ফটোগ্রাফি পোস্ট ||| এলোমেলো ফটোগ্রাফি ||| original photography by @saymaakter.

in আমার বাংলা ব্লগlast month

আলাইকুম। আমার বাংলা ব্লগের সকল ভাই-বোনেরা আশা করছি এই বৃষ্টিময় আবহাওয়ায় পরিবারের সবাইকে নিয়ে সুস্থ সুন্দরভাবে দিন যাপন করছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।


বরাবরের মতো আবারো হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি কিছু এলোমেলো ফটোগ্রাফি নিয়ে।ফটোগ্রাফি করতে অনেক ভালো লাগে। তাই তো সব সময় চেষ্টা থাকে যখনই বাইরের সুন্দর কোন জায়গায় যাওয়া হয় তখন সবার আগে আকর্ষণ থাকে ফটোগ্রাফি করার জন্য। একটা সময় খুব দ্বিধা এবং লজ্জাবোধ হতো ফটোগ্রাফি করতে কিন্তু এখন ফটোগ্রাফি টাই প্রধান বিষয় হয়ে দাঁড়িয়েছে কোন জায়গায় গেলে।দ্বিধাদ্বন্দ্ব ও লজ্জাবোধ কোন কাজে যদি থাকে সেই কাজ করে সফল হওয়া যায় না।নিজের হাতের যেকোনো রেসিপি তৈরির পর চেষ্টা করি প্রত্যেকটি রেসিপির ফটোগ্রাফি করে মোবাইলে রাখার জন্য।নিজের মনের মতো করে চেষ্টা করি রেসিপিগুলো সুন্দর করে সাজিয়ে ফটোগ্রাফি করার জন্য। যত ব্যস্তই থাকি না কেন আমার বাংলা ব্লগের ভালোবাসা সব কাজ থেকে একটু ব্যতিক্রম। তাইতো বাংলা ব্লগের জন্য অনেক সুন্দর ভাবে ফটোগ্রাফি গুলো ক্যাপচার করতে হয়। যদিও সেরকম ফটোগ্রাফার আমি নয় তারপরও চেষ্টা করি কিভাবে ফটোগ্রাফি গুলো করলে সুন্দর লাগবে এবং সকলকে আকর্ষণ করবে। আপনাদের ভালো লাগলে সেই ফটোগ্রাফিটি আমার সার্থক।

Messenger_creation_AD88100D-1ECD-42F3-9886-0E14F4A1D723.jpeg

মজাদার ডোনাট

ডোনাট রেসিপিটি একটি ব্যতিক্রমভাবে করেছিলাম যদিও বাংলা ব্লগে পোস্ট করার জন্য সব ছবিগুলো উঠিয়েছি এর মাঝে হঠাৎ করে কয়েকটি ছবি ডিলিট হয়েছে যার কারণে আর পোস্ট করতে পারিনি। তাই তার লাস্ট ফটোগ্রাফিটি আপনাদের মাঝে তুলে ধরলাম। রেসিপিটি অনেক মজাদার ছিল।

Messenger_creation_50D211A1-182F-484A-9E92-194E5162CE48.jpeg

তালের পিঠা

যদিও বর্তমানে পাকাতাল এখনো ওঠেনি। এর আগের তাল ফ্রিজ আপ করা ছিল। সেই তাল দিয়ে পিঠাগুলো তৈরি করেছিলাম এবং তার একটি ফটোগ্রাফি উঠাতে ভুল করিনি। সেই ফটোগ্রাফি আপনাদের মাঝে তুলে ধরলাম।

Messenger_creation_F015B80E-A134-4A08-BA96-F64F134054B5.jpeg

লুচি

ফুলকো ফুলকো গরম গরম লুচি খেতে সবাই পছন্দ করে আর বর্তমানে চলছে বৃষ্টিময় আবহাওয়া। এই বৃষ্টির দিনে এরকম লুচি হলে মন্দ হয় না।তাই তার একটি ফটোগ্রাফি আপনাদের মাঝে তুলে ধরলাম।

