"জীবনের চাওয়া" (Poem of my writing"Wants of life")||by @kazi-raihan

in আমার বাংলা ব্লগ15 days ago

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@kazi-raihan বাংলাদেশের নাগরিক।

আজ - ৭ই আশ্বিন | ১৪৩২ বঙ্গাব্দ | সোমবার | শরৎ-কাল |


আমি কাজী রায়হান,আমার ইউজার নাম @kazi-raihan।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।


কালকে সারাদিন প্রচন্ড গরম ছিল তবে আজকের আবহাওয়াটা ভিন্ন রকম আজকে সন্ধ্যার সময় বেশ ঠান্ডা আবহাওয়া অনুভব করেছি আশ্বিন মাসে সাধারণত শীতের একটা আমেজ পাওয়া যাবে যেমনটা শুরু হয়েছে। তবে আবহাওয়া যেমনই হোক আর মনের অবস্থা যেমনই থাকুক কমিউনিটিতে কাজের ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টা করি তাইতো প্রতি সপ্তাহের কবিতা পোস্ট শেয়ার করার ধারাবাহিকতা ধরে রাখতে আজকে কবিতা নিয়ে হাজির হয়েছি সেগুলোর তুলনায় আজকের এই কবিতার টপিকটা পুরোপুরি ভিন্ন। একটা মানুষের মনের চাওয়া বা জীবনের কিছু চাওয়া পাওয়া থাকে সেগুলো বিভিন্নভাবে প্রকাশ করে আমি সে রকম কিছু টপিক বা কথাবার্তা কবিতার ভাষায় তুলে ধরার মাধ্যমে আজকের কবিতা শেয়ার করার চিন্তা ভাবনা করেছিলাম।


কবিতা সম্পর্কে আমার অনুভূতি

একজন মানুষের মনের কথা বা লুকিয়ে থাকা অনুভূতিগুলো সংক্ষিপ্তভাবে কবিতার ভাষায় প্রকাশ করা যায় অর্থাৎ সেটা হয় সেই মানুষের জীবনের অংশের একটা সারমর্ম বলা চলে। যদি কবিতার ভাষায় আপনি আপনার জীবনের চাওয়া তুলে ধরতে চান সে ক্ষেত্রে জীবন যুদ্ধের সঙ্গে লড়াই করে নিজের জীবনটাকে কিভাবে পরিচালনা করেছেন তার সংক্ষিপ্ত রূপ কবিতার ভাষায় লিখতে চাইবেন। স্বাভাবিকভাবেই একজন মানুষের জীবনে কঠিন সময় সহজ সময় সফলতা ব্যর্থতা প্রতিটা মুহূর্ত স্মরণীয় থাকে যদি নিজের জীবনকে নিয়ে লিখতে চান তাহলে এই টপিকগুলো অবশ্যই ফুটিয়ে তোলা উচিত যাই হোক আমি আজকের এই কবিতায় বিস্তারিত সবকিছুই সংক্ষেপে তুলে ধরেছি যদি এই লাইনগুলো বিশ্লেষণ করেন সে ক্ষেত্রে অনেক আক্ষেপ সফলতা, জীবন যুদ্ধ খুঁজে পাবেন।

আমি যে কবিতাটি লিখেছি সেটা নিচে তুলে ধরেছি এখন আপনারা মন্তব্য করে জানাবেন কবিতাটি কেমন হয়েছে?? আর ভুলত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবে সবাই।


চলুন শুরু করা যাক


1000015410.png

Canva দিয়ে তৈরি

কবিতা

কবিতার নামঃ-"জীবনের চাওয়া"

