আমার লেখা কবিতা " জীবনের সংগ্রাম " (Poem of my writing "The struggle of life")||by ripon40
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon বাংলাদেশের নাগরিক
- জীবনের সংগ্রাম
- ২৭,সেপ্টেম্বর ,২০২৫
- শনিবার
আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে আমার লেখা কবিতা শেয়ার করছি। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
নিজের কিছু অনুভূতির কথা
আসলে মাঝে মাঝে কবিতা লিখতে অনেক ভালো লাগে।কবিতার মাধ্যমে জীবনের বাস্তব বিষয়গুলো অনেক সুন্দর ভাবে ফুটে ওঠে । কবিতা পড়তে এবং লিখতে দুটোই আমার খুবই পছন্দ সেজন্য মাঝে মাঝে কবিতা লিখে থাকি। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে অনেকেই আছেন অনেক ভালো কবিতা লিখেন তাদের কবিতা লেখা ধরন অনেক ভালো। সেই থেকেই অনুপ্রাণিত হয় এবং মাঝে মাঝে কবিতা লিখে থাকি। মানুষ যখন অসত্যের বেড়াজালে আবদ্ধ হয়ে যায়। অসত্যের নেশায় মগ্ন হয়ে সত্যের জগৎ থেকে বেরিয়ে যায়। তখন বিভিন্ন ধরনের খারাপ কাজে লিপ্ত হয়। জীবনকে করে বিভীষিকাময় । তখনই জীবন অসুন্দর হয়ে যায়। ধীরে ধীরে জীবনকে করে ধ্বংস যে প্রাপ্তিটা কেউই প্রত্যাশা করে না। আবার জীবনে আমার অনেক সময় অনেক ধরনের স্বপ্ন দেখে থাকি। অনেক ধরনের চিন্তাভাবনা ঘুরপাক খায় সেই চিন্তা ভাবনামূলক প্রশ্নের উত্তর হয়তো আমরা কখনো খুঁজে পাই না। তবুও সেই স্বপ্নগুলো বার বার চোখের অগোছরে থেকে যায়। জীবনের এই ছুটে চলা মুহূর্তগুলো কখনো সহজ কখনো কঠিন। ভিন্ন পথের ভিন্ন অনুভূতি নতুন কিছু সাক্ষী হওয়া যেটা সবাই চায়। এই মুহূর্তগুলো সত্যিই অনেক সুন্দর যেটা নিজেকে নিয়ে অনেক ভাবায় অনেক বাস্তবতা সম্পর্কে ধারণা দেয়। যেটা জীবনের অনেক বড় একটা দিক এটি সবাই চায় ছড়িয়ে দিয়ে নিজেকে নতুন কিছুর স্পর্শে যেতে।জীবনের এই ভাবনাগুলো কখনো কষ্টের কখনো সুখের কখনো অনুভূতির মুহূর্তে সারা জাগায় ।
জীবনের সংগ্রাম
আশার প্রদীপ বুকে নিয়ে এগিয়ে চলে সবার জানা।
কাঁটা ভরা পথে হেঁটে খুঁজে নেয় নতুন আলো,
হাজার ব্যথা সয়ে মানুষ বুনে আগামীকাল।
অন্ধকার শেষে ফুটে ওঠে ভোরের রঙিন প্রহার।
শ্রম আর ঘামে গড়া হয় স্বপ্নের দালান,
সংগ্রামের মাঝেই লুকিয়ে থাকে জীবনের গান।
আশার প্রদীপ বুকে নিয়ে এগিয়ে চলে সবার জানা।
কাঁটা ভরা পথে হেঁটে খুঁজে নেয় নতুন আলো,
হাজার ব্যথা সয়ে মানুষ বুনে আগামীকাল।
অন্ধকার শেষে ফুটে ওঠে ভোরের রঙিন প্রহার।
শ্রম আর ঘামে গড়া হয় স্বপ্নের দালান,
সংগ্রামের মাঝেই লুকিয়ে থাকে জীবনের গান।
অদম্য মন হার মানে না, রাখে দৃঢ় ভরসা।
পাহাড় ডিঙিয়ে, সাগর পাড়ি দিয়ে খোঁজে সফলতা,
সংগ্রামই শেখায় মানুষকে জীবনের মহিমা।
ধন্যবাদ সবাইকে
আমি মোঃ রিপন মাহমুদ। আমার স্টীমিট একাউন্ট@ripon40। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমার সবচেয়ে বড় গুণ হলো কারোর উপর রাগ করলে সহজেই ভুলে যাই।
https://x.com/mahmudrr_r/status/1971658505326416332?t=DzgwQ8fl7AlVUsjVdKtAag&s=19
https://x.com/mahmudrr_r/status/1971658851587084355?t=UT0kf_umPzHox4Tb7jy2Dw&s=19
জীবন মানেই তো প্রতিনিয়ত নতুন নতুন অভিজ্ঞতা এবং নতুন সংগ্রামের মহানায়ক হওয়া। পরাজয় হলে মানুষ নতুন কিছু শিখে সেই দৃষ্টিভঙ্গিতে নিজেকে নতুন করে তৈরি করে। আপনার পোস্টে কবিতায় জীবন সংগ্রামের সুন্দর কিছু দিক নিদর্শন ফুটিয়ে তুলেছেন এর উপর সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য ধন্যবাদ।
আপনার কবিতার লাইন আমার অনেক বেশি ভালো লেগেছে। সুন্দর একটি টপিক নিয়ে কবিতা লিখেছেন আপনি। প্রত্যেকটি লাইন খুব সুন্দর লেগেছে আমার কাছে। আসলে কবিতা লাইন পড়ে মনে হচ্ছে যেন প্রফেশনাল একজন কবির কবিতা পড়ছি। বেশ ভালো লেগেছে আমার কাছে।