Messenger_creation_93932DF4-174C-4051-911E-F37AB08E9DDC.jpeg

মাছের রেসিপি

সবজি দিয়ে যেকোনো ঝোল রেসিপি তৈরি করলে খেতে অনেক ভালো লাগে । ঝোলের যে কোন রেসিপি আমাদের শরীর স্বাস্থ্যের জন্য খুব ভালো। তাই এই রেসিপির ফটোগ্রাফি আপনাদের মাঝে তুলে ধরলাম ।

Messenger_creation_68718418-3C55-46D1-B6BA-ADC9022943E0.jpeg

লতি ভাজি

লতিতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন। লতি ভাজি খেতে অনেক সুস্বাদু। আমার খুব পছন্দের একটি রেসিপি। এই রেসিপির একটি ফটোগ্রাফি আপনাদের মাঝে তুলে ধরলাম।

Messenger_creation_E83655E2-2CAB-40AB-ABE9-EEC9F5E50DFF.jpeg

প্রাকৃতিক সৌন্দর্য

প্রাকৃতিক সৌন্দর্য আমাদেরকে মুগ্ধ করে। প্রাকৃতিক কাছে গেলে আমরা সবাই বুক ভরে নিঃশ্বাস নিতে পারি । প্রকৃতির সৌন্দর্যগুলো আমাদেরই চোখে এতটা ভালো লাগে যা আমরা উপভোগ করে অনেক শান্তি পাই।

আমার পরিচয়।

আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।

🇧🇩আল্লাহ হাফেজ🇧🇩

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81NHHer5pttSkxUWcabJpof3M5s5UtqChgwwfFjqBVeuxLYQFRXsHBuU6ggNYrPqsERfTQUhztnk5GB2KS6acVRY.png

Messenger_creation_FF6D906D-749B-4E07-8320-B599EE0CFF0F.png

Messenger_creation_2F56E3F2-027F-4EEF-9A13-7105084B0F77.png

Messenger_creation_5ECC1BDD-EC8B-4D17-9935-6B81DE8F1765.png

Sort:  
 last month 

আপনার তোলা ফটোগ্রাফি গুলো বেশ সুন্দর হয়েছে। তবে লতি ভাজির ফটোগ্রাফিটি দেখে রীতিমতো মুখে জল চলে আসার অবস্থা। আমার ভীষণ পছন্দের একটি খাবার। ভীষণ ভালো লাগলো এত সুন্দর কিছু ফটোগ্রাফি দেখে।

 last month 

আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে বেশ কয়েকটি এলোমেলো ফটোগ্রাফী আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্ৰাফী আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। বিশেষ করে আপনার শেয়ার করা প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফি টি একটু বেশি ভালো লেগেছে।

 last month 

বেশ লোভনীয় কিছু খাবারের ফটোগ্রাফি শেয়ার করেছেন আপু। আপনার শেয়ার করা প্রতিটি খাবার দেখতে বেশ আকর্ষণীয় লাগছে। দেখেই বোঝা যাচ্ছে খেতে খুবই সুস্বাদু ছিল প্রতিটি খাবার। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 last month 

খুবই সুন্দর হয়েছে আপনার শেয়ার করা আজকের এই ফটোগ্রাফি গুলো৷ যেভাবে আপনি আজকে এখানে সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন তা দেখে একেবারে মুগ্ধ হয়ে গেলাম। এখানে সবগুলো ফটোগ্রাফি আপনি খুবই সুন্দরভাবে শেয়ার করেছেন৷ একই সাথে এখানে ফটোগ্রাফিগুলোর সাথে খুব সুন্দর বর্ণনা শেয়ার করেছেন৷ একের পরে ফটোগ্রাফি গুলো যখন দেখছিলাম এবং বর্ননা পড়ছিলাম তখন অনেক বেশি ভালো লাগছিল৷