আমার স্বপ্ন, আমার নিজের একটি ই-কমার্স ।
আজ- ১৬ ই শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ, বর্ষাকাল ।
আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।
সবাই জীবনে কিছু না কিছু হতে চায়। কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ শিক্ষক, কেউ শিল্পী। আমি? আমি সবসময় ভাবি — একদিন আমার নিজের একটি ই-কমার্স হবে। এমন একটি অনলাইন দোকান, যেখানে আমি আমার নিজের পণ্য বিক্রি করব, আমার নিজের নিয়মে চলব, আমার মতো করে সেবা দেব।
ছোটবেলা থেকেই আমার মধ্যে একটা ব্যবসায়ী মনোভাব ছিল। স্কুলে পড়ার সময় বন্ধুরা যখন টিফিন খেত, আমি ভাবতাম কিভাবে এক টাকা দিয়ে দুই টাকা আয় করা যায়। তখন কিছু বুঝতাম না, শুধু মনে হতো—নিজের কিছু একটা থাকলে কেমন হতো!
আজ সময় বদলেছে। এখন প্রযুক্তির যুগ। ফেসবুক, ইনস্টাগ্রাম, ওয়েবসাইট—সবকিছুই এখন হাতের মুঠোয়। এই সময়টা এমন, যখন ঘরে বসে পুরো দুনিয়ার কাছে পৌঁছানো যায়। আর তাই আমি বিশ্বাস করি, আমার এই স্বপ্নটা আর শুধু কল্পনা নয়—এটা বাস্তব হবার পথে।
আমি স্বপ্ন দেখি—
আমার ব্র্যান্ড থাকবে, আমার লোগো থাকবে।
প্যাকেজিং হবে নিজের ডিজাইনে, যাতে মানুষ বুঝে—এটা শুধু একটা পণ্য নয়, এটা ভালোবাসা দিয়ে তৈরি।
কাস্টমার সাপোর্ট থাকবে, যেখানে মানুষ শুধু পণ্যই নয়, আন্তরিকতা পাবে।
আমার ওয়েবসাইটে যখন কেউ ঢুকবে, তারা বুঝবে—এই ই-কমার্সটা অন্যরকম, এইখানে একজন মানুষের স্বপ্ন বেঁচে আছে।
অনেকেই বলে—"সবাই তো ই-কমার্স করছে, তুই নতুন কী করবি?"
আমার উত্তর সোজা—"আমি করব আমার মতো করে। ভালোবাসা দিয়ে, সৎ পথে, ধৈর্য নিয়ে।"
ব্যবসা শুধু লাভের জন্য নয়, বিশ্বাসের জন্যও।
হ্যাঁ, আমি জানি এটা সহজ না। সামনে অনেক বাধা আসবে—প্রথম দিকে অর্ডার কম আসবে, অনেকে বিশ্বাস করবে না, হয়তো লোকসান হবে। কিন্তু আমি হার মানব না। কারণ আমি জানি, যেকোনো বড় কিছু শুরু হয় ছোট থেকেই।
আমার ই-কমার্সে আমি এমন পণ্য রাখতে চাই যা মানুষের কাজে লাগে, প্রয়োজন মেটায়, ভালোবাসা ছড়িয়ে দেয়। হতে পারে সেটা হস্তশিল্প, হতে পারে ঘরের পণ্য, হতে পারে কোনো ঘরোয়া খাবার—কিন্তু সবকিছুতেই থাকবে আমার স্পর্শ, আমার আন্তরিকতা।
আমি চাই, একদিন আমার ই-কমার্সের নাম দেশের সীমানা পেরিয়ে বিদেশেও ছড়িয়ে পড়ুক। আমি চাই আমার মতো আরও অনেক তরুণ তরুণী সাহস পাক, অনুপ্রেরণা পাক। বুঝুক—স্বপ্ন দেখা অপরাধ নয়, বরং সেটা বাস্তবে রূপ দেওয়া-ই জীবনের আসল সার্থকতা।
এই পোস্টটা শুধুই একটা শেয়ার নয়। এটা আমার মনের কথা, আমার ভেতরের আগুনের কথা। আজ না হয় কিছুই নেই, কিন্তু একদিন থাকবে।
একদিন আমি গর্ব করে বলতে পারব—"হ্যাঁ, এটা আমার নিজের তৈরি ই-কমার্স।"
যারা এই লেখা পড়ছেন, আপনারাও যদি এমন কোনো স্বপ্ন দেখেন, বিশ্বাস রাখুন নিজের ওপর। ধৈর্য ধরুন, শেখার চেষ্টা করুন, শুরুটা ছোট হলেও চলতে থাকুন। কারণ সত্যিই—"স্বপ্ন তখনই সফল হয়, যখন আমরা হাল না ছেড়ে লেগে থাকি।"
আমি আমার স্বপ্ন নিয়ে এগোচ্ছি।
আপনার দোয়া, ভালোবাসা আর উৎসাহ চাই।
This post has been upvoted by @italygame witness curation trail
If you like our work and want to support us, please consider to approve our witness
Come and visit Italy Community
স্বপ্ন আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করে। স্বপ্ন যখন মনের মাঝে তৈরি হয় তখন সফলতা তাড়াতাড়ি আসে ভাইয়া। ই-কমার্স সেক্টর গুলো সত্যি অনেক দারুন। আশা করছি ভালো কিছু করবেন এবং স্বপ্ন পূরণ করবেন।