ফটোগ্রাফি পোস্ট ||| ‎কিছু এলোমেলো ফটোগ্রাফি |||original photography by @saymaakter.

in আমার বাংলা ব্লগ19 days ago

আসসালামু আলাইকুম।আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল ভাই ও বোনেরা আশা রাখি সকলেই পরিবারসহ সুস্থ আছেন এবং সুন্দর সময় অতিবাহিত করছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় ও মহান সৃষ্টিকর্তার রহমতে বেশ ভালো আছি।

IMG_20250829_164220.jpg


আজকে আবারও আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হতে চলেছে। প্রতিনিয়ত ব্লগ না লিখলে কেন যেন ভালো লাগেনা,এটা যেন নেশায় পরিণত হয়েছে। আজকে আমি আপনাদের মাঝে "কিছু এলোমেলো ফটোগ্রাফি" নিয়ে হাজির হলাম। চলুন আর কথা না বাড়িয়ে আজকের ফটোগ্রাফি গুলো দেখে নেওয়া যাক।

IMG_20250911_074920.jpg

ফটোগ্রাফি করা একটি অনেকের কাছে ফ্যাশন, অনেকের কাছে নেশা আবার অনেকের কাছে পেশা।আমার মনে হয় প্রতি ১০০ জনে ৯৯জনই ফটোগ্রাফি করতে পারে কিন্তু এর মধ্যে নেশা এবং পেশা হিসেবে যারা কাজটি বেছে নিয়েছে তাদের ফটোগ্রাফি করা গুলো একটু ব্যতিক্রম কারণ তারা ফটোগ্রাফি করার বিষয়টি জানে ও বোঝে।

IMG_20250829_162057.jpg

আমার মত যারা ফটোগ্রাফার তারা আসলে ফটোগ্রাফি কোন অ্যাঙ্গেলে করলে ভালো হবে, এই বিষয়গুলি আমাদের মাথায় নেই, মাথায় থাকে না বা পাশে না। এজন্য আমাদের ফটোগ্রাফি গুলো ভালো হয় না আবার একদম পচা হয় আমার মনে হয় না।

IMG_20250911_075423.jpg

আমাদের ফটোগ্রাফি গুলো নিয়ে তাই সবাই এক নজরে দেখার পরে এক বাক্যে বলে দেন ভালো হয়েছে বা মোটামুটি ভালো,এই কথাতে আসলে আমরা অনেক খুশি কারণ আমরা তো আর ফটোগ্রাফার নয়।

IMG_20250829_125831.jpg

কিন্তু কোন ফটো গ্যালারি এক্সিবিশনে যখন গিয়েছি তখন সে এক্সিবিশনে ফটোগ্রাফি গুলো দেখে বিশ্লেষণ করেন পর্যবেক্ষকেরা এবং তাদের মন্তব্যগুলো হয় অনেক কঠিন। কত অ্যাঙ্গেল থেকে ফটোগ্রাফিটি করেছে এবং কত অ্যাঙ্গেলে করার কথা ছিল এ ধরনের মন্তব্য করতে তারা দ্বিধাবোধ করেন না।

IMG_20250911_075347.jpg

মন্তব্য গুলো শুনলে অনেক সময় মাথায় ধরে না যে আসলে ফটোগ্রাফিতে এ ধরনের ভুল হতে পারে।আসলে কোন কাজই সহজ না, আমরা অনেক সময় মনে করি কতই না সহজ, বাস্তবে সেই কাজটি করতে গেলে বোঝা যায় সেটি কতটা কঠিন।

IMG_20250913_172933.jpg

পরিশেষে একটি কথায় বলতে চাই এটি হলো কোন কাজকেই তুচ্ছ ভাবা ঠিক না এবং যে কাজ করে তাকেও তুচ্ছ করা ঠিক না।প্রতিটি কাজের একটি করে ব্যতিক্রম ফ্যাশন আছে,যা সবার পক্ষে করার সম্ভবনা।

আমার পরিচয়।

আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।

🇧🇩আল্লাহ হাফেজ🇧🇩

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81NHHer5pttSkxUWcabJpof3M5s5UtqChgwwfFjqBVeuxLYQFRXsHBuU6ggNYrPqsERfTQUhztnk5GB2KS6acVRY.png

