জেনারেল রাইটিং পোস্ট ||| ভাই বড় ধন রক্তের বাঁধন ||| original writing by @saymaakter.
আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগের সকল ভাই বোনেরা আশা করছি পরিবারকে নিয়ে সুস্থ সুন্দরভাবে দিন যাপন করছেন। আমি আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে মোটামুটি ভালো আছি। বেঁচে আছি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। যদিও আমি অসুস্থ তারপরও আজ এই অসুস্থতার সাথে মনটাও প্রচন্ড খারাপ।
source
বরাবরের মতো আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আমি আজ আপনাদের মাঝে" ভাই বড় ধন রক্তের বাঁধন" জেনারেল রাইটিং পোস্ট নিয়ে হাজির হয়েছি।
যদিও দুদিন থেকে প্রচন্ড ঠান্ডা এবং জ্বর। তারপরে এত অসুস্থ থাকার পরেও হঠাৎ বড় ভাইয়ের অপারেশনের খবরটা আরো আমাকে নার্ভাস করে তুলছিল । কেন না নার্ভাস হওয়ার মতোই কথা। আমার বড় ভাইয়ের হার্টের সমস্যা ছিল।ইন্ডিয়ায় গিয়ে কয়েক বছর আগে সেখানে অপারেশন করে এবং সেই ডাক্তারদের মাধ্যমে চিকিৎসা করে এসেছে। যদিও তার হার্টের রিং পড়ানো আছে এবং খুব সাবধানে চলাফেরা করতে হয়। তাকে রেগুলার নিয়ম মাফিক চলতে হয় এবং ওষুধ খেতে হয়। এর মাঝে আবার অসুস্থ হয়ে যায়। এবং সেই অসুস্থতার জন্য তাকে অপারেশন করতে হবে।
কিছুদিন আগে ঢাকায় ডাক্তারের পরামর্শে সমস্ত কিছু চেকআপ করে দেখানোর পর ডাক্তার বলেছে অপারেশন করতে হবে। তাই তার অপারেশনে যেতে না পেরে কবুতরের মত ছটফট করছিল মন। বারবার মনে হচ্ছিল আল্লাহ তুমি এই অসুস্থ মানুষটাকে কেন বারবার এমন কঠিন সমস্যায় ফেলছো। বড় ভাইবোন অনেক ভালোবাসার ও স্নেহের। আসলে ভাই বোনের সম্পর্ক গুলো সৃষ্টিকর্তা নিজের হাতেই সৃষ্টি করে দিয়েছেন এমন মধুর সম্পর্ক মনে হয় আর কোথাও নেই। তাইতো কারো কিছু হলে আরেকটি হৃদয় কেন জানি খুব কেঁপে ওঠে। আসলে সারাটা দিন অনেক টেনশনে ছিলাম।
যখন অপারেশন সাকসেসফুল হল তখন একপ্রকার শান্তি এলো মনে। বোনদের শুভ কামনা এবং বোনদের দোয়া আল্লাহ কখনো ফেলতে পারে না। এতটা খারাপ লাগছিল ভাইয়ের জন্য। বারবার মনে হচ্ছিল কখন শুনতে পাবো অপারেশন সাকসেসফুল হয়েছে। যদিও ভাইয়ের টেনশনে আমার মায়ের প্রেসার বেড়ে গিয়েছিল। এখন আমার মা ও কিছুটা সুস্থ।
সৃষ্টিকর্তা সকল ভাই বোনের সম্পর্ক আরো মধুর করে দেক।প্রতিটি সম্পর্ক যেন ভালোবাসায় ভরপুর থাকে। সম্পর্ক হয়তো কিছুদিনের জন্য সমস্যা হতে পারে কিন্তু কারো কোন বিপদ হলে কেউ থাকতে পারেনা আর এটাই বুঝি ভাই বোনের টান। ভাই বোনের টান ও রক্তের সম্পর্ক কখনো বিচ্ছিন্ন হতে পারে না।
আমার পরিচয়।
আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।
https://x.com/mst_akter31610/status/1949848295138078787?t=f_6ng1wJIVy2fJzgFNAYpQ&s=19
https://x.com/mst_akter31610/status/1949850045978931350?t=-Uv27EFhJ1dep5kUhfXHrw&s=19
অসাধারণ হৃদয়স্পর্শী একটি লেখা! আপনার এই ব্লগটি কেবল একটি গল্প নয়, এটি ভাইবোনের নিঃস্বার্থ ভালোবাসা, উদ্বেগ আর স্নেহের এক জীবন্ত দলিল। ভাইয়ের অসুস্থতায় আপনার যে মানসিক চাপ, দোয়া আর গভীর ভালোবাসা—তা প্রতিটি শব্দে অনুভব করা যায়।
দোয়া করুন ভাই।আমাদের ভাই বোনের মধ্যে যেন ভালোবাসাটা আজীবন থাকে।