পেপার কাটিং

in আমার বাংলা ব্লগlast year

IMG20241002235853_00.jpg

পেপার কেটে প্রজাপতি'র নকশা


হ্যালো বন্ধুরা..কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছেন ৷ আমিও বেশ ভালো আছি ৷ তো আজ আবারও আপনাদের মাঝে চলে আসলাম , আজকে আমি আপনাদের মাঝে আমার তৈরি নতুন একটি পেপার কাটিং ডিজাইন শেয়ার করবো ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷ তো আজ শুরুতেই মহালয়া'র অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি ৷ আজকের দিনটা ছিলো খুবই সুন্দর এবং ভালোলাগা মতো একটি দিন ৷ আজ থেকেই শুরু হলো দুর্গা উৎসবের সূচনা ৷ আশা করি দুর্গা পুজোর বাকি সবকটা দিন এমনই ভাবে ভীষণ ভালো কাটবে ৷ আজ শুভ মহালয়া , আজকের এই শুভ দিনটা আমার ভীষণ ভালো কেটেছে ৷ যদিও মন্দির গিয়ে পূজা করতে পারিনি ৷ তবে আজ সারাটা দিন ঘোরাঘুরি , বন্ধুর সাথে আড্ডা , খাওয়া দাওয়া এসবের মাঝে ভীষণ ভালো কেটেছে ৷ রাত্রি করে বাড়ি ফিরেছি , একটু একটু ক্লান্ত লাগছে ৷ তাই আজ ভাবলাম ছোট্ট করে শুভ মহালয়া'র অনুভূতিটা জানাই আপনাদের , সাথে একটা ডাই পোস্ট শেয়ার করি ৷ এজন্য খুবই সিম্পল একটি ডাই পোস্ট তৈরি করতে বসলাম এবং করেও ফেললাম ৷ আজ আমি পেপার কেটে সুন্দর একটি নকশা কাটিং করেছি ৷ আশা করি এটি আপনাদের সবার ভালো লাগবে ৷


কাগজের তৈরি নকশা


প্রয়োজনীয় উপকরণঃ

  • রঙিন পেপার ,
  • পেন্সিল , কালো পেন
  • রাবার এবং
  • কাঁচি ৷


কাটিং প্রক্রিয়াঃ


আজ আমি পেপার কেটে প্রজাপতি'র নকশা কাটিং করবো ৷ এজন্য শুরুতে আমি একটি পেপার নিয়েছি ৷

IMG20241002233207_00.jpg

IMG20241002233310_00.jpg


নকশা কাটিং করার জন্য পেপাপটি কিছু ধাপে সুন্দর এবং সমান ভাবে ভাঁজ করে নিতে হবে ৷


IMG20241002233024_00.jpg

IMG20241002233329_00.jpg


আমি পেপার-টি কিছু ধাপে সুন্দর ভাবে ভাঁজ করে দেওয়া চেষ্টা করেছি ৷


IMG20241002233448_00.jpg

IMG20241002233507_00.jpg


পেপারের ভাঁজ গুলো উপরের ছবি দেখলেই বুঝতে পারবেন ৷ এরপর কাটিং করার জন্য কাঁচি লাগবে ৷


IMG20241002234941_00.jpg

IMG20241002235525_00.jpg


কাটিং করার আগে পেন্সিল দিয়ে প্রজাপতি'র ডিজাইন এঁকে নিয়েছি ৷ এরপর সুন্দর ভাবে কাটিং করেছি ৷


IMG20241002235614_00.jpg

IMG20241002235637_00.jpg


কাটিং করার পর পেপারের ভাজ গুলো ধীরে ধীরে খুলে নিতে হবে ৷


IMG20241002235658_00.jpg

IMG20241002235735_00.jpg


আমি পেপারের ভাঁজ গুলো সতর্কতা সাথে খুলে নিয়েছি ৷ এবং প্রজাপতি'র নকশাটি আমার তৈরি হয়ে গেছে ৷