Messenger_creation_FF6D906D-749B-4E07-8320-B599EE0CFF0F.png

Messenger_creation_2F56E3F2-027F-4EEF-9A13-7105084B0F77.png

Messenger_creation_5ECC1BDD-EC8B-4D17-9935-6B81DE8F1765.png



Sort:  
 18 days ago 

আপনি সঠিক বলেছেন যারা এই ফটোগ্রাফিকে নেশা বা পেশা হিসেবে বেছে নিয়েছে তাদের ফটোগ্রাফি গুলি একটু হলেও ইউনিক ধরনের হয়ে থাকে ।তবে আপনার ফটোগ্রাফি গুলিও কিন্তু দুর্দান্ত হয়েছে। সেই সাথে বর্ণনা গুলো খুবই চমৎকার দিয়েছেন।

 17 days ago 

আমার ফটোগ্রাফি গুলো আপনার ভালো লেগেছে জেনে অনেক ভাল লাগল। আর সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ।

 18 days ago 

এলোমেলো ভাবে এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন দেখে, আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। আপনি কিন্তু সত্যি খুব সুন্দর ফটোগ্রাফি করতে পারেন। আমার কাছে আপনার প্রথম তিনটা ফটোগ্রাফি সবথেকে বেশি ভালো লেগেছে দেখতে। এরকম সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো আপনি আশা করি সব সময় আমাদের মাঝে শেয়ার করবেন।

 17 days ago 

অনেক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে পাশে থেকে উৎসাহ দেওয়ার জন্য ।

 18 days ago 

সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো দেখলেই আমার কাছে খুব ভালো লাগে। আমি ফটোগ্রাফি করতে একটু বেশি ভালোবাসি । আর ফটোগ্রাফি পোস্টগুলো দেখলেও খুব ভালো লাগে আমার কাছে। আপনি যদি সবসময় এভাবে ফটোগ্রাফি করার জন্য চেষ্টা করেন, তাহলে পরবর্তীতে আরো ভালো ফটোগ্রাফি করতে পারবেন।

 17 days ago 

আমিও ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। তাই চেষ্টা করি সব সময় ইউনিক ফটোগ্রাফিগুলো তুলে ধরার জন্য। অনেক ধন্যবাদ ভাই।

 18 days ago 

আজকে আপনি চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। আপনার প্রতিটা ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লাগলো। আর বিভিন্ন ধরনের ফটোগ্রাফি দেখলে এমনিতে ভালো লাগে। ফটোগ্রাফি গুলো সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।

 17 days ago 

ফটোগ্রাফি গুলো আপনার অনেক ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো আর ধন্যবাদ প্রশংসা মূলক মন্তব্য করার জন্য ।

 18 days ago 

বাহ্ আপনি তো দারুণ দারুণ কিছু এলোমেলো ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন।বিশেষ করে শাপলা ফুলের ফটোগ্রাফি দেখে খুব ভালো লাগলো।বাকি ফটোগ্রাফি ও গুলো দারুন হয়েছে।ধন্যবাদ আপু পোস্টটি শেয়ার করার জন্য।

 17 days ago 

অনেক ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ।

 17 days ago 

খুব সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি। আপনার কাছ থেকে চমৎকার ফটোগ্রাফি গুলো দেখে অনেক বেশি ভালো লাগলো৷ যেভাবে আপনি এখানে এই সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন তা একেবারে চমৎকার হয়েছে৷ এর মধ্যে যেভাবে নৌকার ফটোগ্রাফি শেয়ার করেছেন সেটি আমার অনেক বেশি পছন্দ হয়েছে৷

 17 days ago 

আমার ফটোগ্রাফি গুলো আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো ।

 17 days ago 

নদীর পাড়ের অপরূপ সৌন্দর্য দেখে ভালো লাগলো। দারুন ভাবে আপনি ফটোগ্রাফি গুলো করেছেন। আর দেখেই বোঝা যাচ্ছে অনেক সুন্দর সময় কাটিয়েছেন।

 17 days ago 

অনেক ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ।