সিলেট ভোলাগঞ্জ সাদা পাথর // by ripon40
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon40 বাংলাদেশের নাগরিক
- সিলেট ভোলাগঞ্জ সাদা পাথর
- ০২, আগস্ট ,২০২৫
- শনিবার
আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালো আছেন। আজ আমি সিলেট রাতারগুল ডিঙ্গি নৌকায় দৃশ্য পটভূমি শেয়ার করবো।আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।
তাহলে চলুন শুরু করি |
---|
গত বছর নভেম্বর মাসের ২১ তারিখে সোমবার রাত দেড়টার সময় ট্রেনে সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম ।পার্বত্য অঞ্চলে অনেকবার যাওয়া হয়েছে কিন্তু সিলেট প্রথমবার যাওয়া সেটা অন্যরকম অনুভূতি ছিল। টেনে ভ্রমণ করতে আমরা সবাই পছন্দ করি। বিশেষ করে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে সেজন্য আমাদের ভ্রমণের বেশিরভাগ মুহূর্ত বা যাত্রা পথে ট্রেনের দৃশ্যপট দেখতে পান আপনারা। সিলেটে প্রথমবার ঘুরতে যাওয়া সেজন্য অনুভূতিটাই অন্যরকম যখন আমরা সিলেটে গিয়ে পৌঁছালাম সেখানে সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে অবস্থান করেছিলাম সাগর ভাইয়ের আঙ্কেলের কোয়ার্টারে উঠেছিলাম।
Device : Redmi Note 11
মেঘের রাজ্য মেঘালয়
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..

সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথর এলাকা বাংলাদেশের এক অপার প্রাকৃতিক সৌন্দর্যের কেন্দ্রবিন্দু। খাসিয়া-জৈন্তা পাহাড়ঘেরা এই স্থানটির রূপ, সৌন্দর্য ও পরিবেশ পর্যটকদের মুগ্ধ করে রাখে।ভোলাগঞ্জ, সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় অবস্থিত একটি ঐতিহাসিক ও প্রাকৃতিক দিক দিয়ে সমৃদ্ধ স্থান। এখানকার ‘সাদা পাথর’ এলাকা মূলত খনিজ পাথর আহরণের স্থান হিসেবে পরিচিত হলেও, এটি এখন একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসেবেও খ্যাত।
Device : Redmi Note 11
বিভিন্ন দোকান
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..

ভোলাগঞ্জ দিয়ে প্রবাহিত ধলাই নদী ভারত থেকে নেমে এসেছে, যার জল এতটাই স্বচ্ছ যে নিচের পাথর পর্যন্ত স্পষ্ট দেখা যায়। নদীর পানি নীলাভ-সবুজ বর্ণের, যা দেখতে এক কথায় চোখ জুড়ানো। পর্যটকরা নৌকায় চড়েই এই নদীপথ ঘুরে দেখেন, আর সেই সঙ্গে উপভোগ করেন নদীর পাড়ঘেঁষে থাকা পাহাড়ের দৃশ্য।এই অঞ্চলের মূল আকর্ষণ হচ্ছে ছোট-বড় বিভিন্ন আকৃতির সাদা-রঙা পাথরের বিশাল সমাহার। এসব পাথরের মাঝে হাঁটতে হাঁটতে মনে হয় যেন প্রাকৃতিক কোনো শিল্পের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছেন। বর্ষাকালে পাহাড়ি ঝরনার পানি এসে নদীতে মিশে এক অভাবনীয় দৃশ্য সৃষ্টি করে।
Device : Redmi Note 11
সাদা পাথরের দৃশ্য পটভূমি
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..

আমি যেখানেই যাচ্ছিলাম সিলেট থেকে শুধু আমার চোখে একটি বিষয় দৃষ্টি কেড়ে নিচ্ছিল। সেটা হচ্ছে মেঘালয় এত সুন্দর লাগছে দেখতে পাহাড়ের উপরে সুন্দর সুন্দর বাড়ি মেঘের আভাস সব মিলিয়ে দারুন একটা বিষয় ।আমরা যে সময় জাফলং গিয়ে পৌঁছলাম প্রচন্ড রোদ ছিল সাথে কিছু খাবার নিয়ে গিয়েছিলাম। সেখান থেকে পানি যেটা প্রয়োজন সেই ধরনের সকল কিছুই সঙ্গে নিয়ে গিয়েছিলাম। পাহাড়ি রাস্তা দিয়ে যখন নদীর দিকে নামতে শুরু করলাম সাদা পাথরের দৃশ্য দেখে খুবই ভালো লাগছিল। প্রথমবার সিলেটে যাওয়া অনুভূতিটাই অন্যরকম ছিল। সেখানেই অবস্থান করছিলাম যেখানেই অবস্থান করছিলাম ভিন্ন এক অনুভূতির সাক্ষী। আশা করি আপনাদের কাছেও আমার ঘোরাঘুরি মুহূর্তের গল্প ভালো লাগবে।
পোস্ট বিবরণ
শ্রেণী | সিলেট ভোলাগঞ্জ সাদা পাথর |
---|---|
ডিভাইস | Redmi note 11 |
ফটোগ্রাফার | @ripon40 |
লোকেশন | সিলেট |
ধন্যবাদ সবাইকে
আমি মোঃ রিপন মাহমুদ। আমার স্টীমিট একাউন্ট@ripon40। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমার সবচেয়ে বড় গুণ হলো কারোর উপর রাগ করলে সহজেই ভুলে যাই।
https://x.com/mahmudrr_r/status/1951674900672102532?t=fUJTJbkmRbLrbVv4532bpw&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.