কবিতা "হৃদয়ের চাওয়া "

in আমার বাংলা ব্লগ6 days ago

আসসালামু আলাইকুম।

আমি রাহুল হোসেন। আমার ইউজার নেমঃ@mrahul40।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

  • হৃদয়ের চাওয়া
  • ২৫,জুন ,২০২৫
  • বুধবার

1000021923.jpg
Source


হ্যালো আমার বাংলা ব্লগবাসি কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক ভাল আছেন। আজকে আপনাদের মাঝে আবারো হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।কবিতা এমন একটি জিনিস যার মাধ্যমে মনের অনুভূতি প্রকাশ করা সম্ভব। মনের মধ্যে জমানো ভালোবাসা কবিতার মাধ্যমে ফুটিয়ে তোলা যায়।প্রিয় মানুষটার জন্য আমাদের হৃদয়ে অনেক চাওয়া পাওয়া থাকে তবে সব সময় এই চাওয়া পূর্ণ হয় না। আমাদের দুটি নয়নে অনেক ছবি আঁকে তবে বাস্তবে সে ছবির দেখার মেলে না। আমরা চাই প্রিয় মানুষটার সাথে সুন্দর মুহূর্ত পার করতে কিছু কিছু সময় চাওয়াটা শুধু চাওয়ায় হয়ে থাকে কখনো পূর্ণ হয় না। প্রিয় মানুষটার কাছে বেশি কিছু চাওয়া থাকে না শুধু আমরা চাই একটু হাসি একটু ভালোবাসা মাঝেমধ্যে সে চাওয়াটাও অপূর্ণ থেকে যায়।

হৃদয়ের চাওয়া

হৃদয়ের গহীনে এক আশার আলো,
ভালোবেসে পেতে চাই নিঃস্বার্থ ভালো।
নয়ন দু’টিতে যে ছবি আঁকা রয়,
সে ছবি যেন শুধু তারেই কয়।

নিভৃত নিশীথে স্বপ্নেরা ডাকে,
কাছে এসে হৃদয়টা রাখে।
একটুখানি হাসি, একটু স্নেহ,
এই তো চাওয়া, এটাই গ্রহে।

হৃদয়ের ভাষা কেউ বোঝে না ঠিক,
তবুও ভালোবাসা চায় চিরন্তন লিখ।
কোনো দাবী নেই, নেই অভিযোগ,
শুধু একটু হৃদয় বুঝুক নিঃশব্দ নির্ভরযোগ।

চাই না ধন, চাই না মান,
চাই শুধু একটু হৃদয় সমঝদার প্রাণ।
যে শুনবে নীরব কান্নার ভাষা,
দেবে পাশে থাকার নিশ্চিন্ত আশ্বাসটা।

হৃদয় চায় না রাজত্ব বড়,
চায় একটি মন, যেখানে নেই ছল-চাতুর।
ভালোবেসে বলবে, “তুমি আমার”,
এই চাওয়াতেই তো জীবন হয়ে ওঠে অপার।


আমি কে !

IMG_20231120_103032_225.jpg

আমি মোঃ রাহুল হোসেন, আমার ইউজার নেম @mrahul40। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি এবং একটি প্রাইভেট কোম্পানিতে অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছি। আমি ভ্রমণ করতে, ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন।

standard_Discord_Zip.gif