মানুষের জন্য মানুষ হওয়া//by ripon40
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon40 বাংলাদেশের নাগরিক
- মানুষের জন্য মানুষ হওয়া
- ২৪, সেপ্টেম্বর ,২০২৫
- বুধবার
আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও ভালো আছি। আজ আমি " মানুষের জন্য মানুষ হওয়া " শেয়ার করছি । আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
মানুষের জন্য মানুষ হওয়া মানে হলো মানুষ যেন শুধু নিজের কথা না ভেবে অন্যের কথাও ভাবে। আমরা সবাই সমাজে একে অপরের সঙ্গে মিলেমিশে বাস করি। কারো একা বেঁচে থাকা সম্ভব নয়। তাই যখন আমি কারো কষ্ট দেখি আর সাহায্যের চেষ্টা করি, তখনই আসল অর্থে আমি মানুষ হয়ে উঠি। যদি সবাই কেবল নিজের স্বার্থ দেখে চলে, তাহলে সমাজ অমানবিক হয়ে যাবে।
মানুষের মধ্যে ধর্ম, জাত, ভাষা বা ধনী-গরিবের পার্থক্য থাকলেও মানুষ হওয়ার মূল শিক্ষা একটাই অন্যের পাশে দাঁড়ানো। যেমন, কোনো এলাকায় বন্যা হলে সবাই মিলে ত্রাণ দেয়। তখন কেউ দেখে না সে মুসলিম না হিন্দু, ধনী না গরিব। শুধু মানুষ হিসেবে সবাই সাহায্য করে। এটাই মানুষের জন্য মানুষ হওয়ার সবচেয়ে বড় উদাহরণ।
আমাদের দেশের মুক্তিযুদ্ধই মানবতার সেরা দৃষ্টান্ত। তখন গ্রামের সাধারণ মানুষ মুক্তিযোদ্ধাদের খাবার দিয়েছে, আশ্রয় দিয়েছে, তথ্য দিয়েছে। অনেকেই নিজেদের জীবন বাজি রেখে অন্যের জীবন বাঁচিয়েছে। তারা চাইলে নিজেদের নিরাপত্তা নিয়ে ভাবতে পারত, কিন্তু তা না করে দেশের মানুষের জন্য নিজেদের উৎসর্গ করেছে। এভাবেই বোঝা যায়, মানুষ অন্য মানুষের জন্য কতটা ত্যাগ স্বীকার করতে পারে।
আমাদের আশেপাশেই প্রতিদিন ছোট ছোট অনেক উদাহরণ পাওয়া যায়। যেমন রাস্তায় দুর্ঘটনায় আহত কাউকে হাসপাতালে পৌঁছে দেওয়া, ক্ষুধার্ত মানুষকে খাবার দেওয়া, স্কুলে টাকা না থাকায় ফি দিতে না পারা বন্ধুকে সাহায্য করা, কিংবা পথ হারানো কোনো শিশুকে তার বাবা-মায়ের কাছে পৌঁছে দেওয়া। এসব কাজ হয়তো বড় কিছু মনে হয় না, কিন্তু এগুলোই আসলে মানুষের জন্য মানুষ হওয়ার শিক্ষা দেয়।
করোনাকালে আমরা দেখেছি হাজারো তরুণ-তরুণী স্বেচ্ছাসেবী হিসেবে মানুষের পাশে দাঁড়িয়েছে। কেউ ওষুধ পৌঁছে দিয়েছে, কেউ অক্সিজেনের ব্যবস্থা করেছে, কেউ আবার খাবার রান্না করে অসহায়দের মাঝে দিয়েছে। এরা কিন্তু কোনো প্রতিদান চায়নি, শুধু মানুষের কষ্ট দেখে তাদের হৃদয় নরম হয়েছে। এরকম কাজগুলো প্রমাণ করে যে মানবতা এখনো বেঁচে আছে।
মানুষের জন্য মানুষ হলে সমাজে ভ্রাতৃত্ব ও ভালোবাসা তৈরি হয়। ধনী যদি গরিবের পাশে দাঁড়ায়, শিক্ষিত যদি অশিক্ষিতকে পথ দেখায়, শক্তিশালী যদি দুর্বলকে রক্ষা করে তাহলে সমাজে আর বৈষম্য থাকবে না। সবাই মিলে একে অপরকে সাহায্য করলে শান্তি আসবে, ঝগড়া-বিবাদ কমবে এবং একটি সুন্দর সমাজ গড়ে উঠবে।
শেষে বলা যায়, মানুষ তখনই প্রকৃত মানুষ, যখন সে অন্যের দুঃখ-কষ্ট বুঝতে পারে। মানুষের জন্য মানুষ হওয়া শুধু ভালো কাজ নয়, এটি আমাদের দায়িত্ব। যদি আমি কারো কষ্ট লাঘব করতে পারি, কারো মুখে হাসি ফোটাতে পারি তাহলেই আমার জীবন সার্থক। তাই আমাদের উচিত সবসময় মনে রাখা, পৃথিবীটা একদিন সবার জন্যই ভালো জায়গা হবে যদি আমরা সবাই একে অপরের পাশে দাঁড়াই।
ধন্যবাদ সবাইকে
আমি মোঃ রিপন মাহমুদ। আমার স্টীমিট একাউন্ট@ripon40। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমার সবচেয়ে বড় গুণ হলো কারোর উপর রাগ করলে সহজেই ভুলে যাই।
https://x.com/mahmudrr_r/status/1970740280581296620?t=gOJt9qi0bLvABwDKo2emiA&s=19
https://x.com/mahmudrr_r/status/1970740735193567427?t=LPwUzB0jGfUYRx7FqJyuWA&s=19