নদীর বুকে নৌকায় শান্তির সন্ধান
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon40 বাংলাদেশের নাগরিক
- নদীর বুকে নৌকায় শান্তির সন্ধান
- ২১, আগস্ট ,২০২৫
- বৃহস্পতিবার
আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালো আছেন। বিকেলে কাটানোর সুন্দর মুহূর্তের দৃশ্য পটভূমি শেয়ার করব । আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
তাহলে চলুন গল্পটি শুরু করি |
---|
নদী মানেই প্রকৃতির এক অনন্য মহিমা। এর বিশালতা, কলকল ধ্বনি, আর জলের ঢেউ জীবনের এক অদ্ভুত সুর তুলে ধরে। নৌকা সেই নদীর অন্তরের এক সাথী—যার বুকে ভেসে চলা মানুষ খুঁজে পায় শান্তি, প্রশান্তি ও এক ধরণের মানসিক মুক্তি। "নদীর বুকে নৌকায় শান্তির সন্ধান" শুধু একটি অনুভূতি নয়, বরং এটি জীবনদর্শনের মতো একটি অভিজ্ঞতা।নদীর বুকের স্বচ্ছ জল, বাতাসে ভেসে আসা শীতল হাওয়া আর চারপাশের সবুজের দৃশ্যপট মানুষকে এক ধরণের শান্তির বার্তা দেয়। নগর জীবনের কোলাহল থেকে মুক্তি পেতে মানুষ নদীর বুকে নৌকায় বসে প্রকৃতির কোলে আশ্রয় খোঁজে।
Device : Redmi Note 11
নৌকায় যাত্রা মুহূর্তে
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..

প্রতিবছর বর্ষাকালীন সময়ে আমরা নদীতে অনেক ঘুরাঘুরি করি। সেই ঘুরাঘুরির পরিমাণ সময় যত যাচ্ছে ততই যেন কমে যাচ্ছে। গত বছরের কথাই বলি না কেন প্রচুর ঘুরাঘুরি করেছি । এবার সেই তুলনায় খুবই কম ঘুরাঘুরি করা হয়েছে। সময়ের সাথে সাথে সবকিছুই যেন বেমানান হয়ে যাচ্ছে। সবার মধ্যে দূরত্ব জীবনের তাগিদে সবাই এখন অনেক ব্যস্ত এটাই হয়তো আমাদের এই সুন্দর মুহূর্ত উপভোগ করার বড় বাধা। ১৬ ই আগস্ট দিনটি আমাদের কাছে ছিল খুবই স্পেশাল। সবাই আগের মতো একত্রিত হয়ে নৌকায় ঘোরাঘুরি করার সুযোগ পেয়েছিলাম।
Device : Redmi Note 11
বহমান নদীর দৃশ্যপটভূমি
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..

সেদিন আমরা সবাই বিকেল সাতটার দিকে ঘুরাঘুরির জন্য বের হই। সাথে ছিল চাউলের রুটি এক হাড়ি হাঁসের মাংস মিষ্টি জাতীয় খাবার ফিরনি যেটা আমার খুবই প্রিয়। এর আগেই আমরা নৌকা ঠিক করে রেখেছিলাম আমরা যখন নৌকার কাছে পৌঁছায় সেখানে গিয়ে দেখে নৌকা আসতে লেট হয়েছে। যাইহোক, কিছু সময় অপেক্ষা করার পর আমরা আমাদের কাঙ্খিত মুহূর্তের জন্য নৌকায় উঠে বললাম। যখন খোলামেলা পরিবেশে পৌঁছলাম ততটাই ভালো লাগছিল যে ছবিগুলো দেখলেই আপনার বুঝতে পারবেন।নৌকায় বসে নদীর ঢেউয়ের শব্দ শোনা, আকাশের দিকে তাকানো কিংবা জেলেদের জাল ফেলতে দেখা এক অদ্ভুত প্রশান্তি এনে দেয়। মানুষের মন থেকে দুঃশ্চিন্তা, ক্লান্তি ও চাপ ধীরে ধীরে মিলিয়ে যায়।
Device : Redmi Note 11
নদীর মাঝে কাটানো সুন্দর মুহূর্ত
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..

নদীর নৌকায় সময় কাটানো শুধু একাকী শান্তির জায়গা নয়, বরং পরিবার, বন্ধু বা প্রিয়জনের সঙ্গে এক অসাধারণ সময় ভাগ করার মাধ্যম। হাসি-আড্ডা, গান গাওয়া কিংবা স্রেফ চুপ করে বসে থাকা—এসব মিলেই শান্তির পূর্ণতা মেলে।নৌকাভ্রমণ এক ধরণের অ্যাডভেঞ্চারও বটে। ভোরে কুয়াশার ভেতর নৌকায় ভেসে থাকা কিংবা সন্ধ্যায় সূর্যাস্ত দেখা মানুষের জীবনে ভোলার মতো অভিজ্ঞতা নয়। এই অভিজ্ঞতার ভেতর দিয়েই শান্তির সন্ধান মেলে।নৌকায় নদীর ঢেউয়ের সাথে তাল মিলিয়ে ভেসে চলা মানুষকে শেখায় ধৈর্য, সহনশীলতা ও জীবনের ওঠা-নামার সঙ্গে মানিয়ে নেওয়ার শিক্ষা। সব মিলিয়ে দারুন একটি দিন পার করেছি।
পোস্ট বিবরণ
শ্রেণী | নদীর নরম ঢেউয়ে জেগে ওঠা সকাল |
---|---|
ডিভাইস | Redmi note 11 |
ফটোগ্রাফার | @ripon40 |
লোকেশন | Kushtia |
ধন্যবাদ সবাইকে
আমি মোঃ রিপন মাহমুদ। আমার স্টীমিট একাউন্ট@ripon40। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমার সবচেয়ে বড় গুণ হলো কারোর উপর রাগ করলে সহজেই ভুলে যাই।
https://x.com/mahmudrr_r/status/1958499778074923367?t=TerfSzwjPeRks2HKJ6wcqQ&s=19
https://x.com/mahmudrr_r/status/1958500196314214561?t=4q8b_ljIqb2iAG6tSSciCw&s=19