স্পোর্টস : রিয়াল মাদ্রিদ ^আল-হিলাল //by ripon40

in আমার বাংলা ব্লগ24 days ago

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon বাংলাদেশের নাগরিক


  • রিয়াল মাদ্রিদ ^আল-হিলাল
  • ১৯, জুন ,২০২৫
  • বৃহস্পতিবার


আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে ফুটবল ম্যাচ দেখার অভিজ্ঞতা শেয়ার করব। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।





Screenshot_2025-06-19-01-01-51-974_com.cricfy.tv.jpg

ছবিঃ Kirar tv থেকে স্ক্রিনশট এর মাধ্যমে নেওয়া হয়েছে।

ম্যাচের পরিসংখ্যান:


রিয়াল মাদ্রিদআল-হিলাল
মোট শট-১৯মোট শট-১৩।
টার্গেটের শট-০৭টার্গেটের শট-০২।
দৈর্ঘ্য৯০ মিনিট ।
বল পজিশন -৫২%বল পজিশন -৪৮%
পাস করে -৪৯৮পাস করে -৪৬৯
পাস নির্ভুলতা-৯০%পাস নির্ভুলতা-৮৪%
ফাউল-০৯ফাউল-১০
হলুদ কার্ড- ০১হলুদ কার্ড - ০৩
রেড কার্ড- ০০রেড কার্ড-০০
অফসাইডস-০২অফসাইডস-০২
কোণ-০৫কোণ- ০৬
সময়কাল রাত ১.০০ টায়১৯.০৬.২০২৫ইং
ফলাফল :রিয়াল মাদ্রিদ-০১ আল-হিলাল-০১

ম্যাচের সারসংক্ষেপ




আমার কাছে খেলাধুলা খুবই ভালো লাগে ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি আলাদাভাবে নেশাটা রয়েই গেছে। এখনো সময় পেলে ছোট ভাই ব্রাদারের সাথে এলাকায় খেলাধুলার মেতে ওঠা। যেটা অনেক বড় একটি নেশা খেলাধুলা শরীরের পক্ষে যেমন ভালো তেমনি মানসিক সকল ধরনের অবসাদ দূর করে দেয়। ছোট্টবেলার সেই দিনগুলোর কথা মনে পড়লে এখনো ফিরে যেতে মন চায়। আসলে সেই স্বাধীন মুহূর্ত চাইলে যখন তখন খেলাধুলা নিয়ে মেতে উঠতাম এখন আর পারি নাহ। মাঝে মাঝে ছোট্ট বাচ্চাদের খেলাধুলা গুলো দেখে সেই দিনগুলোর কথা স্মরণ করি আর খেলাধুলা এখন নিয়মিত না করা হলেও রাত জেগে খেলা দেখার অভ্যাসটা এখনো রয়েই গেছে।

Screenshot_2025-06-19-01-04-54-646_com.cricfy.tv.jpg


বিশ্ব ফুটবলের দুই ভিন্ন ধাঁচের জায়ান্ট দল রিয়াল মাদ্রিদ (স্পেন) ও আল-হিলাল (সৌদি আরব) মাঝে মাঝে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় মুখোমুখি হয়। ইউরোপের গ্ল্যামার আর মধ্যপ্রাচ্যের উঠতি ফুটবল শক্তির মধ্যে এই লড়াই নিঃসন্দেহে দর্শকদের জন্য উত্তেজনাপূর্ণ। বিশেষ করে ক্লাব বিশ্বকাপে বা প্রীতি ম্যাচে যখন এই দুই দলের দেখা হয়, তখন তা ফুটবলপ্রেমীদের জন্য এক ঐতিহাসিক ক্ষণ হয়ে দাঁড়ায়।

Screenshot_2025-06-19-01-10-25-067_com.cricfy.tv.jpg


রিয়াল মাদ্রিদ, ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সর্বোচ্চ সাফল্যের অধিকারী ক্লাব। লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ, ও কোপা দেল রে—সব প্রতিযোগিতাতেই তাদের রয়েছে গৌরবময় ইতিহাস। করিম বেনজেমা, লুকা মডরিচ, ভিনিসিউস জুনিয়রদের মতো তারকারা এই ক্লাবকে সাম্প্রতিক বছরগুলোতে নেতৃত্ব দিয়েছেন। কৌশল, স্কিল এবং অভিজ্ঞতায় তারা একেবারে শীর্ষ পর্যায়ের দল।

