DIY- ক্লে দিয়ে হাঁস তৈরি||
আসসালামু আলাইকুম
আমি একজন বাংলাদেশী। আমার স্টিমিট আইডির নাম @maria47 আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি ক্রাফট শেয়ার করতে যাচ্ছি। আপনারা সবাই কেমন আছেন।আশা করি সকলে ভালো আছেন।আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি ডাই শেয়ার করতে যাচ্ছি। আজকে সকলের মাঝে ক্লে দিয়ে হাঁস তৈরি করেছি।সেটাই আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। আশা করি সকলের কাছে ভালো লাগবে।
ক্লে দিয়ে হাঁস তৈরি
ক্লে দিয়ে কিছু তৈরি করা খুব একটা সহজ নয়। তবুও ভিন্ন কিছু তৈরি করতে খুবই ভালো লাগে।কারণ ভিন্ন কিছু তৈরি করার মাধ্যমে অনেক অভিজ্ঞতা অর্জন করা যায়।ক্লে দিয়ে কোনো কিছু বানাতে খুবই ভালো লাগে।বেশ মজার ছলে ক্লে দিয়ে জিনিস তৈরি করা যায়।চলুন এবার দেখে নেওয়া যাক কিভাবে আমি ক্লে দিয়ে হাঁস তৈরি তৈরি করেছি।
প্রয়োজনীয় উপকরণ:
১. ক্লে।

ক্লে দিয়ে হাঁস তৈরির ধাপ সমূহ:
ধাপ-১

প্রথমে নীল রঙের কিছুটা ক্লে নিব।
ধাপ-২

এরপর লম্বা শেফ দিয়ে নিব।
ধাপ-৩

এরপর কিছুটা হাঁসের।মতো শেফ দিয়ে পেঁচিয়ে নিব।
ধাপ-৪

এরপর ক্লে দিয়ে হাঁসের চোখ তৈরি করে নিব।
ধাপ-৫

এরপর হাঁসের চোখ আলতো হাতে বসিয়ে নিব।
ধাপ-৬


এরপর হাঁসের ঠোঁট তৈরি করে সুন্দরভাবে বসিয়ে নিব।
শেষ ধাপ

একই ভাবে আরো একটি হাঁস তৈরি করে নিব।তাহলে আমার ক্লে দিয়ে হাঁস তৈরি সম্পূর্ণ হবে।
উপস্থাপনা:

ক্লে দিয়ে হাঁস তৈরি সম্পূর্ণ হয়ে গেলে সকলের মাঝে উপস্থাপনার জন্য প্রস্তুত করে নিয়েছি।আমার খুবই ভালো লাগছে এই হাঁস গুলো তৈরি করতে পেরে।আমি খুবই আনন্দিত এটি তৈরি করতে পেরে।আশা করি আমার তৈরি করা ডাইটি সকলের কাছে ভালো লাগবে।
আমি মারিয়া মুক্তি। আমার স্টিমিট আইডির নাম @maria47। আমি রান্না করতে ভালোবাসি। নতুন নতুন রেসিপি তৈরি করতে আমার ভালো লাগে। আমি ঘুরতে যেতে অনেক পছন্দ করি। এছাড়াও ছবি তুলতে আমার ভীষণ ভালো লাগে। কোন ভিন্ন ধরনের কিছু দেখলেই আমি সেটির ছবি তুলে রাখি। নিত্য নতুন জিনিস বানাতেও ভীষণ ভালো লাগে।
ডেইলি টাস্ক:
https://x.com/Maria182143171/status/1976941533061672997?t=3YantBqKu8nK_Nef_bpkhg&s=19
https://x.com/Maria182143171/status/1976941820463792326?t=DZDILfDQ2omtK-LUrnrDSQ&s=19
https://x.com/Maria182143171/status/1976942108868321698?t=9X6QcJF60pC3jVsx1snvyg&s=19
https://x.com/Maria182143171/status/1976942366851510761?t=k9Uw1t6CAv8WvIb6kev7Ig&s=19
https://x.com/Maria182143171/status/1976942784746864780?t=yJb31OTdcqyYQzSuKt0zcg&s=19
https://x.com/Maria182143171/status/1976943676766224547?t=7IF9dVIvsD2Fuxvhkwpcqw&s=19
https://x.com/Maria182143171/status/1976950105413706172?t=_62w-FT2eBWBmmXXf_FiZw&s=19
ক্লে দিয়ে কোন কিছু তৈরি করতে এবং দেখতে আমার কাছে বেশ ভালই লাগে। ক্লে ব্যবহার করে দুটি হাঁস তৈরি করেছেন। গুলো দেখতে খুব কিউট লাগছে। বিশেষ করে ছোট হাঁস টি দেখতে বেশি সুন্দর লাগছে। এগুলো তৈরি করে ছোট বাচ্চাদেরকে দিলে তারা খুবই খুশি হয়। দেখে ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।