আমার লেখা কবিতা " অন্ধকারের ডাকে " (Poem of my writing "In the emptiness of the unknown")||by ripon40

in আমার বাংলা ব্লগ8 hours ago

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon বাংলাদেশের নাগরিক


  • অন্ধকারের ডাকে
  • ২৩,অক্টোবর ,২০২৫
  • বৃহস্পতিবার


আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে আমার লেখা কবিতা শেয়ার করছি। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।



নিজের কিছু অনুভূতির কথা


আসলে মাঝে মাঝে কবিতা লিখতে অনেক ভালো লাগে।কবিতার মাধ্যমে জীবনের বাস্তব বিষয়গুলো অনেক সুন্দর ভাবে ফুটে ওঠে । কবিতা পড়তে এবং লিখতে দুটোই আমার খুবই পছন্দ সেজন্য মাঝে মাঝে কবিতা লিখে থাকি। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে অনেকেই আছেন অনেক ভালো কবিতা লিখেন তাদের কবিতা লেখা ধরন অনেক ভালো। সেই থেকেই অনুপ্রাণিত হয় এবং মাঝে মাঝে কবিতা লিখে থাকি। মানুষ যখন অসত্যের বেড়াজালে আবদ্ধ হয়ে যায়। অসত্যের নেশায় মগ্ন হয়ে সত্যের জগৎ থেকে বেরিয়ে যায়। তখন বিভিন্ন ধরনের খারাপ কাজে লিপ্ত হয়। জীবনকে করে বিভীষিকাময় । তখনই জীবন অসুন্দর হয়ে যায়। ধীরে ধীরে জীবনকে করে ধ্বংস যে প্রাপ্তিটা কেউই প্রত্যাশা করে না। আবার জীবনে আমার অনেক সময় অনেক ধরনের স্বপ্ন দেখে থাকি। অনেক ধরনের চিন্তাভাবনা ঘুরপাক খায় সেই চিন্তা ভাবনামূলক প্রশ্নের উত্তর হয়তো আমরা কখনো খুঁজে পাই না। তবুও সেই স্বপ্নগুলো বার বার চোখের অগোছরে থেকে যায়। জীবনের এই ছুটে চলা মুহূর্তগুলো কখনো সহজ কখনো কঠিন। ভিন্ন পথের ভিন্ন অনুভূতি নতুন কিছু সাক্ষী হওয়া যেটা সবাই চায়। এই মুহূর্তগুলো সত্যিই অনেক সুন্দর যেটা নিজেকে নিয়ে অনেক ভাবায় অনেক বাস্তবতা সম্পর্কে ধারণা দেয়। যেটা জীবনের অনেক বড় একটা দিক এটি সবাই চায় ছড়িয়ে দিয়ে নিজেকে নতুন কিছুর স্পর্শে যেতে।জীবনের এই ভাবনাগুলো কখনো কষ্টের কখনো সুখের কখনো অনুভূতির মুহূর্তে সারা জাগায় ।

touch-screen-2877178_1280.jpg

Source

অন্ধকারের ডাকে

নিঃশব্দ রাতের কোলে ডাকে অন্ধকার,
স্বপ্নের ভাঙা সুরে বাজে অশ্রু ঝরার ভার।
চাঁদের আলো লুকায় নীরবতার গহীনে,
আত্মা যেন ডুবে যায় এক অচেনা স্রোত-বীণে।

অন্ধকারের ডাকে আসে ভয়ের ছায়াপথ,
মন খুঁজে ফেরে আলো, ক্লান্ত অনির্বচন ব্যথ।
তবু সেই ডাকের মাঝে আছে গভীর রহস্য,
হারিয়ে গিয়েও মেলে জীবনের এক বিদ্যালয় স্য।

শূন্যতার বুক চিরে জেগে ওঠে নতুন শক্তি,
অন্ধকারের ডাকে লুকিয়ে থাকে আলোর প্রকৃতি।
যে ডাকে সাড়া দেবে, সে বুঝবে আপন খোঁজ,
অন্ধকার শেষ নয়, ওটাই আলোর শুরু রোজ।

অন্ধকারের সুরে বাজে আগামীর এক গান,
নীরবতায় লুকিয়ে থাকে জাগ্রত মহাকাল।
ভয়ের দেয়াল ভেঙে দেয় সাহসী প্রাণের ডাক,
অন্ধকারের বুক চিরে আলো করে ফাঁক।

এই ডাকে যে সাড়া দেয়, সে পায় মুক্তির রেশ,
রাতের আঁধার বলেই ভোরের আলো বিশেষ।
অন্ধকার পথের শেষে জ্বলে আশার দীপ,
হৃদয়ের গহীনেতে জাগে আলোকরূপ।

ধন্যবাদ সবাইকে



20211112_012926-01.jpeg

আমি মোঃ রিপন মাহমুদ। আমার স্টীমিট একাউন্ট@ripon40। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমার সবচেয়ে বড় গুণ হলো কারোর উপর রাগ করলে সহজেই ভুলে যাই।



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuzVwHnY92rponrLLcEknitVG5yvYaPTExVtjfc6Bi4cvC9ppuyLmaATGbhg8UF4suiCxVfuw2YuSWJftJo9C74dQUN2WE1yNJmdtXp.png

💞 আল্লাহ হাফেজ 💞