IMG20241002235818_00.jpg

IMG20241002235833_00.jpg


সব শেষে কিছু ফটোগ্রাফি করে নিয়েছি ৷ আশা করি সবটা আপনাদের ভালো লেগেছে ৷


IMG20241002235838_00.jpg

IMG20241002235853_00.jpg

IMG20241002235853_00.jpg


তো বন্ধুরা আজ এ পর্যন্তই ৷ সবাই ভালো থাকবেন , সুস্থ থাকবেন ৷ আশা করি আমার তৈরি কাগজের নকশা ডিজাইন টি আপনাদের সবার ভালো লাগবে ৷ অনেক অনেক ধন্যবাদ সবাইকে , সময় নিয়ে পোস্টটি দেখার জন্য ৷



পেপার কাটিং
ক্যামেরাঃ realme C11
কাটিং/ক্যাপচারঃ nirob70
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered
আমার বাংলা ব্লগ || বাংলাদেশ || 02 Oct 2024


ধন্যবাদ সবাইকে



VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png



Sort:  
 last year 

পেপার কাটিং আমার কাছে অনেক সুন্দর লেগেছে। আপনি খুবই অল্প সময়ের মধ্যে এই সুন্দর ডিজাইনটি করেছেন। দেখে ভালো লাগলো।

 last year 

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য ৷

 last year 

সর্বপ্রথম আপনার জন্য অনেক দোয়া রইল আপনি যেন দুর্গা পুজোর বাকি সবকটা দিন ভীষণ ভালো কাটাতে পারেন। যাইহোক আজকে আপনার এই সুন্দর প্রজাপতি টাইপ পেপার কাটিং দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। অনেক দক্ষতার সাথে কাগজগুলো ভাঁজ করে কেচিঁ দিয়ে কেটে সুন্দর একটি পেপার কাটিং আমাদের মাঝে শেয়ার করেছেন। সবশেষে নিজের ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে এত সুন্দর একটি পেপার কাটিং আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 last year 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 last year 

অনেক অনেক ভালো লাগলো আপনার চমৎকার এই পেপার কাটিং করতে দেখে। বেশ দারুণ হয়েছে আপনার পেপার কাটিং টা। আমি এমনিতেই খুবই পছন্দ করি এ জাতীয় নকশাগুলো। তবে আপনার আজকের নকশাটা একটু ভিন্ন তাই খুব ভালো লেগেছে।

 last year 

ধন্যবাদ আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 last year 

কাগজ কেটে নকশা তৈরি করার খুবই সুন্দর পদ্ধতি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। কাগজ দিয়ে এই ধরনের জিনিস তৈরি করে আসলেই অনেক কঠিন কাজ কেননা একটু ভুল হলেই পুরো পরিশ্রম বৃথা হয়ে যায়।

 last year 

ধন্যবাদ আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 last year 

পেপার কাটিং ডিজাইন তৈরি করে আমাদের মাঝে তুলে ধরেছেন ভাই দেখতে খুবই সুন্দর লাগছে। কিভাবে পর্যায়ক্রমে এমন সুন্দর পেপার কাটিং ডিজাইন তৈরি করা যায় সেটা আমাদের মাঝে ফুটিয়ে তোলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷চ

 last year 

দারুন একটা পেপার কাটিং আজ আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আসলে এই পেপার কাটিং দেখে মনে হচ্ছে যে এখানে যেমন ফুল রয়েছে তেমনি বিভিন্ন প্রজাপতিও রয়েছে। আসলে এত সুন্দর করে আপনি এই পেপার কাটিং এর পদ্ধতিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ দাদা আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 last year 

পেপার কাটিং আসলেই অনেক চমৎকার হয়েছে। এমন ধরনের কাটিং তৈরি করতে একটু সময় লাগে কিন্তু করার পর দেখতে অনেক ভালো লাগে ।ধন্যবাদ আপনাকে এত সুন্দর পেপার কাটিং আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

বাহ আপনি তো খুব সুন্দর করে পেপার কাটিং ডিজাইন করেছেন। তবে আগে বিভিন্ন অনুষ্ঠানে পেপার কাটিং ডিজাইনগুলো অনেক দেখা যেত। আর পেপার কাটিং ডিজাইনগুলো খুব সাবধানে কাটতে হয়। আবার ছোট বাচ্চারা এই পেপার কাটিং ডিজাইন গুলো ফেলে খেলাধুলা করতে খুব পছন্দ করে। খুব সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত পেপার কাটিং ডিজাইন করে আমাদের মাঝে শেয়ার করেছেন।