পাশে ফিরে চেয়ে দেখলে আমি অনেক দূরে, তখন তুমি কি করবে?
আজ- ৩রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, শরৎকাল ।
আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।
জীবনের প্রতিটি সম্পর্কেই কাছাকাছি থাকার স্বপ্ন থাকে। আমরা চাই প্রিয় মানুষটি যেন সবসময় আমাদের পাশে থাকে, আমাদের হাত ধরে রাখে, আর দূরত্ব যেন কোনোদিন আমাদের ভেতরে না আসে। কিন্তু বাস্তবতা সবসময় এত সহজ নয়। অনেক সময় কাছের মানুষটিই একসময় দূরে চলে যায়, কখনো পরিস্থিতির কারণে, কখনো ভুল বোঝাবুঝির কারণে, আবার কখনো অবহেলার কারণে। তখন প্রশ্নটা জেগে ওঠে—“পাশে ফিরে চেয়ে দেখলে আমি অনেক দূরে, তখন তুমি কি করবে?”
এই প্রশ্ন শুধু কথার খেলা নয়, বরং গভীর আবেগের বহিঃপ্রকাশ। আমরা যখন পাশে থাকা সত্ত্বেও ভেতরে ভেতরে দূরে সরে যাই, তখন সম্পর্কের আসল রূপটা পরিষ্কার হয়ে যায়। কারণ কাছাকাছি থাকলে সবাই আপনাকে ভালোবাসতে পারে, আপনাকে গুরুত্ব দিতে পারে, কিন্তু দূরত্ব তৈরি হলে কে আপনার দিকে হাত বাড়াবে, সেটাই আসল সত্য।
ভালোবাসার সম্পর্ক হোক কিংবা বন্ধুত্ব, দূরে চলে যাওয়া মানেই সব শেষ নয়। বরং দূরত্ব অনেক সময় পরীক্ষা করে—কে আসলে আপনাকে সত্যি ভালোবাসে। যে মানুষ সত্যিই আপনার, সে আপনাকে হারাতে চাইবে না। আপনি যতই দূরে যান না কেন, সে চেষ্টা করবে আপনাকে আবার কাছে টেনে আনার। সে হয়তো বলবে না, কিন্তু তার প্রতিটি কাজের ভেতরে আপনি বুঝবেন, আপনার না থাকা তার জন্য কষ্টের।
অন্যদিকে কিছু মানুষ আছে, যারা পাশে থাকলেও আপনাকে বোঝে না, আপনার অনুভূতির মূল্য দেয় না। এরা যখন আপনাকে দূরে পায়, তখন হয়তো খুব একটা চেষ্টা করবে না। তারা ধরে নেবে—আপনি দূরে গেছেন মানেই আপনার দায়িত্ব শেষ, আর তাদের কোনো দায় নেই। অথচ এখানেই বোঝা যায় সম্পর্কের প্রকৃত মূল্য।
প্রশ্নটা যখন দাঁড়ায়—“পাশে ফিরে চেয়ে দেখলে আমি অনেক দূরে, তখন তুমি কি করবে?”—তার উত্তর অনেক রকম হতে পারে। কেউ হয়তো বলবে, “আমি দৌড়ে গিয়ে তোমাকে আবার পাশে নিয়ে আসব।” কেউ হয়তো বলবে, “আমি দাঁড়িয়ে থাকব, তুমি ফিরে আসার অপেক্ষায়।” আবার কেউ হয়তো বলবে, “তুমি দূরে গেলে আমি তোমার কথা মনে রাখব, কিন্তু আর ডাকব না।” প্রতিটি উত্তরই আলাদা আলাদা মানসিকতার প্রকাশ।
মানুষ আসলে তখনই সত্যি পরীক্ষা হয়, যখন প্রিয়জন কাছে থাকে না। যখন আমরা একসাথে থাকি, তখন ভালোবাসা প্রকাশ করা সহজ। কিন্তু দূরত্ব যখন বেড়ে যায়, তখনো যদি কেউ আপনার জন্য অপেক্ষা করে, আপনার জন্য চেষ্টা চালিয়ে যায়, তাহলে বুঝতে হবে তার ভালোবাসা সত্যিকার অর্থেই গভীর।
আমরা অনেক সময় ভেবে নিই, সম্পর্ক মানে সবসময় একসাথে থাকা। কিন্তু না, সম্পর্কের আসল শক্তি বোঝা যায় তখন, যখন দূরত্ব তৈরি হয়। যদি সত্যিকারের টান থাকে, তবে হাজার দূরত্বও দুইজনকে আলাদা করতে পারে না। আবার যদি টানটাই কৃত্রিম হয়, তবে এক চিলতে দূরত্বই সম্পর্ক ভেঙে দেয়।
এই প্রশ্নের ভেতরে লুকিয়ে আছে অভিমানও। হয়তো আমি অনেকবার ডাক দিয়েছি, বোঝাতে চেয়েছি, কিন্তু তুমি শুনোনি। তখন আমি দূরে চলে গেছি। এখন যদি তুমি পাশে ফিরে তাকাও, আর আমাকে না পাও—তখন তুমি কী করবে? কাঁদবে? নাকি বলবে, “সে চলে গেছে, তাই আমিও চলে যাব”?
যদি সম্পর্ক সত্যি মূল্যবান হয়, তবে তখনই বোঝানো দরকার—“তুমি যত দূরেই যাও, আমি তোমার অপেক্ষায় থাকব।” কারণ জীবনে আসলেই গুরুত্বপূর্ণ মানুষগুলোকে হারানো যায় না। সময় যতই যাক, দূরত্ব যতই বাড়ুক, হৃদয়ের টানই মানুষকে আবার একসাথে করে।
তবে সবকিছুর মধ্যেও একটা কঠিন সত্য আছে। কেউ যদি অনেক চেষ্টা করেও ফিরে না আসে, তবে জোর করে তাকে ধরে রাখা যায় না। ভালোবাসা জোর করে টিকিয়ে রাখা যায় না, বন্ধুত্বও নয়। তাই পাশে ফিরে তাকিয়ে কেউ যদি দূরে দেখে, আর সত্যিই তাকে ফিরে আনতে চায়, তবে তাকে আন্তরিকতার সাথে ডাকতে হবে। যদি সে সাড়া দেয়, তাহলে সম্পর্ক আবার বেঁচে উঠবে। আর যদি সাড়া না দেয়, তবে বুঝতে হবে সে কখনোই আসলে পুরোপুরি আপনার ছিল না।
শেষ পর্যন্ত, এই প্রশ্নের উত্তর নির্ভর করে সম্পর্কের শক্তির ওপর। যদি সম্পর্ক সত্যি হয়, তবে আপনি যেখানেই থাকুন না কেন, আপনার মানুষ আপনাকে ফিরে পেতে চাইবেই। আর যদি সম্পর্ক মিথ্যে হয়, তবে আপনার দূরে যাওয়া তাকে কোনো কষ্টই দেবে না।
This post has been upvoted by @italygame witness curation trail
If you like our work and want to support us, please consider to approve our witness
Come and visit Italy Community
মনের মাঝে বড্ড বেশি অভিমান পুষে রাখতে নেই। তাহলে প্রিয় মানুষটির সাথে দূরত্ব আরো বেড়ে যাবে। আপনার লেখাগুলো পড়ে অন্য রকমের অভুভূতি খুঁজে পেলাম ভাইয়া।