মানুষ মরে যায় কিন্তু হৃদয় থেকে মুছে যায় না ।
আজ- ৫ ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ , শরৎকাল |
আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।
মানুষের জীবন সীমিত কিন্তু তার স্মৃতি সীমাহীন কেউ একদিন আমাদের ছেড়ে চলে যায় কিন্তু তার উপস্থিতি হারায় না সে থেকে যায় আমাদের হৃদয়ের গভীরে সময় যতই কেটে যাক সেই মানুষটার কথা ভুলে থাকা যায় না বরং যত দিন যায় স্মৃতিগুলো তত বেশি জীবন্ত হয়ে ওঠে
আমরা অনেক সময় ভাবি মানুষ চলে গেলে সব শেষ হয়ে যায় কিন্তু সত্যি বলতে মানুষ চলে যায় কেবল শরীরের দিক থেকে তার ভালোবাসা তার ছোঁয়া তার হাসি তার বলা কথা সব কিছু থেকেই যায় আমাদের ভেতরে হয়তো তাকে আর দেখা যায় না কিন্তু মনে হয় সে এখনো কোথাও আছে আমাদের চারপাশেই
কিছু মানুষ জীবনে এমনভাবে জায়গা করে নেয় যে তারা না থাকলেও তাদের ছায়া আমাদের সঙ্গী হয়ে থাকে সকালে ঘুম ভাঙলে মনে হয় তারা পাশে আছে রাতে চোখ বন্ধ করলে মনে পড়ে তাদের মুখ তাদের হাসি তাদের কণ্ঠ সেই অনুভূতি কখনো হারায় না বরং সময়ের সঙ্গে আরও গভীর হয়ে ওঠে
জীবনে আমরা অনেক মানুষকে পাই কেউ আসে অল্প সময়ের জন্য কেউ থেকে যায় দীর্ঘ সময় কিন্তু কিছু মানুষ এমনভাবে হৃদয়ে জায়গা করে নেয় যে তারা চলে যাওয়ার পরও মুছে যায় না তারা হয়ে থাকে আমাদের স্মৃতির অংশ হয়ে যায় আমাদের জীবনের গল্পের একটি অধ্যায়
কখনো কখনো কোনো গান শুনলে মনে পড়ে সেই মানুষটার কথা কোনো পুরোনো জায়গা দিয়ে হাঁটলে মনে হয় সে এখনো সেখানে আছে কিছু গন্ধ কিছু শব্দ এমনকি কোনো নিরব বিকেলও তার স্মৃতি ফিরিয়ে আনে তখন মনে হয় সময় থেমে গেছে পৃথিবী থেমে গেছে শুধু স্মৃতিটাই বেঁচে আছে
যাদের আমরা ভালোবাসি তারা কখনো পুরোপুরি হারিয়ে যায় না তারা রয়ে যায় আমাদের প্রতিটি নিঃশ্বাসে প্রতিটি প্রার্থনায় প্রতিটি হাসি আর অশ্রুতে হয়তো আমরা তাদের দেখতে পাই না কিন্তু অনুভব করতে পারি তারা আমাদের হৃদয়ের ভেতর নীরবে কথা বলে নীরবে সান্ত্বনা দেয়
মৃত্যু কেবল শরীরের শেষ করে ভালোবাসাকে নয় সত্যিকারের ভালোবাসা মৃত্যুর পরও টিকে থাকে মা বাবা ভাই বোন প্রিয়জন বা বন্ধু যেই হোক না কেন তাদের প্রতি আমাদের ভালোবাসা তাদের স্মৃতি আমাদের জীবনের অংশ হয়ে যায় আমরা যেভাবে তাদের মনে রাখি সেভাবেই তারা বেঁচে থাকে
কখনো কোনো দোয়া করতে গিয়ে মনে পড়ে সেই মানুষটা হয়তো আজ পৃথিবীতে নেই কিন্তু তার জন্য আমরা আল্লাহর কাছে মঙ্গল কামনা করি এভাবেই মানুষ মৃত্যুর পরও বেঁচে থাকে ভালোবাসা আর প্রার্থনার মাধ্যমে
হৃদয় এমন এক জায়গা যেখানে সময়ের কোনো প্রভাব নেই সময় হয়তো ব্যথা কমিয়ে দেয় কিন্তু মানুষটাকে মুছে দিতে পারে না প্রতিটি হৃদয়ে কিছু অমলিন মুখ থাকে কিছু অমলিন কথা থাকে যা বারবার ফিরে আসে জীবনের প্রতিটি মুহূর্তে
মানুষ চলে যায় কিন্তু ভালোবাসা চলে যায় না সম্পর্ক শেষ হয় না শুধু রূপ বদলায় তাই যাদের আমরা ভালোবাসি তাদের চলে যাওয়া মানে শেষ নয় বরং তাদের স্মৃতি আমাদের শক্তি হয়ে থেকে যায়
কিছু মানুষ শুধু আমাদের জীবনে আসে না তারা আমাদের বদলে দেয় তাদের আচরণ তাদের ভালোবাসা তাদের শিক্ষা আমাদের ভেতরে নতুন মানুষ তৈরি করে দেয় তারা চলে গেলেও তাদের প্রভাব আমাদের জীবনে থেকে যায়
আমরা যতই আধুনিক হই যতই সময়ের সাথে বদলাই তবুও কিছু স্মৃতি কিছু সম্পর্ক কখনো পুরোনো হয় না বরং প্রতিদিন নতুনভাবে মনে পড়ে তাদের কথা কারণ ভালোবাসা কখনো মরে না ভালোবাসা রয়ে যায় অনুভূতির ভেতর
মানুষ মরে যায় কিন্তু হৃদয় থেকে মুছে যায় না কারণ হৃদয় মনে রাখে ভালোবাসা মনে রাখে হাসি মনে রাখে কষ্ট মনে রাখে প্রতিটি সেই মুহূর্ত যা একসময় আমাদের জীবনের অংশ ছিল হয়তো সেই মানুষটা আজ নেই কিন্তু সে রয়ে গেছে আমাদের আত্মায় আমাদের দোয়ার ভেতর
জীবন এগিয়ে যায় কিন্তু কিছু স্মৃতি কখনো পেছনে পড়ে থাকে সেই স্মৃতিগুলোই আমাদের মানুষ করে তোলে আমাদের মনে করিয়ে দেয় ভালোবাসা হারিয়ে যায় না শুধু রূপ বদলায়
সত্যি বলতে মানুষ চলে যায় কিন্তু হৃদয় থেকে মুছে যায় না কারণ হৃদয়ই একমাত্র জায়গা যেখানে ভালোবাসা কখনো মরে না
সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।


| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness

OR



আসলে ভালোবাসার মানুষ আমাদের জীবন থেকে হারিয়ে গেলেও,আমরা তাদেরকে ভুলতে পারি না। কারণ তারা আমাদের আত্মার সাথে মিশে যায়। তাই তারা মারা গেলেও,আমাদের হৃদয়ে আজীবন থেকে যায়। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।