আমার লেখা কবিতা "উদ্ভাসিত কবি" (Poem of my writing "Manifest poet")||(১০% লাজুক খ্যাকের জন্য) by ripon40
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon বাংলাদেশের নাগরিক
- উদ্ভাসিত কবি
- ০৩,ডিসেম্বর ,২০২২
- শনিবার
আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে আমার লেখা কবিতা শেয়ার করছি। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
নিজের কিছু অনুভূতির কথা
একজন স্বর্ণকার সোনার মালা দিয়ে মালা বানায়, একজন মুক্তার কারিগর মুক্তার পুঁতি দিয়ে মালা বানায়, একজন ফুলওয়ালা ফুল এবং সুতো দিয়ে মালা বানায়, আমি কী দিয়ে মালা বানাব তা খুঁজে মরছি। কাগজ আছে, কলম আছে, আর কিছু নেই, এগুলো দিয়ে মালা বানাবো, কীভাবে? অবশেষে ছন্দে মালা বেঁধেছি, এই মালায় সাজিয়েছি কাগজের টুকরোয়। আমি কবি নই, আমার মাথায় প্রতিভা আছে, ছন্দের মালা ছড়িয়ে আছে সবার মনের পাতায়। কবিরা সে সব ছন্দ সংগ্রহ করে মালা বানিয়েছেন, ছন্দ দিয়ে নানা রকম ছবি এঁকেছেন। আপনি বা আমি চেষ্টা করলেই পারি, আমাদের মনের ছন্দে ছন্দের মালা গাঁথতে পারি। যদি, মনের কবিতা, আমরাও অনেক কবিতা লিখতে পারি। তুমি, আমি ভাববাদী কবি হতে পারি।
উদ্ভাসিত কবি
মুক্তোকার গাঁথে মালা মুক্তোর পুঁতি দিয়ে,
ফুলকুড়ানী মালা বানায় ফুল গেঁথে সুতায়,
কিসের মালা গাঁথবো আমি খুঁজে মরি তাই।
কাগজ আছে কলম আছে আর তো কিছু নাই,
এসব দিয়ে গাঁথবো মালা, কোন সে উপায়?
অবশেষে গাঁথলাম আমি ছন্দ দিয়ে মালা,
এই মালাতেই সাজিয়ে নিলাম কাগজের এই ডালা।
না-ই হই কবি মানুষ মোরা মেধা আছে মাথায়,
ছন্দ পুঁতি ছড়িয়ে আছে সবার মনের পাতায়।
সে সব ছন্দ কুড়িয়ে নিয়ে মালা গাঁথেন কবি,
ছন্দ দিয়ে আঁকেন তাঁরা অনেক রকম ছবি।
তুমি কিংবা আমিও পারি যদি চেষ্টা করি,
আপন মনের ছন্দ দিয়ে ছন্দ মালা গড়ি।
উদ্ভাসিত করি যদি, মনের কাব্যিকতা,
আমরাও তো লিখতে পারি অনেক কবিতা।
ছন্দ রং-এ রাঙাতে পারি আপন মনের রবি।
ধন্যবাদ সবাইকে
আমি মোঃ রিপন মাহমুদ। আমার স্টীমিট একাউন্ট@ripon40। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমার সবচেয়ে বড় গুণ হলো কারোর উপর রাগ করলে সহজেই ভুলে যাই।
বাহ খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার এই সুন্দর কবিতা পড়ে মুগ্ধ হয়ে গেলাম। কবিতার প্রতিটা লাইন খুব সুন্দর ভাবে মিলিয়েছেন। ছন্দ দিয়ে সাজিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার অনুভূতি গুলো খুব সুন্দর ভাবে প্রকাশ পেয়েছে আপনার কবিতার মাধ্যমে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য।
