শখের বাগানের ফুল ও সুন্দর মহূর্তের ফটোগ্রাফি।। 10% beneficiary to @shy-fox।।

in আমার বাংলা ব্লগ4 years ago (edited)

আসসালামু আলাইকুম,
আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দুয়াতে।

এই কিছু দিন ধরে মনটা একদম ভালো নেই,আসলে আমরা যেই ভাবে সব কিছু চিন্তা ভাবনা করি তার বিপরী আল্লাহ তায়ালা আমাদের জন্য রেখে দেন অন্য কিছু। জানি না আল্লাহ তায়ালা কি চাইছেন?শুধু এটাই জানি সৃষ্টিকর্তার যা করবেন ভালোর জন্যই করবেন।
আমার খুব বেশি মন খারাপ হলে আমি বাগানে গিয়ে বসে থাকি।বাগানের হরেক রকম এর গাছের ফুল গুলো দেখলে মনটা একদম হালকা হয়ে যায়।আজকে আমি আমার কিছু শখের ফুল ও মহূর্তে কিছু ফটোগ্রাফি শেয়ার করবো।

বাগানে গিয়ে প্রথমে আমার ঘাস ফুল গাছে পানি দিয়ে দিলাম। বাগানের পরিচর্যা করতে খুব ভালো লাগে মনটাও ভালো হয়ে যায়। আর এই ফুলের যদি অন্য কোন নাম থাকে তবে দয়া করে কমেন্ট করে জানাবেন। কারণ আমি এই ফুলের নাম জানি না এটাই জানি ঘাস ফুল।

IMG_20211101_173638.jpg

আসলে আমার বাগানে অনেক ধরনের ফুল গাছ রয়েছে তবে সব গুলো ফুলের নাম আমার জানা নেই।

IMG_20211101_173603.jpg

আমার এই ফুল গুলো খুব ভালো লাগে আমার এই ফুল গাছের চারটা লাগিয়েছি পাঁচ মাস হয়েছে।
এই প্রথম নতুন ফুল ফুটেছে।

IMG_20211110_212504.jpg

আর এই ফুলটাও আমার অনেক ভালো লাগে। ছোট ছোট ঘাস ফুল যদিও এর কোন সুগন্ধ নেই।

IMG_20211110_212541.jpg

এখন আমার কিছু মূহুর্তের ফটোগ্রাফি।

আমাদের পুকুর পাড়ে হাটতে গিয়ে ছিলাম, হাঠাৎ নারকেল গাছের উপরে নজর পড়লো।নারকেল গাছের পাতায় তিনটি বাবুই পাখির বাসা দেখে আমার খুব ভালো লাগেছে তাই আর দেরি না ফটোগ্রাফি তুলে নিলাম।
IMG_20211020_120534.jpg

কিছু সময় যাওয়ার পর সন্ধা নেমে আসে সেই সময়ে আকাশের সৌন্দর্য দেখে তো আমি মুগ্ধ হয়ে গেলাম, চাঁদ কে যে কতো সুন্দর লাগছিল বলে বুঝাতে পারবো না।
সাথে সাথে ফটোগ্রাফি তুলে রাখি।
IMG_20211108_181501.jpg

IMG_20211108_181448.jpg

আশা করি আপনাদের ভালো লাগবে আমার এই ফটোগ্রাফি গুলো। লিখায় কোন ভুল হলে দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই।
আবার দেখা হবে আল্লাহ হাফেজ সবাইকে।

ফটোগ্রাফারঃ-
@santa14

অবস্থানঃ-
https://w3w.co/obsessing.recited.fixate

ডিভাইস

ViVo Y11

ধন্যবাদ সবাইকে।

Sort:  
 4 years ago 

দারুণ ফটোগ্রাফি 😍😍😍

ফুল হচ্ছে পবিত্র, আর তার ছবি দেখলে মন অটোমেটিক ভালো হয়্র যায়

 4 years ago 

জি ভাইয়া ঠিক বলছেন।
সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ ভাইয়া।

 4 years ago 

আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে খুব ভালো লেগেছে। বেশিরভাগ নারিকেল গাছের ছবিটা ভালো লেগেছে। অনেক সুন্দর ভাবে আপনি এই ফটোগ্রাফি গুলো করেছে। অনেক ধন্যবাদ আপু এত সুন্দর ফুলের ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার

 4 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর কমেন্ট করার জন্য

আপনার ফটোগ্রাফি গুলো খুবই চমৎকার হয়েছে। সেইসাথে ফুলের মাঝে যে আপনার কি ভালোবাসা সেটিও চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন। আপনি খুব সুন্দর করে প্রথমাংশ বুঝিয়েছেন আপনার মন খারাপের সঙ্গী ফুলের বাগান। বিষয়টি আমাকে খুবই ভালো লেগেছে। অনেক অনেক শুভেচ্ছা রইল আপনার জন্য।

 4 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
আপনার জন্য শুভকামনা রইলো ভাইয়া।

 4 years ago 

আপনার তোলা ফুলগুলোর ছবি অসাধারণ ছিল। আবার সন্ধ্যাকালীন সময় সূর্য ডোবার দৃশ্যটাও আমার কাছে খুব ভালো লেগেছে। সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 4 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর মতামত শেয়ার করার জন্য।

আপনার ধারনকৃত ছবিগুলো খুব সুন্দর হয়েছে। প্রথম ছবিটা হয়েছে একেবারে অসাধারণ। শিশির ভেজা ফুলের সৌন্দর্য খুবই চমৎকার ভাবে ধারণ করেছেন আপনি। ধন্যবাদ এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করবার জন্য।

 4 years ago 

ধন্যবাদ ভাইয়া।

শখের বাগানের ফুল ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে। দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। প্রতিটি ফটোগ্রাফি অনেক চমৎকার সাথে উপস্থাপনা বেশ ভালো হয়েছে।এতে সুন্দর পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ। শুভ কামনা রইলো।

 4 years ago 

জি ভাইয়া আমার খুব ভালো লাগে বাগানের যত্ন করতে।
আমি খুব খুব ভালোবাসি বাগান করতে।
আমাকে আরো অনেক উৎসাহিত করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

আপনার জন্য অনেক শুভকামনা রইলো ভাইয়া।