ভোরের শান্ত ছোঁয়া//by ripon40
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon40 বাংলাদেশের নাগরিক
- ভোরের শান্ত ছোঁয়া
- ২৭, আগস্ট ,২০২৫
- সোমবার
আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও ভালো আছি। আজ আমি " জীবনের প্রতিটা ব্যর্থতা একেকটা শিক্ষার নাম " শেয়ার করছি । আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
ভোর মানে হলো নতুন দিনের শুরু। রাতের অন্ধকার কেটে গেলে যখন প্রথম আলো দেখা যায়, তখন চারপাশে এক ধরনের শান্ত পরিবেশ তৈরি হয়। এই সময়টাকেই আমরা বলি ভোরের শান্ত ছোঁয়া।
ভোরের শান্ত ছোঁয়া সবচেয়ে বেশি অনুভূত হয় পাখির কূজনের মধ্যে। মসজিদের আজান ভেসে আসে বাতাসে, সেই শব্দ মিশে যায় শিশিরভেজা পাতার মর্মরে। যারা নিয়মিত ভোরে জেগে ওঠেন, তারা ভালোভাবেই বোঝেন—সকালের এই সময়ের পরিবেশ মনকে কেমন করে শান্ত আর নির্মল করে তোলে। উদাহরণস্বরূপ, একজন ছাত্র যদি ভোরে পড়াশোনা শুরু করে, তার মনোযোগ ও স্মরণশক্তি থাকে সবচেয়ে প্রখর।
ভোরের শান্ত ছোঁয়া শুধু পড়াশোনা বা কাজের উপযোগী পরিবেশ তৈরি করে না, বরং মানসিক স্বাস্থ্যের জন্যও উপকারী। মনোবিজ্ঞানীদের মতে, ভোরে প্রকৃতির সংস্পর্শে আসা মানুষের স্ট্রেস কমায় এবং দিনভর ইতিবাচক মানসিকতা ধরে রাখতে সাহায্য করে। যেমন ধরুন, অনেক সফল ব্যক্তির অভ্যাসই হচ্ছে ভোরে ঘুম থেকে ওঠা এবং দিন শুরু করা।
ভোরের শান্ত ছোঁয়ার আরেকটি দিক হলো এর আধ্যাত্মিক অনুভূতি। মুসলমানদের জন্য ফজরের নামাজ, হিন্দুদের জন্য প্রাতঃস্মরণ বা পূজা—সব ধর্মেই ভোরকে একটি পবিত্র সময় হিসেবে বিবেচনা করা হয়। কারণ এই সময় মানুষ সহজেই মনকে একাগ্র করতে পারে। উদাহরণ হিসেবে বলা যায়, মহানবী (সা.)-এর একটি হাদিসে উল্লেখ আছে, ফজরের নামাজে বরকত রয়েছে।
ভোরের শান্ত ছোঁয়া প্রকৃতির সজীবতাকেও প্রকাশ করে। কৃষক মাঠে যান, গরু-মহিষের ডাক শোনা যায়, আর মাঠ জুড়ে থাকে শিশিরের ঝলমলে বিন্দু। এই দৃশ্য যে কাউকে মোহিত করে তোলে। যেমন—বাংলাদেশের গ্রামীণ জীবনে ভোরের সময় কৃষকরা নতুন দিনের শ্রম শুরু করেন, যা গ্রামবাংলার অর্থনীতির প্রাণ।
ভোরের শান্ত ছোঁয়ার আরেকটি সৌন্দর্য হলো এটি শহুরে জীবনের কোলাহল থেকে মুক্তির মুহূর্ত। দিনের বেলা শহর যত ব্যস্ত আর যান্ত্রিক হয়ে ওঠে, ভোরে ঠিক ততটাই থাকে নিস্তব্ধ ও প্রশান্ত। উদাহরণ হিসেবে, ঢাকার মতো ব্যস্ত শহরে ভোরবেলা হাতেগোনা কিছু গাড়ির শব্দ শোনা যায়, রাস্তা প্রায় ফাঁকা থাকে—যা এক ভিন্ন অনুভূতি দেয়।
সবশেষে বলা যায়, ভোরের শান্ত ছোঁয়া হলো জীবনের জন্য এক অমূল্য সম্পদ। এটি মানুষকে দেয় উদ্যম, প্রকৃতির কাছে টেনে নেয়, আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ করে এবং দিনের কাজকে করে সহজতর। যারা এই সময়টাকে কাজে লাগাতে পারেন, তারা জীবনে সফলতা ও প্রশান্তি লাভে এগিয়ে থাকেন। তাই আমাদের প্রত্যেকেরই উচিত ভোরের শান্ত ছোঁয়া অনুভব করা এবং সেটিকে জীবনের অংশ বানানো।
ধন্যবাদ সবাইকে
আমি মোঃ রিপন মাহমুদ। আমার স্টীমিট একাউন্ট@ripon40। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমার সবচেয়ে বড় গুণ হলো কারোর উপর রাগ করলে সহজেই ভুলে যাই।
https://x.com/mahmudrr_r/status/1960326959566880807?t=VsSIIuaJLRe3-W0p65bPvw&s=19
https://x.com/mahmudrr_r/status/1960327385871757742?t=SdV7aKWPT9PHB94ekBkKag&s=19
https://x.com/mahmudrr_r/status/1960327862055248188?t=WY403Y_g6CXYzyC-Q_MfXQ&s=19