভাল লাগে না তেমনি পোস্ট এর ক্ষেত্রেও যদি ভিন্নতা নিয়ে পোস্ট শেয়ার করা যায় সে ক্ষেত্রে কোয়ালিটি অনেকটাই ভালো থাকে। তাছাড়া আমার মনে হয় পোস্ট লেখার ক্ষেত্রেও যদি ভিন্ন ধরনের টপিক রাখা যায় সে ক্ষেত্রে লেখার ক্ষেত্রেও আলাদা একটা মজা পাওয়া যায়। মূলত আমি প্রতি সপ্তাহে একটি কবিতা শেয়ার করার চেষ্টা করি আর এই ভিন্নতা যেন ধরে রাখতে পারি সেটাকে কেন্দ্র করেই আজকের এই কথাগুলো উল্লেখ করলাম।


কবিতা সম্পর্কে আমার অনুভূতি

শুধু আমাদের এলাকায় নয় সারা বাংলাদেশেই একটা বৃষ্টি হচ্ছে। রাত দিন সব সময় একটানা বৃষ্টি আর এমন পরিস্থিতিতে ঘরবন্দী থাকা ছাড়া দ্বিতীয় আর কিছু করণীয় থাকে না। স্বাভাবিকভাবেই বৃষ্টির দিনে কিন্তু কবিতা লিখতে বেশ ভালো লাগে এটা হয়তোবা শুধু আমার ক্ষেত্রে নয় প্রতিটা মানুষের ক্ষেত্রেই বিষয়টা মিলে যায়। চিন্তা করুন আপনি এমন আবহাওয়া কবিতা লিখছেন তাহলে প্রথমেই বর্ষা নিয়ে লিখতে ইচ্ছে করবে তবে হ্যাঁ স্থান-কাল পাত্র ভেদে বিষয়টা ভিন্ন হতে পারে। এমন আবহাওয়ায় প্রিয় মানুষ কাছে থাকলে সে ক্ষেত্রে ফিলিংসটা ভিন্ন হতে পারে যাইহোক সেই প্রসঙ্গে আর কথা না বলি আমি সিঙ্গেল মানুষ ভাই। চারিপাশে সাপেক্ষে বৃষ্টির শব্দে মনের মধ্যে নানান রকম অনুভূতি জাগ্রত হয়। প্রকৃতি কেন্দ্রিক কিছু বাস্তব অনুভূতি যেটা প্রতিটা মানুষের মনে জাগ্রত হয় সে রকম কয়েকটা লাইন শুধুমাত্র কবিতার ভাষায় তুলে ধরার চেষ্টা করেছি।

আমি যে কবিতাটি লিখেছি সেটা নিচে তুলে ধরেছি এখন আপনারা মন্তব্য করে জানাবেন কবিতাটি কেমন হয়েছে?? আর ভুলত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবে সবাই।


চলুন শুরু করা যাক


1000011783.png

Canva দিয়ে তৈরি

কবিতা

কবিতার নামঃ-"বর্ষার ধারা"

নিভৃতে নেমে এলে বৃষ্টি ভেজা ধারা,
মেঘে ঢাকা আকাশে গায় নীরব সারা।
সবুজ পাতায় ঝরে তার মৃদু শব্দরাশি
ভেজা মাটির গন্ধে জাগে প্রাণের আশা।
টিনের চালে বাজে রাগিণী বৃষ্টির
ঝিকিমিকি জলে খেলে শিশির আঙুলের ছবি।
পুকুরে ঢেউ তুলে কাঁদে পুরনো পথ
মাটির টানে কেঁদে ওঠে হৃদয় রাখে শপথ
ধানক্ষেতে বাজে তান মেঘের মৃদু বাঁশি
পাখির ডাকে মিশে যায় জলের মিঠে হাসি।
আবার জীবন খোঁজে দিগন্তের ছায়া
বর্ষার ধারা যেন আশারই মায়া।
আয় বর্ষা আয় তুই প্রাণে দে উল্লাস
তোর ধারায় ধুয়ে যাক ক্লান্তি গ্লানি হাহাকার।
তুই যে কবির কলমে নাম লেখানো ছায়া
প্রেম প্রকৃতি প্রাণে তুই ছন্দের মায়া।
নিশি জেগে শোনে পথিক বৃষ্টির গোপন গান
অন্ধকারে টুপটাপে জাগে স্মৃতির জ্বালাপোড়ান।
চোখের কোণে স্বপ্ন নামে ধুয়ে যায় সব ব্যথা
বর্ষার ধারা বয়ে আনে নিঃশব্দ প্রার্থনা।

ধন্যবাদ সবাইকে



আমার পরিচয়


20230226135443_IMG_2201-01.jpeg

আমি কাজী রায়হান। আমি একজন ছাত্র। আমি বাংলাদেশে বাস করি। আমি কুষ্টিয়া সরকারি কলেজে লেখাপড়া করছি। আমি ফটোগ্রাফি করতে, গল্প লিখতে ও বাইক নিয়ে ঘুরতে খুবই ভালোবাসি। মনের অনুভূতির ডাকে সাড়া দিয়ে কবিতা লিখতে পছন্দ করি। সেই সাথে যে কোনো নতুন বিষয় সম্পর্কে জানতে পছন্দ করি। আমি ভালোবাসি স্টিমিট প্লাটফর্মে কাজ করতে।



Y2TyqY1SUSMFB8YtmVQ.png

E8fRY4dhuR5sTLZsFHQGy2Dnv1izoNa9kDDwNf6SWjwUiExjDZXA9b63NAwrwLXd8Ct7t1ZtdVLLXWaLZw5onyjbiCRPr6s2tz1kz75iSS...xFU9EXxXdabqMHBsc9mJ817a2SuVogJxMBkzsHNyMz11NQwmvwuEWHWA5F82zgRf2rtHDE85bAj4sRhY9U82BY2NqNXEu8caQc9HGJHwF7D2FoRAiQKCNDCinS (1).png

💗💗💗

standard_Discord_Zip.gif

🔥আমার বাংলা ব্লগ 🔥

standard_Discord_Zip.gif

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Congratulations!

Your post has been manually upvoted by the SteemPro team! 🚀

upvoted.png

This is an automated message.

💪 Let's strengthen the Steem ecosystem together!

🟩 Vote for witness faisalamin

https://steemitwallet.com/~witnesses
https://www.steempro.com/witnesses#faisalamin