নদীর নরম ঢেউয়ে জেগে ওঠা সকাল

in আমার বাংলা ব্লগ13 days ago

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon40 বাংলাদেশের নাগরিক


  • নদীর নরম ঢেউয়ে জেগে ওঠা সকাল
  • ৩১, জুলাই ,২০২৫
  • বৃহস্পতিবার


আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালো আছেন। বিকেলে কাটানোর সুন্দর মুহূর্তের দৃশ্য পটভূমি শেয়ার করব । আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।



1000071088-01.jpeg



তাহলে চলুন গল্পটি শুরু করি


প্রতিটি নতুন সকাল যেন একটি অদ্ভুত মায়ায় মোড়া উপহার। আর সেই সকালের সবচেয়ে মনোমুগ্ধকর বিষয়টি হলো শীতল হাওয়া। এই হাওয়া কেবল শরীরকে জুড়ায় না, মনকেও প্রশান্ত করে তোলে। বিশেষ করে গ্রামীণ পরিবেশে সকালের হাওয়া যেন প্রকৃতির নিজ হাতে লেখা এক কবিতা।শীতল হাওয়ার এমন একটি বিশেষ গুণ আছে—এটি মুহূর্তেই ক্লান্ত মনকে চাঙা করে তোলে। যাঁরা সকালবেলা হাঁটতে বের হন, তাঁরা জানেন সেই হাওয়ার কী প্রশান্তি! ফুসফুস ভরে নিঃশ্বাস নিতে নিতে মনে হয়, যেন নতুন করে বাঁচার শক্তি ফিরে পাচ্ছি।

IMG_20250730_053317.jpg

IMG_20250730_053313.jpg

IMG_20250730_055910.jpg

IMG_20250730_060825.jpg


Device : Redmi Note 11
সকালের দৃশ্য পটভূমি
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



অনেকদিন যাবত সকাল সকাল ঘুম থেকে উঠা হয় না সকালে ঠান্ডা হওয়া যেটা শরীরের জন্য খুবই উপকারী প্রতিনিয়ত দেরিতে ঘুম থেকে ওঠা যেটা সত্যি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এইতো কয়েকদিন হলো সকাল সকাল ঘুম থেকে উঠে হাঁটাহাঁটি করা নদীর পাড়ে গিয়ে সুন্দর মুহূর্ত কাটানো যেগুলো সত্যিই অনেক ভালো লাগে সকাল সকাল ঘুম থেকে উঠলে শরীর মন দুটোই ভালো থাকে। আর ঘুম থেকে দেরিতে উঠলে সারাটা দিন অলসতায় ভরপুর থাকে। যেটা থেকে পরিত্রাণ পাওয়ার একটাই উপায় সকাল সকাল ঘুম থেকে ওঠা অনেক রাত জাগা আর ফলে সকাল সকাল ঘুম থেকে ওঠা হয় না। সেজন্য চেষ্টা করছি খুব তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়ার আবার সকালে ঘুম থেকে ওঠার।

IMG_20250730_061017.jpg

IMG_20250730_061020.jpg

IMG_20250730_061036.jpg

IMG_20250730_061101.jpg


Device : Redmi Note 11
নদীর তীরে বৃহৎ বট বৃক্ষ
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



কয়েকদিন যাবত সকাল সকাল ঘুম থেকে উঠে ছোট ভাই ব্রাদার যারা আছে তাদেরকে ডেকে নিয়ে একটু হাঁটাহাঁটি করি আমাদের বাসা থেকে ২.৫ কিলোমিটার দূরে আমলাবাড়ী নদী সেখানে সকালবেলা জেলেরা মাছ ধরে এনে বিক্রির জন্য ব্যস্ত হয়ে পড়ে সেই দৃশ্যটা অনেকদিন হলো উপভোগ করা হয় না। তাই প্ল্যান করেছিলাম সকালে ঘুম থেকে উঠে আড়াই কিলোমিটার হেঁটে আমরা সেখানে গিয়ে মাছ দেখব যেগুলো আমার কাছে খুবই ভালো লাগে । নদীর তাজা মাছ দেখার মজাই আলাদা সেখানে যাওয়ার পর আমাদের পেলাম ছিল গাড়িতে আবার বাড়িতে ব্যাক করব সেখানেই ছোটখাটো একটা হোটেল ছিল। সকালে খিচুড়ি খাওয়ার মজাই আলাদা সেই হোটেল থেকে খিচুড়ি খেয়েছিলাম।

IMG_20250730_064825.jpg

IMG_20250730_064455.jpg

IMG_20250730_064055.jpg

IMG_20250730_063716.jpg


Device : Redmi Note 11
নদীর মাঝে কাটানো সুন্দর মুহূর্ত
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



আমরা যখন গাড়ির জন্য অপেক্ষা করছিলাম সেই সময় আমাদের এলাকার এক আঙ্কেল বলল চল নৌকাই যাই ।তিনি নদীতে মাছ মারে ইঞ্জিন চালিত নৌকা যেতে বেশি টাইম লাগবে না। অনেকদিন হলো নৌকায় ঘুরাঘুরি করা হয় না । সেই ঘুরাঘুরি করার মুহূর্তটাও পার করতে পারব। তার সাথে গিয়ে আমরা নৌকায় উঠে পড়লাম। সুন্দর বাতাস বইছে নদীর বুকে কি দারুন মুহূর্ত । সত্যিই অনেকদিন পর এত সুন্দর একটা মুহূর্ত উপভোগ করব ভাবতেও পারিনি ।নৌকায় উঠে চারিপাশের দৃশ্যগুলো উপভোগ করলাম। তার পাশাপাশি ফটোগ্রাফি করার চেষ্টা করেছি। যেগুলো আপনাদের সাথে সবসময় শেয়ার করি। আশা করি আমার কাটানো সুন্দর সকালের দৃশ্য আপনাদের কাছে অনেক ভালো লাগবে।

পোস্ট বিবরণ

শ্রেণীনদীর নরম ঢেউয়ে জেগে ওঠা সকাল
ডিভাইসRedmi note 11
ফটোগ্রাফার@ripon40
লোকেশনKushtia

ধন্যবাদ সবাইকে



20211112_012926-01.jpeg

আমি মোঃ রিপন মাহমুদ। আমার স্টীমিট একাউন্ট@ripon40। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমার সবচেয়ে বড় গুণ হলো কারোর উপর রাগ করলে সহজেই ভুলে যাই।



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuzVwHnY92rponrLLcEknitVG5yvYaPTExVtjfc6Bi4cvC9ppuyLmaATGbhg8UF4suiCxVfuw2YuSWJftJo9C74dQUN2WE1yNJmdtXp.png

💞 আল্লাহ হাফেজ 💞

Sort:  
 13 days ago 

Screenshot_2025-07-31-15-20-11-160_com.coinmarketcap.android.jpg

Screenshot_2025-07-31-15-19-31-104_com.twitter.android.jpg

 11 days ago 

খুব সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছ থেকে এত চমৎকার একটি পোস্ট পড়ে বেশ ভালই লাগলো৷ যেভাবে আপনি এখানে নদীর নরম ঢেউয়ে জেগে ওঠো সকালের এত চমৎকার একটি মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করেছেন তা বেশ ভালই লাগছে৷ চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন যা দেখে অনেক বেশি ভালো লাগছে৷