"প্রেমছোঁয়া" (Poem of my writing"Touched by love")||by @kazi-raihan

in আমার বাংলা ব্লগ17 hours ago

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@kazi-raihan বাংলাদেশের নাগরিক।

আজ - ১২ই শ্রাবণ | ১৪৩২ বঙ্গাব্দ | রবিবার | বর্ষাকাল |


আমি কাজী রায়হান,আমার ইউজার নাম @kazi-raihan।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।


অনেকদিন রোমান্টিক কবিতা লেখা হয় না তাই হঠাৎ চিন্তা করলাম প্রতি সপ্তাহে যেহেতু কবিতা শেয়ার করি তাই সেই ধারাবাহিকতায় এই সপ্তাহে একটা রোমান্টিক কবিতা শেয়ার করব। রোমান্টিক কবিতার কথা চিন্তা করলে প্রথমেই শখের নারীর কথা মনে পড়বে। স্বাভাবিকভাবেই প্রতিটা ছেলে কোন না কোন মেয়ের প্রতি আলাদাভাবে আকৃষ্ট থাকে। বেশিরভাগ ক্ষেত্রে ছেলে হোক বা মেয়ে হোক প্রথম যার সাথে প্রেমের সম্পর্কে জড়ায় তার সাথে কাটানো মুহূর্তগুলো তার কথাগুলো স্মরণীয় হয়ে থাকে। আসলে এটাই বাস্তব শুধু আমার আপনার ক্ষেত্রে নয় প্রতিটা মানুষের ক্ষেত্রেই এরকম হওয়াটা স্বাভাবিক। এরকম কিছু অনুভূতি যদি কবিতার ভাষায় প্রকাশ করা যায় তাহলে যেন সেই অতৃপ্তি চাওয়াটা কিছুটা হলেও পূর্ণ হয়।


কবিতা সম্পর্কে আমার অনুভূতি

চাঁদনী রাত বলেন বা নদীর পাড়ের প্রকৃত অপরূপ সৌন্দর্য বলেন সেখানে যদি আপনি আপনার সেই প্রিয় মানুষটাকে কাছে পেয়ে যান সে ক্ষেত্রে যেন পুরোটা প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারবেন। সেই মানুষটার হাত ধরে মনে লুকিয়ে থাকা সব গল্প শেয়ার করতে পারবেন। তাকে নিয়ে মনের মধ্যে বিন্দু বিন্দু স্বপ্নগুলো প্রকাশ করতে পারবেন। প্রতিটা মানুষ কিন্তু একটা স্বপ্ন নিয়ে বেঁচে থাকে এরকম অবস্থায় আপনি চাইলে আপনার প্রিয় মানুষের হাত ধরে আপনার আগামী দিনের স্বপ্নটা প্রকাশ করতে পারবেন। আর হ্যাঁ এই সবগুলো স্বপ্ন ভালোবাসার মাধ্যমে পরিপূর্ণ হবে তখনই যখন আপনার সেই প্রিয় মানুষটা আপনাকে পরিপূর্ণ সাপোর্ট দিবে। আপনার নিজের মনের কাছে আলাদা একটা কনফিডেন্স কাজ করবে। স্বাভাবিকভাবেই প্রিয় মানুষগুলো যদি যেকোনো কাজের ক্ষেত্রে সাপোর্ট দেয় সেক্ষেত্রে নিজের কনফিডেন্স বৃদ্ধি পায় সেই আঙ্গিকে এই কথাটা উল্লেখ করলাম। যাই হোক সব মিলিয়ে কবিতার ভাষায় কয়েক লাইন প্রকাশ করেছি মাত্র।

আমি যে কবিতাটি লিখেছি সেটা নিচে তুলে ধরেছি এখন আপনারা মন্তব্য করে জানাবেন কবিতাটি কেমন হয়েছে?? আর ভুলত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবে সবাই।


চলুন শুরু করা যাক


1000011486.png

Canva দিয়ে তৈরি

কবিতা

কবিতার নামঃ-"প্রেমছোঁয়া"

তুমি যখন হাত রাখো হাতে,
ভালোবাসা ঝরে নীরব রাতে।
শব্দহীন সেই আলতো ছোঁয়া,
জ্বালায় হৃদয়ে চিরন্তন ধোঁয়া।
চোখের কোণে স্বপ্ন জেগে উঠে,
তোমার হাসি যেন চাঁদের ফুঁটে।
পলকে পলকে প্রেমের তরঙ্গ,
মন বলে ওঠে তুমিই অনন্ত সংজ্ঞা।
তোমার স্পর্শে বদলায় হাওয়া,
রঙিন হয়ে যায় নির্জন ছায়া।
হৃদয়ের কাঁপন ঠোঁটের ভাষা,
সব বলে দেয় তুমিই ভালোবাসা।
দূরে থাকো বা কাছে আসো,
তবুও তুমি হৃদয়ের আলো।
এই প্রেমছোঁয়া চিরকাল থাক,
তোমার নামেই জীবন আঁক।
তোমার নামেই ভেজে চোখের পাতা,
স্বপ্ন বলে সে তো তোরই কথা।
নিঃশ্বাসে তুমি আকাশে তুমি,
ভালোবাসার সবটুকু রঙেই গাঁথা তুমি।

ধন্যবাদ সবাইকে



আমার পরিচয়


20230226135443_IMG_2201-01.jpeg

আমি কাজী রায়হান। আমি একজন ছাত্র। আমি বাংলাদেশে বাস করি। আমি কুষ্টিয়া সরকারি কলেজে লেখাপড়া করছি। আমি ফটোগ্রাফি করতে, গল্প লিখতে ও বাইক নিয়ে ঘুরতে খুবই ভালোবাসি। মনের অনুভূতির ডাকে সাড়া দিয়ে কবিতা লিখতে পছন্দ করি। সেই সাথে যে কোনো নতুন বিষয় সম্পর্কে জানতে পছন্দ করি। আমি ভালোবাসি স্টিমিট প্লাটফর্মে কাজ করতে।



Y2TyqY1SUSMFB8YtmVQ.png

E8fRY4dhuR5sTLZsFHQGy2Dnv1izoNa9kDDwNf6SWjwUiExjDZXA9b63NAwrwLXd8Ct7t1ZtdVLLXWaLZw5onyjbiCRPr6s2tz1kz75iSS...xFU9EXxXdabqMHBsc9mJ817a2SuVogJxMBkzsHNyMz11NQwmvwuEWHWA5F82zgRf2rtHDE85bAj4sRhY9U82BY2NqNXEu8caQc9HGJHwF7D2FoRAiQKCNDCinS (1).png

💗💗💗

standard_Discord_Zip.gif

🔥আমার বাংলা ব্লগ 🔥

standard_Discord_Zip.gif