একদিন সবকিছুই থেমে যাবে, কিন্তু স্মৃতিগুলো বেঁচে থাকবে ।
আজ- ৫ঠা ভাদ্র বঙ্গাব্দ, শরৎকাল
আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।
জীবন এক অদ্ভুত যাত্রা। আমরা জন্মাই, বেড়ে উঠি, স্বপ্ন দেখি, ভালোবাসি, কষ্ট পাই, আবার হারিয়ে যাই। প্রতিটি মুহূর্ত যেন সময়ের গায়ে লেখা একেকটি গল্প। অথচ আমরা ভুলে যাই, একদিন সবকিছুই থেমে যাবে। আমাদের দৌড়ঝাঁপ, আমাদের প্রতিদিনের ব্যস্ততা, আমাদের অজস্র স্বপ্ন—সবকিছু একদিন শেষ হয়ে যাবে। থাকবে না আমাদের পদচারণা, থাকবে না আমাদের উচ্চস্বরে বলা কথা। কিন্তু তবুও কিছু একটা থেকে যাবে। সেটাই হলো স্মৃতি।
স্মৃতি আসলে মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। আমরা যত বড়ই হই না কেন, যত সাফল্যই অর্জন করি না কেন, একসময় সবকিছু ফিকে হয়ে যায়। আমাদের অর্জনের কাগজ, আমাদের পদবী, আমাদের টাকার পাহাড়—এসব কেউ মনে রাখে না। কিন্তু যে মানুষ আমরা ছিলাম, যেভাবে আমরা অন্যের জীবনে জায়গা করে নিয়েছি, যেভাবে ভালোবাসা বা কষ্ট দিয়ে গেছি—সেটাই চিরকাল রয়ে যায় অন্যের মনে।
একটি হাসি অনেক সময় মানুষের মনে এত গভীর ছাপ ফেলে যে, সে ভুলতে পারে না। আবার একটি কড়া কথা কাউকে সারাজীবন কষ্টে রাখতেও পারে। আমরা হয়তো ভাবি, আমাদের প্রতিটি কাজই ছোট্ট একটা ব্যাপার, কিন্তু সত্যি হলো এই ছোট কাজগুলিই অন্যের কাছে বিশাল স্মৃতিতে পরিণত হয়।
আমাদের চারপাশে তাকালেই দেখি, কত মানুষ আমাদের জীবনের অংশ হয়ে আসে আবার হারিয়ে যায়। কেউ বন্ধু হয়ে আসে, কেউ ভালোবাসা হয়ে আসে, কেউ পথচলার সহযাত্রী হয়ে আসে। কিন্তু সময়ের নিয়মে তারা একসময় দূরে চলে যায়। তাদের উপস্থিতি থেমে যায়, কিন্তু তাদের স্মৃতি আমাদের ভেতরে থেকে যায়। হয়তো কোনো গান শুনলে কারো কথা মনে পড়ে যায়, কোনো রাস্তা দিয়ে হাঁটলে কারো স্মৃতি চোখের সামনে ভেসে ওঠে, কিংবা কোনো কথায় পুরোনো দিনের কষ্ট আবার জীবন্ত হয়ে ওঠে।
এমনকি যারা চিরদিনের জন্য চলে গেছে, তারাও থেকে যায় আমাদের মনে। আমরা যখন তাদের স্মরণ করি, তখন বুঝি আসলে মানুষ মারা গেলেও তার স্মৃতি কখনো মরে না। একসময় হয়তো আমাদের ছবিগুলো অ্যালবামের ভেতরে পুরোনো হয়ে যাবে, আমাদের লেখা চিঠি ধুলো জমবে, আমাদের ব্যবহৃত জিনিসপত্র সময়ের সঙ্গে হারিয়ে যাবে। কিন্তু যারা আমাদের চিনত, তারা আমাদের নিয়ে গল্প করবে, আমাদের নাম শুনে স্মৃতিতে ডুবে যাবে।
তাহলে প্রশ্ন আসে—আমরা আসলে কেমন স্মৃতি রেখে যেতে চাই? ভালো স্মৃতি নাকি খারাপ স্মৃতি? কেউ হয়তো আমাদের নাম শুনলে বলবে, “সে ছিল দারুণ একজন মানুষ, সবার পাশে থাকত।” আবার কেউ হয়তো বলবে, “সে শুধু কষ্ট দিয়ে গেছে।” আমরা নিজেরাই ঠিক করি, আমাদের পর মানুষ আমাদের কীভাবে মনে রাখবে।
তাই জীবনের প্রতিটি দিন বাঁচা উচিত এমনভাবে, যাতে আমরা অন্যের মনে ভালো স্মৃতি রেখে যেতে পারি। হয়তো আমরা বড় কিছু করতে পারব না, কিন্তু ছোট্ট একটি কাজও কারো জীবনে আলো জ্বালাতে পারে। যেমন, কারো দুঃখের সময় তার কাঁধে হাত রাখা, কারো অভাবের সময় সামান্য সাহায্য করা, কিংবা শুধু একটি আন্তরিক হাসিই হতে পারে তার কাছে সবচেয়ে বড় উপহার।
একদিন আমরা সবাই চলে যাব, এটাই বাস্তবতা। কিন্তু আমরা যদি এমনভাবে বাঁচি, যাতে আমাদের অনুপস্থিতিতেও আমাদের কথা কেউ ভুলতে না পারে, তবে সেটাই হবে আসল অর্জন। কারণ মানুষ চলে যায়, কিন্তু স্মৃতি থেকে যায়।
জীবন থেমে গেলে আমাদের পদক্ষেপ হয়তো থেমে যাবে, কিন্তু আমাদের সৃষ্টি, আমাদের ভালোবাসা, আমাদের মানবিকতা চিরকাল বেঁচে থাকবে। ইতিহাসও তাই বলে—মানুষ মরলেও তার কাজ বেঁচে থাকে। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম বা সত্যজিৎ রায়ের মতো মহান মানুষরা নেই, কিন্তু তাদের সৃষ্টি আজো আমাদের জীবনের অংশ। তারা তাদের কাজের ভেতর দিয়ে চিরকাল বেঁচে আছেন।
আমাদের হয়তো এত বড় নাম হবে না, কিন্তু আমরা আমাদের পরিবার, বন্ধু বা সমাজের কাছে ছোট্ট একজন মানুষ হিসেবে ভালো স্মৃতি রেখে যেতে পারি। আমাদের সততা, আমাদের ভালোবাসা, আমাদের সহমর্মিতা একদিন আমাদের হয়ে বেঁচে থাকবে।
সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।


250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

VOTE @bangla.witness as witness

OR
একেবারে যথার্থ বলেছেন ভাই। আর সেজন্য আমাদের উচিত সবসময় ভালো ভালো কাজ করা এবং মানুষের উপকার করা। তাহলে আমরা মারা গেলেও,মানুষের স্মৃতিতে আজীবন বেঁচে থাকবো। এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।