স্বরচিত কবিতা পোস্ট ||| হারিয়ে গেল তাজা ফুল ||| original poetry by @saymaakter.
আসসালামু আলাইকুম।আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল ভাই ও বোনেরা আশা রাখি সকলেই সুস্থ আছেন এবং সুন্দর সময় অতিবাহিত করছেন। আমিও আপনাদের ভালোবাসাই বেশ ভালো আছি।
আজকে আমি আবারও আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হতে চলেছি। বর্তমানে আমাদের দেশে যে পরিস্থিতি এতে আসলে স্বাভাবিক থাকাটা কঠিন হয়ে পড়েছে।এত এত ফুটপুটে বাচ্চাগুলো মৃত্যুর কোলে ঢলে পড়বে এটি আসলে মেনে নেওয়া যাচ্ছে না। ফুটন্ত ফুল যদি নিমেশে শেষ হয়ে যায়, তাহলে সেই ফুল গাছটি জীবন হারিয়ে ফেলে।ঠিক যে পরিবারের বাচ্চাগুলো চলে গেছে ওপারে, সেই পরিবারের অবস্থা কেমন,এটা চিন্তা করলে কেন যেন ভালো লাগেনা। তাই এই তরতাজা ছোট বাচ্চাদেরকে নিয়ে আমার স্বরচিত একটি কবিতা লিখেছি। চলুন আর কথা না বাড়িয়ে কবিতাতে কি লিখেছি তা দেখে নেওয়া যাক।
আশা ছিল মনে প্রানে
অবুঝ শিশুর হৃদয় জুড়ে,
শিক্ষার আলোয় আলোকিত হবে
আদর্শ ও জ্ঞানে খ্যাতি অর্জন করবে,
কে জানে এই মায়া মাখা মুখগুলো
অঝোরে ঝরে যাবে অকাতরে,
কত আনন্দে তারা
প্রতিদিন আসে যায় স্কুলে,
কে জানতো, হঠাৎ বিমান এসে
ধাক্কা দিল স্কুলের দেয়ালে,
অগ্নি দগ্ধ স্কুল জুড়ে
অনেক শিশু গেল চলে।
ছোট ছোট স্বপ্নগুলো আগুনে জলন্ত হল,
অগ্নিদগ্ধ মায়ার শিশুগুলো
অকাতরে হারিয়ে গেল,
শহীদি মৃত্যু তাদের জীবনে ছিল,
যে হারিয়েছে প্রিয়জন
তাদেরই বুকে ব্যথা
তাদের চোখে অশ্রুধারা শূন্যতার কথা,
কেইবা বুঝে যন্ত্রণা
কেইবা পাশে রয়,
দুঃসময়ে আল্লাহ যেন
তাদের সহায় হয়।
যার যায় সেই বুঝে
কি হারালো জীবনে এসে,
জীবনতো থেমে থাকার নয়
তবুও চলছে জীবন
প্রার্থনা করি ও সুস্থ থাকুক
সকল মা বোন।
আমার পরিচয়।
আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।
https://x.com/mst_akter31610/status/1949300328635195659?t=w5dcpkxVuGzL92cB9IIkkA&s=19
https://x.com/mst_akter31610/status/1949302182051987833?t=qq888th3y-vJqRs5qRrgJA&s=19