স্বরচিত কবিতা পোস্ট ||| চা মানে ||| original poetry by @saymaakter.
আসসালামু আলাইকুম আমার বাংলা ব্লগের সকল ভাই বোনেরা আশা করছি পরিবারকে নিয়ে সুস্থ সুন্দরভাবে দিন যাপন করছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আপনাদের জন্য সবসময় দোয়া করি সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে কারণ আমার বাংলা ব্লগ পরিবারটিকে আমি অনেক ভালবাসি।
source
বরাবরের মতো আবারো হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আমি আজ আপনাদের মাঝে হাজির হয়েছি আমার স্বরচিত কবিতা নিয়ে।কবিতা লিখতে অনেক ভালোবাসি তাই তো সব সময় চেষ্টা করে যাচ্ছি কবিতা লেখার।নিত্যনতুন কবিতা নিয়ে আপনাদের মাঝে হাজির হওয়ার জন্য সব সময় চেষ্টা থাকে আমার।আজ একটু ব্যতিক্রম ধরণের কবিতা নিয়ে হাজির হলাম। সকালে ঘুম থেকে উঠেই চা না খেলে মনে হয় সারাদিনের ক্লান্তি দূর হয় না। এক কাপ গরম চা মনে হয় সারাদিনের ক্লান্তি দূর করে। জানিনা কার কার এমনটা হয় তবে আমার বেলায় এটা হয়ে থাকে। বলতে পারেন একপ্রকার চাপ প্রেমি। তবে একেবারে যে ছয় সাত কাপ খেতে হবে তার কোন কথা নেই। সকাল এবং সন্ধ্যায় খেতেই হবে রেগুলার । আর সকাল সন্ধ্যায় যদি চা না খাই মাথার ব্যথা এবং শরীরটাও কেন জানি ভালো লাগেনা। জানিনা আমার এটা বাজে অভ্যাসে পরিণত হয়ে গেল নাকি। তবে চা কে এমন ভাবে জীবনের সাথে জড়িয়ে নিয়েছি মনে হয় সে আমার বন্ধু অনুপ্রেরণা সাথী। যেকোনো কাজে কবিতা লেখা বন্ধুদের সঙ্গে আড্ডা অতিথি আপ্যায়নে সবকিছুতেই তাকে কাছে পাই। তাইতো প্রেম হোক চায়ের সঙ্গে প্রেম হোক চায়ের আড্ডায় প্রেম হোক চায়ের প্রতিটি চুমুকে। আমি আজ আপনাদের মাঝে আমার স্বরচিত কবিতা "চা মানে " নিয়ে হাজির হয়েছি। চলুন আর কথা না বাড়িয়ে কবিতাটি দেখে নেওয়া যাক।
চা মানে আবেগ
চায়ের কাপে গরম ধোয়া
ক্লান্ত হৃদয়ে সতেজতার ছোঁয়া।
চা মানে কথোপকথন
চা মানে হোক বিনিময়,
চা মানে ভাবনার ছন্দ।
চা মানে তুমি আর আমি
চা মানে সকাল সন্ধ্যা
চা মানে কথার ঝুড়ি।
চা মানে সময়ের সাথে এগিয়ে যাওয়া
চা মানে তৃপ্তির পরশ মেলে জীবনে
চা দিয়েই সকাল শুরু,
ব্যর্থতা ও ক্লান্তির গ্লানি
চলে যায় এক নিমিষে
সেই গরম ধোয়া কাপে এক চুমুকেই ।
আড্ডা হবে চায়ের সাথে
অতিথি আপ্যায়নে ছোট বড় সকলের সাথে
গভীর প্রেম হোক চায়ের সাথে।
আমার পরিচয়।
আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।
🇧🇩আল্লাহ হাফেজ🇧🇩
আপনি তো খুব সুন্দর একটি কবিতা লিখেছেন
আপনার চা মানে কবিতাটি পড়ে খুব ভালো লাগলো। তবে অনেক মানুষ আছে সকালবেলা এক কাপ চা না খেলে তাদের কাছে ভালো লাগে না। আর চা নিয়ে সুন্দর একটি কবিতা লিখে খুব সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করেছেন ।
অসাধারণ একটি কবিতা শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছ থেকে সুন্দর কবিতা পড়ে খুব খুশি হলাম৷ এখানে যেভাবে আপনি সুন্দর কবিতা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন তার মধ্য দিয়ে আপনি যেভাবে এই সুন্দর কবিতা ফুটিয়ে তুলেছেন৷ তার পাশাপাশি এখানে এই কবিতার লাইনের সামজ্ঞস্যতা একেবারে চমৎকারভাবে বজায় রেখেছেন৷ আপনার কাছ থেকে যখন এই কবিতা পড়লাম তখন আমার কাছে অনেক বেশি ভালো লাগলো৷
বাহ্! চা নিয়ে চমৎকার একটি কবিতা লিখে শেয়ার করেছেন আপু। সকাল এবং সন্ধ্যায় চা পান না করলে সত্যিই ভালো লাগে না। আপনি আসলেই খুব ভালো কবিতা লিখেন। যাইহোক এতো চমৎকার একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।