Screenshot_2025-06-19-01-23-35-568_com.cricfy.tv.jpg


অন্যদিকে আল-হিলাল হলো এশিয়ার সবচেয়ে সফল ক্লাবগুলোর একটি। সৌদি আরবের ঘরোয়া লিগে তাদের আধিপত্য সুপ্রতিষ্ঠিত, এবং AFC চ্যাম্পিয়ন্স লিগে তাদের সাফল্য ঈর্ষণীয়। সাম্প্রতিক বছরগুলোতে তারা আন্তর্জাতিক তারকা খেলোয়াড়দের দলে ভিড়িয়ে তাদের স্কোয়াডকে আরো শক্তিশালী করেছে—যেমন নেভেজ, কুলিবালি, মিলিঙ্কোভিচ-সাভিচ, এবং বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার আল-নাসরের সাবেক খেলোয়াড় সালেম আল-দাওসারি।

Screenshot_2025-06-19-01-39-14-443_com.cricfy.tv.jpg


রিয়াল মাদ্রিদ সাধারণত খেলে পজেশন-ভিত্তিক আক্রমণাত্মক ফুটবল যেখানে প্রতিপক্ষকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলে পুরো ৯০ মিনিট। আল-হিলাল তুলনামূলকভাবে খেলে প্রতিপক্ষের দুর্বলতা কাজে লাগিয়ে কনটার অ্যাটাকে গোলের সুযোগ তৈরি করার চেষ্টা করে। ফলে এই দুই দলের ম্যাচে একটা বৈচিত্র্যময় এবং কৌশলনির্ভর খেলা দেখা যায়।

Screenshot_2025-06-19-02-14-19-536_com.cricfy.tv.jpg

Screenshot_2025-06-19-01-45-10-066_com.cricfy.tv.jpg


২০২৩ সালে ক্লাব বিশ্বকাপ ফাইনালে এই দুই দল মুখোমুখি হয়েছিল। ম্যাচটি ছিল দারুণ গোলময় ও আকর্ষণীয়। রিয়াল মাদ্রিদ ৫-৩ গোলে জিতলেও, আল-হিলাল তাদের আক্রমণাত্মক মনোভাব ও শক্তিশালী মাইন্ডসেট দিয়ে সকলকে চমকে দিয়েছিল। এই ম্যাচেই বোঝা যায়, সৌদি ক্লাবগুলিও এখন ইউরোপিয়ান জায়ান্টদের সঙ্গে লড়ার মতো পর্যায়ে পৌঁছে যাচ্ছে।

Screenshot_2025-06-19-02-29-29-243_com.cricfy.tv.jpg

Screenshot_2025-06-19-02-21-23-871_com.cricfy.tv.jpg


রিয়াল মাদ্রিদ পশ্চিমা ফুটবলের চর্চা ও উচ্চ পর্যায়ের প্রশিক্ষণপ্রাপ্ত খেলোয়াড়দের উপর নির্ভরশীল, যেখানে আল-হিলাল এখনো মাঝেমধ্যে তারকা খেলোয়াড়দের উপর নির্ভরশীল হয়ে পড়ে। তবে সৌদি লিগে সরকারের বিনিয়োগ ও টেকনিক্যাল ডেভেলপমেন্টের ফলে আল-হিলাল সহ অন্যান্য ক্লাব দ্রুত উন্নতি করছে।রিয়াল মাদ্রিদ বনাম আল-হিলাল ম্যাচ শুধু একটি খেলা নয়—এটি ইউরোপীয় এবং মধ্যপ্রাচ্য ফুটবলের মধ্যে সেতুবন্ধন। ভবিষ্যতে যদি এই দুই ক্লাব আরও বারবার মুখোমুখি হয়, তবে তা ফুটবল বিশ্বকে আরও বৈচিত্র্যময়, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ করে তুলবে। এটা নিশ্চিতভাবে বলা যায়, রিয়াল মাদ্রিদের অভিজ্ঞতা আর আল-হিলালের আগ্রাসী উন্নতি—দুটি মিলে বিশ্ব ফুটবলে একটি চমৎকার সমীকরণ তৈরি করছে।

ম্যাচের সংক্ষিপ্ত ভিডিওর লিংক সমূহ


ধন্যবাদ সবাইকে




IMG-20240120-WA0015.jpg

আমি মোঃ রিপন মাহমুদ। আমার স্টীমিট একাউন্ট@ripon40। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমার সবচেয়ে বড় গুণ হলো কারোর উপর রাগ করলে সহজেই ভুলে যাই।



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuzVwHnY92rponrLLcEknitVG5yvYaPTExVtjfc6Bi4cvC9ppuyLmaATGbhg8UF4suiCxVfuw2YuSWJftJo9C74dQUN2WE1yNJmdtXp.png

💞 আল্লাহ হাফেজ 💞