টাকার কাছে হেরে যায় মনুষ্যত্ব//by ripon40
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon40 বাংলাদেশের নাগরিক
- টাকার কাছে হেরে যায় মনুষ্যত্ব
- ০৫, জুলাই ,২০২৫
- শনিবার
আগে মানুষ ভালো-মন্দ বুঝে চলত। এখন অনেকেই ভাবে টাকা থাকলে সব সম্ভব। টাকার জন্য মানুষ আজ মিথ্যা বলে, ঠকায়, এমনকি খারাপ কাজও করে। যেমন, কেউ অসুস্থ হলে আগে সাহায্য করত, এখন ভাবে টাকা দেবে তো?এক সময় মানুষ ঈশ্বর, মানবতা এবং আত্মিক শান্তিকে জীবনের মূল লক্ষ্য ভাবত। কিন্তু আজকাল মানুষ অর্থকেই ঈশ্বর বানিয়ে ফেলেছে। টাকার জন্য মানুষ যা খুশি করতে প্রস্তুত হোক তা অন্যায়, অপরাধ বা প্রতারণা। যেমন, অনেক ডাক্তার আজ রোগীর জীবন নয়, বরং ফি কত পাবে সেটাই বড় বিষয় মনে করেন।
আগে পরিবারে ভালোবাসা ছিল। এখন অনেকে মা-বাবার খোঁজ রাখে না, যদি তারা গরিব হন। আবার অনেক সময় বন্ধুত্ব বা ভালোবাসাও টাকার কারণে টিকে থাকে না। টাকার অভাবে সম্পর্ক নষ্ট হয়ে যায়।হাসপাতালগুলোতে প্রায়শই দেখা যায়, কেউ টাকা দিতে না পারায় চিকিৎসা পায় না। এমন বহু ঘটনা আছে যেখানে টাকা না থাকার কারণে রোগীকে ভর্তি না করে ফিরিয়ে দেওয়া হয়েছে, যার ফলে মৃত্যু পর্যন্ত ঘটেছে। এই জায়গায় টাকার কাছে হেরে যায় চিকিৎসা নীতির প্রধান নৈতিকতা। প্রাণ বাঁচানোই প্রথম দায়িত্ব'।
আগে স্কুল মানেই ছিল জ্ঞান অর্জনের জায়গা। এখন অনেকে শিক্ষা দিয়ে টাকা কামানোর ব্যবসা করে। ভালো রেজাল্ট বা ভর্তির জন্য টাকা দিলে সুযোগ মেলে, আর গরিব মেধাবীরা পিছিয়ে পড়ে।একটা সময় ছিল যখন শিক্ষকতা ছিল সবচেয়ে সম্মানজনক পেশা। আজ অনেক শিক্ষা প্রতিষ্ঠান ব্যবসা কেন্দ্র হয়ে গেছে। প্রশ্নফাঁস, টাকার বিনিময়ে গ্রেড, ভর্তির জন্য ঘুষ এসব এখন অনেকের কাছে স্বাভাবিক। গরিব মেধাবীরা টাকার অভাবে পিছিয়ে পড়ে, অথচ ধনীরা টাকার জোরে সার্টিফিকেট কিনে নিচ্ছে।
আদালতে ন্যায়বিচার পাওয়ার কথা। কিন্তু অনেক সময় দেখা যায়, যার টাকা আছে সে ভালো আইনজীবী নেয়, ঘুষ দেয় আর সহজেই ছাড় পেয়ে যায়। গরিব মানুষ অনেক সময় অন্যায়ভাবে জেল খাটে।আদালত হচ্ছে ন্যায়বিচারের প্রতীক। কিন্তু দুর্নীতিগ্রস্ত সমাজে টাকা থাকলে অপরাধীও মুক্তি পায়। অনেক সময় দেখা যায়, প্রকৃত নিরপরাধ ব্যক্তি প্রমাণের অভাবে জেলে থাকে, আর অপরাধী টাকা দিয়ে জামিন বা খালাস পেয়ে যায়। বিচার তখন টাকা নির্ভর হয়ে পড়ে, ন্যায়ের উপর নয়।
রাজনীতি, যেখানে জনগণের সেবা করার কথা, তা অনেক সময় ক্ষমতা ও টাকার খেলা হয়ে গেছে। নির্বাচন, চুক্তি, নিয়োগ—সব কিছুতেই টাকা প্রভাব ফেলে। একজন যোগ্য নেতা নয়, বরং যার পেছনে অর্থশক্তি বেশি, সে-ই অনেক সময় নেতৃত্বে উঠে আসে। এতে নীতির চেয়ে প্রভাবশালী টাকাই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।রাজনীতি আগে ছিল মানুষের সেবা করার জায়গা। এখন অনেকে রাজনীতি করে শুধু টাকা কামানোর জন্য। নির্বাচনে জেতার জন্য টাকা বিলি করে, পরে দুর্নীতি করে সেই টাকা আদায় করে।
বন্ধুত্ব, ভালোবাসা, পরিবার সবকিছুতেই আজ অনেক ক্ষেত্রে টাকার প্রভাব দেখা যায়। দেখা যায়, বাবা-মা বৃদ্ধ হলে তাদের দেখাশোনা করার সময় সন্তানদের অজুহাত হয় সময় নেই, ব্যস্ততা আছে। কিন্তু তারা সেটা করে তখনই যখন টাকা দিতে হয় বা সম্পত্তির হিসাব আসে সামনে। ভালোবাসা আর দায়িত্ব তখন পেছনে পড়ে যায়।
এই সমস্যার মূল সমাধান হতে পারে নৈতিক শিক্ষা, মানবিক মূল্যবোধ ও সচেতনতা। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজকে একযোগে কাজ করতে হবে যেন মানুষ টাকাকে প্রয়োজনে ব্যবহার করে, কিন্তু তার দাস না হয়ে পড়ে। মানবতার পুনর্জাগরণ ঘটাতে হলে ভালোবাসা, সহমর্মিতা ও নৈতিকতা চর্চাকে উৎসাহিত করতে হবে।টাকা জীবনের প্রয়োজন, কিন্তু সেটা যদি মানবতা, নৈতিকতা ও মনুষ্যত্বকে পদদলিত করে তাহলে সমাজ অমানবিক হয়ে ওঠে। তাই টাকাকে উপার্জনের মাধ্যম হিসেবে রাখি, কিন্তু মানবতাকে হৃদয়ে স্থান দিই।
ধন্যবাদ সবাইকে
আমি মোঃ রিপন মাহমুদ। আমার স্টীমিট একাউন্ট@ripon40। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমার সবচেয়ে বড় গুণ হলো কারোর উপর রাগ করলে সহজেই ভুলে যাই।
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/mahmudrr_r/status/1941016614562120167?t=hOuz0XR0iJ_fjff3939hsw&s=19
https://x.com/mahmudrr_r/status/1941017050853659069?t=-9H4yVINjMcNRf71ktUWLg&s=19
https://x.com/mahmudrr_r/status/1941017451304833284?t=Y7evShReOp-PDlrK8MFPtA&s=19
ভাইয়া আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো। সত্যি বলেছেন বর্তমান টাকার জন্য সব কিছু হেরে যায়।আর ভালোবাসার কোন মূল্য নেই। শিক্ষক, আদালত চিকিৎসা সবক্ষেত্রেই যাদের টাকা আছে তারাই ভালো। তবে আমাদের সবার উচিত সহমর্মিতা ও নৈতিকতাকে জাগরিত করে তোলা।ধন্যবাদ ভাইয়া সুন্দর লিখেছেন।