ফটোগ্রাফি পোস্ট ||| সবুজ প্রকৃতির ফটোগ্রাফি ||| original photography by @saymaakter.

in আমার বাংলা ব্লগlast month

আসসালামু আলাইকুম।আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল ভাই ও বোনেরা আশা রাখি সকলে সুস্থ আছেন এবং সুন্দর সময় অতিবাহিত করছেন নিজ নিজ পরিবার নিয়ে। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে পরিবার সহ বেশ ভালো আছি।

IMG_20241222_121800.jpg


আজকে আবারো আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হতে চলেছি।জানিনা আমার ব্লগ গুলো আপনাদের কাছে কেমন লাগে? তবে আপনাদের মন্তব্য গুলো পড়ে বেশ ভালো লাগছে, তাই ব্লগ লেখার আগ্রহ দিন দিন বেড়েই চলেছে।

IMG_20250614_185233.jpg

আজকে আমি আপনাদের মাঝে ফটোগ্রাফি পোস্ট নিয়ে হাজির হতে চলেছি। আমার ফটোগ্রাফি পোস্টের নাম "সবুজ প্রকৃতির ফটোগ্রাফি"।চলুন আর কথা না বাড়িয়ে আজকের পোস্টে কি কি ফটোগ্রাফি আছে তা এক নজরে দেখে নেওয়া যাক।

IMG_20250104_125520.jpg

এই পৃথিবীতে এমন কোন মানুষ নেই যে সবুজ প্রকৃতি ভালোবাসে না কারণ প্রকৃতি ছাড়া আমরা তো অচল। আমরা যে নিঃশ্বাসের সাথে কার্বন ডাই অক্সাইড ছেড়ে দেই সেটি বৃক্ষরাজি গ্রহণ করে এবং তারা অক্সিজেন ছাড়া আর সে অক্সিজেন দিয়ে আমরা বেঁচে থাকি। অক্সিজেনটা মানুষের জন্য কতটুকু প্রয়োজন এটি আমরা কখন বুঝেছি যখন করোনা আসলো।

IMG_20241225_170046.jpg

আর আসার কারণে অক্সিজেনের কি মূল্যায়ন সেটি আমরা হারে হারে টের পেয়েছি। এছাড়া আমরা কখনো বুঝতেই পারিনি মহান সৃষ্টিকর্তা আমাদেরকে এত কোটি কোটি টন অক্সিজেন ফ্রি দিয়ে বাঁচিয়ে রেখেছে,তার কোন শুকরিয়া আমাদের ছিল না কিন্তু করোনায় আমাদের বুঝিয়ে দিয়েছে অক্সিজেন দাম কতটা বেশি এবং অক্সিজেন যদি টাকা দিয়ে কিনে চলতে হতো তাহলে আমরা কতদিন বেঁচে থাকতে পারতাম।

IMG_20250104_125516.jpg

কিন্তু আমরা মানুষ এমন ভাবে বৃক্ষ এবং সবুজ প্রকৃতি নষ্ট করছি, যেটা আসলে বলার মত না। আমরা কখনো চিন্তাই করছি না এই বৃক্ষরাজি থেকে অক্সিজেন গ্রহণ করে আমরা বেঁচে আছি।

IMG_20250128_130559.jpg

তাই সবুজ প্রকৃতির প্রতি আমাদেরও কৃতজ্ঞতাবোধ থাকা উচিত।যে সবুজ প্রকৃতি নিঃস্বার্থভাবে আমাদেরকে শুধু অক্সিজেন প্রদান করে থাকে কিন্তু তার কৃতজ্ঞতা স্বরূপ তাদের সঙ্গে যে আমাদের ভালো আচরণ করা উচিত এবং তাদের বংশবৃদ্ধির জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা করা উচিত, তা আমরা কখনই করি না।

IMG_20250128_130610.jpg

আজকের মত এখানেই শেষ করছি আবারো নতুন কোন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত আপনাদের কাছে থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ।

আমার পরিচয়।

আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।

🇧🇩আল্লাহ হাফেজ🇧🇩

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81NHHer5pttSkxUWcabJpof3M5s5UtqChgwwfFjqBVeuxLYQFRXsHBuU6ggNYrPqsERfTQUhztnk5GB2KS6acVRY.png

Messenger_creation_FF6D906D-749B-4E07-8320-B599EE0CFF0F.png

Messenger_creation_2F56E3F2-027F-4EEF-9A13-7105084B0F77.png

Messenger_creation_5ECC1BDD-EC8B-4D17-9935-6B81DE8F1765.png

Sort:  
 last month 

অসম্ভব সুন্দর লাগছে আপনার তোলা এই ফটোগ্রাফি গুলো দেখতে। এমন সবুজে ঘেরা পরিবেশ ভীষণ ভালো লাগে। এমন পরিবেশে বেশ কিছুটা সময় কাটাতে আমার মনে হয় সবাই খুব পছন্দ করে। আর তার সাথে এমন সুন্দর পরিবেশের ফটোগ্রাফি দেখতেও ভীষণ ভালো লাগে। আপনি অনেক সুন্দর সবুজ প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন ধন্যবাদ।

 last month 

এমন সুন্দর প্রাকৃতিক পরিবেশ আমার ভীষণ ভালো লাগে। এমন পরিবেশে ঘুরতে সময় কাটাতে যেমন ভালো লাগে তেমন ভালো লাগে এমন সুন্দর পরিবেশের ফটোগ্রাফি দেখতে। আর আপনি এত সুন্দর প্রাকৃতিক পরিবেশের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে ভীষণ ভালো লাগছে।