আমার লেখা কবিতা " রঙিন জীবন " (Poem of my writing "Colorful life")||by ripon40
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon বাংলাদেশের নাগরিক
- রঙিন জীবন
- ১৭,আগস্ট ,২০২৫
- শুক্রবার
আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে আমার লেখা কবিতা শেয়ার করছি। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
নিজের কিছু অনুভূতির কথা
আসলে মাঝে মাঝে কবিতা লিখতে অনেক ভালো লাগে।কবিতার মাধ্যমে জীবনের বাস্তব বিষয়গুলো অনেক সুন্দর ভাবে ফুটে ওঠে । কবিতা পড়তে এবং লিখতে দুটোই আমার খুবই পছন্দ সেজন্য মাঝে মাঝে কবিতা লিখে থাকি। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে অনেকেই আছেন অনেক ভালো কবিতা লিখেন তাদের কবিতা লেখা ধরন অনেক ভালো। সেই থেকেই অনুপ্রাণিত হয় এবং মাঝে মাঝে কবিতা লিখে থাকি। মানুষ যখন অসত্যের বেড়াজালে আবদ্ধ হয়ে যায়। অসত্যের নেশায় মগ্ন হয়ে সত্যের জগৎ থেকে বেরিয়ে যায়। তখন বিভিন্ন ধরনের খারাপ কাজে লিপ্ত হয়। জীবনকে করে বিভীষিকাময় । তখনই জীবন অসুন্দর হয়ে যায়। ধীরে ধীরে জীবনকে করে ধ্বংস যে প্রাপ্তিটা কেউই প্রত্যাশা করে না। আবার জীবনে আমার অনেক সময় অনেক ধরনের স্বপ্ন দেখে থাকি। অনেক ধরনের চিন্তাভাবনা ঘুরপাক খায় সেই চিন্তা ভাবনামূলক প্রশ্নের উত্তর হয়তো আমরা কখনো খুঁজে পাই না। তবুও সেই স্বপ্নগুলো বার বার চোখের অগোছরে থেকে যায়। জীবনের এই ছুটে চলা মুহূর্তগুলো কখনো সহজ কখনো কঠিন। ভিন্ন পথের ভিন্ন অনুভূতি নতুন কিছু সাক্ষী হওয়া যেটা সবাই চায়। এই মুহূর্তগুলো সত্যিই অনেক সুন্দর যেটা নিজেকে নিয়ে অনেক ভাবায় অনেক বাস্তবতা সম্পর্কে ধারণা দেয়। যেটা জীবনের অনেক বড় একটা দিক এটি সবাই চায় ছড়িয়ে দিয়ে নিজেকে নতুন কিছুর স্পর্শে যেতে।জীবনের এই ভাবনাগুলো কখনো কষ্টের কখনো সুখের কখনো অনুভূতির মুহূর্তে সারা জাগায় ।
রঙিন জীবন
হাসি-কান্নার মিশেল আছে, তবু কত মধুর কবি।
সকালটা দেয় আশা নতুন, বিকেল বলে “থেমো না”,
রাত্রি আসে স্বপ্ন নিয়ে চাঁদের আলোয় হার মানা।
নীল আকাশে মুক্তি ভাসে, মনটা চায় উড়তে সে দোয়া।
হলুদ রোদে হাসির ঝিলিক, সাদা শান্তির প্রতীক,
জীবন যদি রঙিন থাকে, তবেই বাঁচা সত্যই অনন্ত স্নিগ্ধ ঠিক।
রঙিন জীবন মানে শুধু হৃদয় রাখো ভালো কলে।
দুঃখ এলে রঙ না মুছে, হাসি দিয়ে ঢেকে দিও,
তবেই জীবন হবে সত্যি রঙিন, উজ্জ্বল, দিও দিও।
হৃদয় জুড়ে বাজে তালের মধুর অনুরণন।
হতাশা এলে বলো তাকে আমি থামব না আজ,
প্রতিটি রঙে খুঁজে নিও ভালোবাসার সাজ।
রঙিন চোখে দেখো দুনিয়া তবেই হবে মাত।
প্রেম, আশা, শান্তির ছোঁয়ায় বেঁচে থাক অনন্তকাল,
রঙিন জীবন মানেই তো, আনন্দেরই জোয়ার-ভাটার ঢাল।
ধন্যবাদ সবাইকে
আমি মোঃ রিপন মাহমুদ। আমার স্টীমিট একাউন্ট@ripon40। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমার সবচেয়ে বড় গুণ হলো কারোর উপর রাগ করলে সহজেই ভুলে যাই।
https://x.com/mahmudrr_r/status/1978433824351514972?t=k0X2_T7GT49Ym_Aue2RfAg&s=19
https://x.com/mahmudrr_r/status/1978434359414677867?t=AsTtGVMwYthKEICEcgaVbg&s=19
আপনার লেখা আজকের কবিতাটা অসম্ভব সুন্দর হয়েছে। আমার কাছে অনেক ভালো লেগেছে পুরো কবিতাটা পড়তে। অনেক সুন্দর একটা টপিক তুলে ধরে এই কবিতাটা লিখেছেন। এরকম টপিক গুলো নিয়ে কবিতা লিখতে খুব ভালো লাগে। অনেক সুন্দর অনুভূতি তুলে ধরা হয়েছে কবিতার সবগুলো লাইনের মধ্যে। আপনি সব সময় খুব সুন্দর কবিতা লিখে থাকেন।
আমাদের এই কমিউনিটির কমবেশি সবাই এখন সুন্দর সুন্দর কবিতা লিখে থাকে। আর তার মধ্যে আপনিও অনেক সুন্দর কবিতা লিখে থাকেন। সুন্দর ছিল আপনার এই কবিতাটা লেখার টপিক। কবিতার প্রত্যেকটা লাইন এত সুন্দর করে লিখেছেন। এটা দেখে আমার কাছে অসম্ভব ভালো লাগলো। এত সুন্দর টপিক নিয়ে কবিতা লেখার জন্য ধন্যবাদ।
বাহ আপনি তো ভালো লাগার মত চমৎকার একটি কবিতা লিখেছেন।রঙিন জীবন কবিতাটি পড়ে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগলো। এ ধরনের কবিতা থেকে অনেক কিছু উপলব্ধি করা যায়। সুন্দর অনুভূতি দিয়ে কবিতা লিখে শেয়ার করেছেন তাই ধন্যবাদ আপনাকে।
আপনার লেখা কবিতা পড়ে খুবই ভালো লেগেছে। অনেক সুন্দর ভাবে কবিতা লিখেছেন ভাই। অনেক ধন্যবাদ জানাচ্ছি ভাই।