জীবনের চাওয়া এক অনন্ত স্রোত
কখনো শান্ত কখনো ঝড়ের মতো
হৃদয়ের ভেতর লুকানো আশা
স্বপ্নগুলো মিলে গড়ে নতুন ভাষা।
কেউ চায় সুখ কেউ চায় খ্যাতি
কেউ খোঁজে ভালোবাসা অনন্ত প্রীতি
চাওয়ার ভেলায় ভাসে প্রতিদিন
মনের ক্যানভাসে আঁকে রঙিন বিন্দুদিন।
চাওয়া মানেই থেমে থাকা নয়
এটা পথ চলার আনন্দময় প্রয়াস
হাসি কান্নায় গড়া এ জীবন
চাওয়াই শেখায় বাঁচার অনুপ্রেরণ।
কখনো অপূর্ণতাই দেয় শিক্ষা
কখনো পূর্ণতা আনে আলোকরেখা
চাওয়া না থাকলে জীবন ফাঁকা
স্বপ্নহীন দিন কেবলই শূন্যতা ঢাকা।
জীবনের চাওয়া তাই অফুরন্ত
এটা দিয়েই আমরা হই অনন্য
ভালোবাসা স্বপ্ন আশা প্রেরণা
সব মিলে চাওয়াই জীবনের মানে।

ধন্যবাদ সবাইকে



আমার পরিচয়


20230226135443_IMG_2201-01.jpeg

আমি কাজী রায়হান। আমি একজন ছাত্র। আমি বাংলাদেশে বাস করি। আমি কুষ্টিয়া সরকারি কলেজে লেখাপড়া করছি। আমি ফটোগ্রাফি করতে, গল্প লিখতে ও বাইক নিয়ে ঘুরতে খুবই ভালোবাসি। মনের অনুভূতির ডাকে সাড়া দিয়ে কবিতা লিখতে পছন্দ করি। সেই সাথে যে কোনো নতুন বিষয় সম্পর্কে জানতে পছন্দ করি। আমি ভালোবাসি স্টিমিট প্লাটফর্মে কাজ করতে।



Y2TyqY1SUSMFB8YtmVQ.png

E8fRY4dhuR5sTLZsFHQGy2Dnv1izoNa9kDDwNf6SWjwUiExjDZXA9b63NAwrwLXd8Ct7t1ZtdVLLXWaLZw5onyjbiCRPr6s2tz1kz75iSS...xFU9EXxXdabqMHBsc9mJ817a2SuVogJxMBkzsHNyMz11NQwmvwuEWHWA5F82zgRf2rtHDE85bAj4sRhY9U82BY2NqNXEu8caQc9HGJHwF7D2FoRAiQKCNDCinS (1).png

💗💗💗

standard_Discord_Zip.gif

🔥আমার বাংলা ব্লগ 🔥

standard_Discord_Zip.gif

Sort:  
 14 days ago 

খুবই চমৎকার ভাবে আজকের কবিতাটা লিখেছেন। এরকম কবিতা গুলো লিখতে এবং পড়তে অনেক বেশি ভালোবাসি। এই ধরনের সুন্দর সুন্দর টপিক গুলো নিয়ে কবিতা লেখা হলে অনেক দারুন হয়। আপনার লেখা এই কবিতাটা যতই পড়ছিলাম খুব ভালো লাগছিল। আশা করি সব সময় সুন্দর সুন্দর কবিতা লিখে শেয়ার করবেন।

 14 days ago 

আজকে আপনি ভালো লাগার মত চমৎকার একটি কবিতা লিখেছেন।জীবনের চাওয়া কবিতাটি পড়ে কিন্তু অনেক ভালো লাগলো। মানুষের জীবনে সফলতা ব্যর্থতা থাকে। আর আপনি সুন্দর অনুভূতি দিয়ে কবিতাটি লিখে শেয়ার করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 13 days ago 

জীবনের চাওয়া নিয়ে এত চমৎকার একটি কবিতা শেয়ার করেছেন যা পড়ে অনেক বেশি ভালো লাগছে৷ যেভাবে আপনি আজকের এই সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন তার মধ্যে আপনি লাইনের সামজ্ঞস্যতা যেভাবে খুব সুন্দর ভাবে বজায় রেখেছেন৷ তার পাশাপাশি এখানে আপনার কাছ থেকে এত চমৎকার একটি কবিতা পড়ে অনেক বেশি ভালো লাগলো৷