কবিতার কথা গুলো অসাধারণ ছিল।সুন্দর ভাবে ছন্দের সুতোয়, কথার মালা গেথেছেন।কবিতাটি পড়ে অনেক ভাল লাগল।শুভ কামনা রইল আপনার জন্য।
আপনার কবিতাটি আমার কাছে অনেক ভালো লেগেছে। সত্যি তো আপনি ছন্দ মিলিয়ে দারুণ কবিতা লিখেছেন।কবিতার প্রত্যেকটি লাইন অনেক সুন্দর হয়েছে। তারপরে ও কিছু লাইন মন কেড়ে নেই।
অবশেষে গাঁথলাম আমি ছন্দ দিয়ে মালা,
এই মালাতেই সাজিয়ে নিলাম কাগজের এই ডালা।
আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর একটি কবিতা উপহার দেওয়ার জন্য।
ঠিক বলেছেন ভাইয়াএকজন স্বর্ণকার স্বর্ণ দিয়ে মালা বানায়। একজন মুক্তাকার মুক্তার পুঁথি দিয়ে মালা গাথে। একজন ফুলওয়ালা ফুল দিয়ে মালা বানাই ।আপনি অনেক সুন্দর ভাবে গুছিয়ে গুছিয়ে আমাদের মাঝে কবিতা শেয়ার করেছেন। আসলেই আপনার কবিতাটা অনেক সুন্দর হয়েছে ধন্যবাদ ভাইয়া।
ভাই, আপনার কবিতা পড়ে আমিও খুব চেষ্টা করলাম ছন্দ মেলানোর, কিন্তু বিশ্বাস করুন সবশেষে এসে যেন হ য ব র ল হয়ে যাচ্ছে। তাই এই চেষ্টা আমার কাছে বৃথাই চেষ্টা। মনের ভেতরে কবিতার ছন্দ না থাকলে, কবিতা লেখা খুবই কষ্টদায়ক। আপনার কবিতাটি খুব সুন্দর ছন্দ মিলিয়ে মিলিয়ে লিখেছেন, যা পরে ভীষণ ভালো লাগলো। এভাবেই এগিয়ে যান ভাই আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
আরে বাহ অসাধারণ ভাই ৷ মালা নিয়ে এতো সুন্দর কবিতা লিখেছেন ৷ তবে যাই হোক ছন্দে ছন্দে মালা নিয়ে কবিতা দারুন হয়েছে ৷
ধন্যবাদ ভাই ৷
আপনি ঠিক বলেছেন ভাইয়া কবি না হলেও, সবাই তার মনের ছন্দ দিয়ে কিন্তু কবিতার মালা গাঁথে। স্বর্ণকার বাদে স্বর্ণ দিয়ে মালা ,ফুলুয়ালা বাধে ফুল দিয়ে মালা, আর আপনি বেঁধেছেন আপনার মনের ছন্দ দিয়ে কবিতার মালা। আপনার কবিতা টি অসাধারণ ভাইয়া।
কবিতার প্রতিটি লাইন সত্যি অসাধারণ ছিল। আপনি ঠিকই বলেছেন ভাইয়া, কবি না হলেও সবাই তার মনের ছন্দ দিয়ে কবিতার মালা গাঁথে। আর সেই ছন্দের মালা দিয়ে কাগজকে সাজিয়ে তোলেন। কবিতার কথাগুলো সত্যি দারুন ছিল ভাইয়া। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনার কবিতার অনুভূতিটা পরেই তো একেবারে অন্যরকম একটা অনুভূতি হল। স্বর্ণের মালা, মুক্তার মালা, এসব জানি কিন্তু ছন্দের মালা বিষয়টা সত্যিই অসাধারণ হয়েছে। তাছাড়া ছন্দ হিসেবে কবিতাটা ও ভীষণ ভালো লেগছে। কি সুন্দর একটা বিষয়
নিয়েছেন কবিতা লেখার জন্য। এভাবে আমি কখনো ভাবি নি। তাছাড়া ভীষণ ভালো লেগেছে কবিতাটা পড়তে।