মনের জোরই সবচেয়ে বড় শক্তি//by ripon40
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon40 বাংলাদেশের নাগরিক
- মনের জোরই সবচেয়ে বড় শক্তি
- ০৩, আগস্ট ,২০২৫
- রবিবার
আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও ভালো আছি। আজ আমি " মনের জোরই সবচেয়ে বড় শক্তি " শেয়ার করছি । আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
মানুষের জীবনে যত রকম শক্তির প্রয়োজন, তার মধ্যে মনের জোর বা মানসিক শক্তি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। শারীরিক শক্তি কিংবা সম্পদের অভাব অনেক সময় মানুষকে পেছনে টেনে ধরতে পারে, কিন্তু মনের জোর থাকলে সেই বাধাগুলোও অতিক্রম করা সম্ভব হয়। এটি এমন এক শক্তি, যা বিপদে, কষ্টে, ব্যর্থতায় কিংবা রোগ-শোকেও মানুষকে সামনে এগিয়ে যেতে সাহস জোগায়।
ইতিহাসে এমন বহু উদাহরণ রয়েছে, যেখানে মানুষ শুধু মনের জোরের কারণে অসম্ভবকে সম্ভব করেছে। যেমন, হেলেন কেলারের কথা বলা যায় – তিনি জন্মের পর থেকেই অন্ধ ও বধির ছিলেন, তবুও তাঁর অদম্য মানসিক শক্তির কারণে তিনি একজন বিখ্যাত লেখক, বক্তা ও সমাজকর্মী হয়ে উঠেছিলেন। তাঁর মনের জোরই তাঁকে বিশ্বে অনুপ্রেরণার প্রতীক বানিয়েছে।
আরেকটি বাস্তব উদাহরণ হলো আমাদের মুক্তিযুদ্ধ। ১৯৭১ সালে বাংলাদেশের মানুষ অস্ত্র, প্রশিক্ষণ কিংবা উন্নত রসদের দিক থেকে পিছিয়ে থাকলেও তারা মনের জোরে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়ায়। দেশপ্রেম আর স্বাধীনতার আকাঙ্ক্ষা তাদের মধ্যে এমন এক মানসিক শক্তি জাগিয়ে তোলে, যা অবশেষে বিজয়ে পরিণত হয়।
শুধু ঐতিহাসিক বা বিশ্বখ্যাত উদাহরণ নয়, আমাদের আশেপাশে প্রতিদিনই আমরা এমন মানুষ দেখি যারা কঠিন জীবনসংগ্রামে মনের জোর দিয়ে সামনে এগিয়ে চলেছে। দারিদ্র্য, দুর্যোগ, ব্যর্থতা বা শারীরিক প্রতিবন্ধকতা থাকলেও তারা হাল না ছেড়ে চেষ্টা চালিয়ে যায়, এবং একসময় সফলতাও অর্জন করে।
অনেক সময় দেখা যায়, দুইজন সমান পরিস্থিতিতে পড়লেও একজন হাল ছেড়ে দেয়, আরেকজন লড়াই করে যায়। এর প্রধান কারণ হচ্ছে মানসিক শক্তির পার্থক্য। মনোবল শক্তিশালী হলে মানুষ নিজের ভয়, হতাশা এবং সীমাবদ্ধতাকে জয় করতে পারে। ফলে সে নিজের জীবনকে পরিবর্তন করতে পারে অন্যদের তুলনায় অনেক বেশি।
মনের জোর শুধু নিজের সমস্যার সমাধানে নয়, অন্যদের অনুপ্রাণিত করতেও কাজ করে। একজন আত্মবিশ্বাসী ও মানসিকভাবে শক্তিশালী মানুষ অন্যদের মাঝে সাহস ছড়িয়ে দিতে পারে। তাই পরিবার, সমাজ ও রাষ্ট্র গঠনে এমন মানুষের ভূমিকা অপরিসীম।সবশেষে বলা যায়, শারীরিক, আর্থিক কিংবা বাহ্যিক শক্তি ক্ষণস্থায়ী হলেও মনের জোর চিরস্থায়ী এবং প্রকৃত শক্তি। এই শক্তি গড়ে তুলতে হয় ধৈর্য, আত্মবিশ্বাস ও ইতিবাচক চিন্তার মাধ্যমে। তাই আমাদের প্রত্যেকের উচিত নিজের মধ্যে মানসিক দৃঢ়তা গড়ে তোলা – কারণ মনের জোরই একজন মানুষকে সত্যিকারের বিজয়ী করে তোলে।
ধন্যবাদ সবাইকে
আমি মোঃ রিপন মাহমুদ। আমার স্টীমিট একাউন্ট@ripon40। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমার সবচেয়ে বড় গুণ হলো কারোর উপর রাগ করলে সহজেই ভুলে যাই।
https://x.com/mahmudrr_r/status/1952019095387324629?t=c4t-T_6JpChtW0w-Zcri0w&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
চমৎকার একটি টপিক নিয়ে দেখেছেন ভাইয়া। সফলতার পিছনে মনের জোরের অবদান অনেকখানি। মনের জোরের জন্য মানুষ প্রায় অসম্ভব জিনিস কেউ সম্ভব করে ফেলেন। দারুন কিছু উদাহরণ দিয়েছেন। ইতিহাস ঘাটলে এরকম অনেক উদাহরণ পাওয়া যাবে। আমাদের প্রত্যেকের মনের জোর থাকা অতি আবশ্যক।
প্রত্যেকটা সফলতার পেছনে মনোবল সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর মনবল না থাকলে সহজ কিছুও অনেক বেশি কঠিন হয়ে যায়। ভাইয়া আপনার লেখাগুলো পড়ে অনেক ভালো লাগলো।